ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বহির্বিশ্ব থেকে সাড়ে ৫০ লাখ বছর বিচ্ছিন্ন, রহস্যের গুহায় অদ্ভুত প্রাণী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
  • / ৩০৪ বার পড়া হয়েছে

বিষ্ময় ডেস্ক:
পৃথিবীর মধ্যেই পৃথিবীর মতো বিচ্ছিন্ন কিছু রয়েছে বলে বিশ্বাস করা কঠিন। যেখানে বাইরের কোনো নিয়ম প্রযোজ্য নয়। সেখানকার বাসিন্দারা অর্থ্যাৎ জীবরা বাইরের পৃথিবী থেকে সাড়ে পঞ্চাশ লাখ বছর ধরে বিচ্ছিন্ন। হা, এ রকম এক বিচিত্র-বিস্ময় হলো রোমানিয়ার মোভাইল গুহা। ১৯৮৬ সালে রোমানিয়ার কনস্টান্টা কাউন্টির ম্যাঙ্গালিয়া অঞ্চলে এ গুহা আবিষ্কার হয়। রোমানিয়া-বুলগেরিয়া সীমান্তে কৃষ্ণসাগরের উপকূল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই এ প্রাকৃতিক বিস্ময় আবিষ্কার করেন বিজ্ঞানী ক্রিস্টিয়ান লাস্কু। আশির দশকে রোমানিয়ায় কমিউনিস্ট শাসন চলাকালীন জনমানবহীন ম্যাঙ্গালিয়া প্রান্তরে চলছিল সয়েল টেস্ট। সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্ভব কি না তা দেখা হচ্ছিল। তখনই ধরা পড়ে এ রহস্যজনক বিষাক্ত গুহার অস্তিত্ব। অদ্ভুত বাস্তুতন্ত্রের সাক্ষী এ গুহা। এখানে প্রচুর পরিমাণে হাইজ্রোজেন সালফাইড ও কার্বন ডাই অক্সাইড রয়েছে। বদ্ধ হওয়ায় স্বাভাবিকভাবেই এখানে অক্সিজেন কম। ফলে এ গুহার বিষাক্ত পরিবেশে ফোটোসিন্থেসিস (সালোকসংশ্লেষ)-এর বদলে কেমোসিন্থেসিস প্রক্রিয়ার মাধ্যমে জীবন এগিয়েছে। ডাঙায় দেখা কাঁকড়া বিছের সঙ্গে এখানকার পানির কাঁকড়া বিছের চরিত্রগত মিল আছে। তবে মানুষের জন্য এগুলো ডাঙার কাঁকড়া বিছের তুলনায় কম বিষাক্ত। এ গুহায় খাদ্যশৃঙ্খলও নির্ভর করছে কেমোসিন্থেসিসের উপর। মিথেন ও সালফারে (গন্ধক) জারিত হয় ব্যাকটেরিয়া। বিক্রিয়ার ফলে বাতাসে নিউট্রিয়েন্ট বা পরিপোষকের উপস্থিতি বাড়ে। তার দ্বারা ছত্রাক ও অন্যান্য ব্যাকটেরিয়া পুষ্টি পায়। এ বিক্রিয়া-শৃঙ্খলের ফলে গুহার দেয়ালে জন্ম নেয় মাইক্রোবিয়াল ম্যাটস। মাইক্রোবিয়াল ম্যাট হল একাধিক স্তরের মাইক্রোঅর্গানিজমের চাদর। পুরু শ্যাওলার মতো বিছিয়ে থাকা এ অংশ থেকে খাদ্যগ্রহণ করে তৃণভোজীরা। আবার তারা খাদ্য হয়ে ওঠে মাংসাশীদের কাছে। এভাবেই কেমোসিন্থেসিসের উপর নির্ভর করে এগোতে থাকে খাদ্য-খাদক শৃঙ্খল। বিজ্ঞানীরা জানিয়েছেন, মোভাইল গুহার জীববৈচিত্র্য সাড়ে পঞ্চাশ লাখ বছর ধরে লোকচক্ষুর আড়ালে ছিল ঠিকই। কিন্তু তার মানে এই নয় আজ থেকে সাড়ে পঞ্চাশ লাখ বছরের আগে এ গুহায় একসঙ্গে সব প্রাণী সৃষ্টি হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বহির্বিশ্ব থেকে সাড়ে ৫০ লাখ বছর বিচ্ছিন্ন, রহস্যের গুহায় অদ্ভুত প্রাণী

আপলোড টাইম : ০৮:৫২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০

বিষ্ময় ডেস্ক:
পৃথিবীর মধ্যেই পৃথিবীর মতো বিচ্ছিন্ন কিছু রয়েছে বলে বিশ্বাস করা কঠিন। যেখানে বাইরের কোনো নিয়ম প্রযোজ্য নয়। সেখানকার বাসিন্দারা অর্থ্যাৎ জীবরা বাইরের পৃথিবী থেকে সাড়ে পঞ্চাশ লাখ বছর ধরে বিচ্ছিন্ন। হা, এ রকম এক বিচিত্র-বিস্ময় হলো রোমানিয়ার মোভাইল গুহা। ১৯৮৬ সালে রোমানিয়ার কনস্টান্টা কাউন্টির ম্যাঙ্গালিয়া অঞ্চলে এ গুহা আবিষ্কার হয়। রোমানিয়া-বুলগেরিয়া সীমান্তে কৃষ্ণসাগরের উপকূল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই এ প্রাকৃতিক বিস্ময় আবিষ্কার করেন বিজ্ঞানী ক্রিস্টিয়ান লাস্কু। আশির দশকে রোমানিয়ায় কমিউনিস্ট শাসন চলাকালীন জনমানবহীন ম্যাঙ্গালিয়া প্রান্তরে চলছিল সয়েল টেস্ট। সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্ভব কি না তা দেখা হচ্ছিল। তখনই ধরা পড়ে এ রহস্যজনক বিষাক্ত গুহার অস্তিত্ব। অদ্ভুত বাস্তুতন্ত্রের সাক্ষী এ গুহা। এখানে প্রচুর পরিমাণে হাইজ্রোজেন সালফাইড ও কার্বন ডাই অক্সাইড রয়েছে। বদ্ধ হওয়ায় স্বাভাবিকভাবেই এখানে অক্সিজেন কম। ফলে এ গুহার বিষাক্ত পরিবেশে ফোটোসিন্থেসিস (সালোকসংশ্লেষ)-এর বদলে কেমোসিন্থেসিস প্রক্রিয়ার মাধ্যমে জীবন এগিয়েছে। ডাঙায় দেখা কাঁকড়া বিছের সঙ্গে এখানকার পানির কাঁকড়া বিছের চরিত্রগত মিল আছে। তবে মানুষের জন্য এগুলো ডাঙার কাঁকড়া বিছের তুলনায় কম বিষাক্ত। এ গুহায় খাদ্যশৃঙ্খলও নির্ভর করছে কেমোসিন্থেসিসের উপর। মিথেন ও সালফারে (গন্ধক) জারিত হয় ব্যাকটেরিয়া। বিক্রিয়ার ফলে বাতাসে নিউট্রিয়েন্ট বা পরিপোষকের উপস্থিতি বাড়ে। তার দ্বারা ছত্রাক ও অন্যান্য ব্যাকটেরিয়া পুষ্টি পায়। এ বিক্রিয়া-শৃঙ্খলের ফলে গুহার দেয়ালে জন্ম নেয় মাইক্রোবিয়াল ম্যাটস। মাইক্রোবিয়াল ম্যাট হল একাধিক স্তরের মাইক্রোঅর্গানিজমের চাদর। পুরু শ্যাওলার মতো বিছিয়ে থাকা এ অংশ থেকে খাদ্যগ্রহণ করে তৃণভোজীরা। আবার তারা খাদ্য হয়ে ওঠে মাংসাশীদের কাছে। এভাবেই কেমোসিন্থেসিসের উপর নির্ভর করে এগোতে থাকে খাদ্য-খাদক শৃঙ্খল। বিজ্ঞানীরা জানিয়েছেন, মোভাইল গুহার জীববৈচিত্র্য সাড়ে পঞ্চাশ লাখ বছর ধরে লোকচক্ষুর আড়ালে ছিল ঠিকই। কিন্তু তার মানে এই নয় আজ থেকে সাড়ে পঞ্চাশ লাখ বছরের আগে এ গুহায় একসঙ্গে সব প্রাণী সৃষ্টি হয়েছে।