ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট শুরু ১১ই জুন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
  • / ২৫০ বার পড়া হয়েছে

খেলাধুলা প্রতিবেদন
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অন্যদিকে আগামী মে-তে আইরিশদের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে যাবে টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১১ই জুন। আর টেস্টে মাঠে নামার আগে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের সূচি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ দুই সফরে ভারত ও পাকিস্তানে টেস্টের আগে কোনো প্রস্তুতি ম্যাচ পায়নি বাংলাদেশ দল। আগামী জুনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এমনিতে বাংলাদেশে এসে সফরকারী দলগুলি সাধারণত দুই বা তিন দিনের প্রস্তুতি ম্যাচ পেয়ে থাকে। এবার অস্ট্রেলিয়া খেলবে চার দিনের প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতি ম্যাচের ভেন্যু ও তারিখ চূড়ান্ত হয়নি। অস্ট্রেলিয়া দল কবে বাংলাদেশে পৌঁছবে সেটাও জানায়নি বিসিবি। সিরিজের প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৬ই জুন ঢাকায় ফিরবে অস্ট্রেলিয়া দল। ১৯শে জুন দ্বিতীয় টেস্ট শুরু হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সবশেষ ২০১৭ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেবারই প্রথম অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর স্বাদ পায় বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট জিতে নিয়ে ১-১ ড্রতে সিরিজ শেষ করেছিল টাইগাররা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট শুরু ১১ই জুন

আপলোড টাইম : ০৯:২৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০

খেলাধুলা প্রতিবেদন
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অন্যদিকে আগামী মে-তে আইরিশদের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে যাবে টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১১ই জুন। আর টেস্টে মাঠে নামার আগে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের সূচি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ দুই সফরে ভারত ও পাকিস্তানে টেস্টের আগে কোনো প্রস্তুতি ম্যাচ পায়নি বাংলাদেশ দল। আগামী জুনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এমনিতে বাংলাদেশে এসে সফরকারী দলগুলি সাধারণত দুই বা তিন দিনের প্রস্তুতি ম্যাচ পেয়ে থাকে। এবার অস্ট্রেলিয়া খেলবে চার দিনের প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতি ম্যাচের ভেন্যু ও তারিখ চূড়ান্ত হয়নি। অস্ট্রেলিয়া দল কবে বাংলাদেশে পৌঁছবে সেটাও জানায়নি বিসিবি। সিরিজের প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৬ই জুন ঢাকায় ফিরবে অস্ট্রেলিয়া দল। ১৯শে জুন দ্বিতীয় টেস্ট শুরু হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সবশেষ ২০১৭ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেবারই প্রথম অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর স্বাদ পায় বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট জিতে নিয়ে ১-১ ড্রতে সিরিজ শেষ করেছিল টাইগাররা।