ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বলিউড তারকাদের গাড়ি ধাওয়া করলেই কড়া পদক্ষেপ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
  • / ১২৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদন
মাদক কাণ্ডে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সমন পেয়ে শনিবার জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে দেখা গিয়েছিল বলিউডের তিন নামী অভিনেত্রীকে। ওইদিন দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর ও সারা আলি খানরা হাজিরা দিতে যাওয়ার সময় ঝুঁকিপূর্ণ ভাবে তাদের গাড়ির পিছু নিতে দেখা যায় সংবাদমাধ্যমের একাংশকে। এজন্য তাদের তীব্র সমালোচনা করেছে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার সংগ্রাম সিং নিশানদার বলেন, পুলিশ লক্ষ্য করেছে বহু সংবাদমাধ্যমের গাড়ি ওই অভিনেত্রীদের গাড়িকে রীতিমতো অনুসরণ করছিল। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ বলে জানান তিনি। তিনি বলেন, এটা তাদের জন্য ঝুঁকিপ্রদ তো বটেই। সেই সঙ্গে যারা গাড়িতে যাচ্ছিলেন এবং সাধারণ মানুষের জন্যও অত্যন্ত ঝুঁকির। এমনটা বরদাস্ত করা হবে না। তিনি সংবাদমাধ্যমকে সতর্ক করে জানিয়েছেন, কোনও গাড়িকে এভাবে যেন আর তাড়া না করা হয়। অন্যথায় সেই গাড়িকে বাজেয়াপ্ত করা হবে এবং সংশ্লিষ্ট গাড়ির চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বলিউড তারকাদের গাড়ি ধাওয়া করলেই কড়া পদক্ষেপ

আপলোড টাইম : ০৮:২৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০

বিনোদন প্রতিবেদন
মাদক কাণ্ডে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সমন পেয়ে শনিবার জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে দেখা গিয়েছিল বলিউডের তিন নামী অভিনেত্রীকে। ওইদিন দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর ও সারা আলি খানরা হাজিরা দিতে যাওয়ার সময় ঝুঁকিপূর্ণ ভাবে তাদের গাড়ির পিছু নিতে দেখা যায় সংবাদমাধ্যমের একাংশকে। এজন্য তাদের তীব্র সমালোচনা করেছে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার সংগ্রাম সিং নিশানদার বলেন, পুলিশ লক্ষ্য করেছে বহু সংবাদমাধ্যমের গাড়ি ওই অভিনেত্রীদের গাড়িকে রীতিমতো অনুসরণ করছিল। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ বলে জানান তিনি। তিনি বলেন, এটা তাদের জন্য ঝুঁকিপ্রদ তো বটেই। সেই সঙ্গে যারা গাড়িতে যাচ্ছিলেন এবং সাধারণ মানুষের জন্যও অত্যন্ত ঝুঁকির। এমনটা বরদাস্ত করা হবে না। তিনি সংবাদমাধ্যমকে সতর্ক করে জানিয়েছেন, কোনও গাড়িকে এভাবে যেন আর তাড়া না করা হয়। অন্যথায় সেই গাড়িকে বাজেয়াপ্ত করা হবে এবং সংশ্লিষ্ট গাড়ির চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।