ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশকে ৪ উইকেটে হারালো উইন্ডিজ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮
  • / ৪৪৮ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেটে জয় নিয়ে সিরিজে সমতায় ফিরলো সফরকারী উইন্ডিজ। ২ বল হাতে রেখেই টার্গেট পার করে ক্যারিবীয়রা। ব্যাট হাতে ১৪৬ রানের হার না মানা ইনিংস খেলেন শেই হোপ। ১৪৪ বলে ইনিংসে হোপ হাঁকান ১২টি চার ও তিনটি ছক্কা। মিরপুরে আগে ব্যাটিং শেষে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৬ রানের টার্গেট দেয় বাংলাদেশ। সেট হয়ে অভিজ্ঞরা আউট না হলে দলীয় সংগ্রহ আরও বড় হতে পারতো। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিং পায় বাংলাদেশ। আর নির্ধারিত ৫০ ওভার শেষে দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৫৫/৭। অর্ধশতক করেন তামিম ইকবাল (৫০), মুশফিকুর রহিম (৬২) ও সাকিব আল হাসান (৬৫)। ব্যক্তিগত ৩০ রানে আউট হন মাহমুদুল্লাহ রিয়াদ। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৬ ও মেহেদী হাসান মিরাজ ১০ রান করে অপরাজিত থাকেন। ক্যারিবীয়দের হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন উদীয়মান পেসার ওশান টমাস। একটি করে পান কেমার রোচ, কিমো পাল, দেবেন্দ্র বিশু ও রভম্যান পাওয়েল। তৃতীয় উইকেটে ১১১ রানের জুটি গড়েন তামিম ও মুশফিক। পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহর সঙ্গে ৬১ রান যোগ করেন সাকিব। দলীয় ২০৮ রানে টমাসের তৃতীয় শিকারে সৌম্য সরকারের (৬) বিদায়ে পঞ্চম উইকেটের পতন ঘটে। এরপর সব শঙ্কা দূর করে ব্যাটিংয়ে ফেরেন ইনিংসের শুরুতে রিটায়ার্ড হার্ট হওয়া লিটন দাস। তবে বেশিদূর যেতে পারেননি। ব্যক্তিগত ৮ রানে কিমো পলের বলে শিমরন হেটমায়ারের হাতে বিদায় নেন। ৪৭তম ওভারে সবশেষ ব্যাটসম্যান হিসেবে রোচের স্লোয়ারে পরাস্ত হয়ে বোল্ড হন সাকিব। ২৪তম ওভারে দেবেন্দ্র বিশুর বলে ডিপ মিডউইকেটে সীমানার প্রান্তে কেমার রোচের তালুবন্দি হন তামিম। দলীয় ১২৫ রানের মাথায় আউট হওয়ার আগে ৬৩ বলে ৫০ রানের ইনিংস খেলেন এই ওপেনার। তাতে ছিল ৪টি চার ও ১টি ছয়ের মার। ওয়ানডেতে তামিমের এটি ৪৩তম ফিফটি। অর্ধশতক পেয়েছেন মুশফিকও। তবে ইনিংস লম্বা করতে পারেননি। ২৭তম ওভারে দলীয় ১৩২ রানে টমাসের দ্বিতীয় শিকারে উইকেটের পেছনে ক্যাচ দেন মুশফিক। মুশফিকের এটি ৩২তম ওয়ানডে অর্ধশতক। ৮০ বলের ইনিংসে ছিল ৫টি চারের মার। শুরুতেই টমাসের পেস তোপে পড়তে হয়। ইনিংসের দ্বিতীয় ওভারে টমাসের ইয়র্কার লেংথের বলে গোড়ালিতে আঘাত পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন লিটন দাস (৫)। নিজের পরের ওভারেই ইমরুলকে কায়েসকে (০) উইকেটের পেছনে ক্যাচবন্দি করেন টমাস। দলীয় ১৪ রানে ইমরুলকে হারানোর পরই শতরানের দুর্দান্ত জুটি গড়েন তামিম ইকবাল ও মুশফিকুর। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বাংলাদেশকে ৪ উইকেটে হারালো উইন্ডিজ

আপলোড টাইম : ১০:০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮

খেলাধুলা ডেস্ক: দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেটে জয় নিয়ে সিরিজে সমতায় ফিরলো সফরকারী উইন্ডিজ। ২ বল হাতে রেখেই টার্গেট পার করে ক্যারিবীয়রা। ব্যাট হাতে ১৪৬ রানের হার না মানা ইনিংস খেলেন শেই হোপ। ১৪৪ বলে ইনিংসে হোপ হাঁকান ১২টি চার ও তিনটি ছক্কা। মিরপুরে আগে ব্যাটিং শেষে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৬ রানের টার্গেট দেয় বাংলাদেশ। সেট হয়ে অভিজ্ঞরা আউট না হলে দলীয় সংগ্রহ আরও বড় হতে পারতো। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিং পায় বাংলাদেশ। আর নির্ধারিত ৫০ ওভার শেষে দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৫৫/৭। অর্ধশতক করেন তামিম ইকবাল (৫০), মুশফিকুর রহিম (৬২) ও সাকিব আল হাসান (৬৫)। ব্যক্তিগত ৩০ রানে আউট হন মাহমুদুল্লাহ রিয়াদ। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৬ ও মেহেদী হাসান মিরাজ ১০ রান করে অপরাজিত থাকেন। ক্যারিবীয়দের হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন উদীয়মান পেসার ওশান টমাস। একটি করে পান কেমার রোচ, কিমো পাল, দেবেন্দ্র বিশু ও রভম্যান পাওয়েল। তৃতীয় উইকেটে ১১১ রানের জুটি গড়েন তামিম ও মুশফিক। পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহর সঙ্গে ৬১ রান যোগ করেন সাকিব। দলীয় ২০৮ রানে টমাসের তৃতীয় শিকারে সৌম্য সরকারের (৬) বিদায়ে পঞ্চম উইকেটের পতন ঘটে। এরপর সব শঙ্কা দূর করে ব্যাটিংয়ে ফেরেন ইনিংসের শুরুতে রিটায়ার্ড হার্ট হওয়া লিটন দাস। তবে বেশিদূর যেতে পারেননি। ব্যক্তিগত ৮ রানে কিমো পলের বলে শিমরন হেটমায়ারের হাতে বিদায় নেন। ৪৭তম ওভারে সবশেষ ব্যাটসম্যান হিসেবে রোচের স্লোয়ারে পরাস্ত হয়ে বোল্ড হন সাকিব। ২৪তম ওভারে দেবেন্দ্র বিশুর বলে ডিপ মিডউইকেটে সীমানার প্রান্তে কেমার রোচের তালুবন্দি হন তামিম। দলীয় ১২৫ রানের মাথায় আউট হওয়ার আগে ৬৩ বলে ৫০ রানের ইনিংস খেলেন এই ওপেনার। তাতে ছিল ৪টি চার ও ১টি ছয়ের মার। ওয়ানডেতে তামিমের এটি ৪৩তম ফিফটি। অর্ধশতক পেয়েছেন মুশফিকও। তবে ইনিংস লম্বা করতে পারেননি। ২৭তম ওভারে দলীয় ১৩২ রানে টমাসের দ্বিতীয় শিকারে উইকেটের পেছনে ক্যাচ দেন মুশফিক। মুশফিকের এটি ৩২তম ওয়ানডে অর্ধশতক। ৮০ বলের ইনিংসে ছিল ৫টি চারের মার। শুরুতেই টমাসের পেস তোপে পড়তে হয়। ইনিংসের দ্বিতীয় ওভারে টমাসের ইয়র্কার লেংথের বলে গোড়ালিতে আঘাত পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন লিটন দাস (৫)। নিজের পরের ওভারেই ইমরুলকে কায়েসকে (০) উইকেটের পেছনে ক্যাচবন্দি করেন টমাস। দলীয় ১৪ রানে ইমরুলকে হারানোর পরই শতরানের দুর্দান্ত জুটি গড়েন তামিম ইকবাল ও মুশফিকুর। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদশ।