ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বলাৎকারকারী লাল্টুকে ধরতে পারেনি পুলিশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:২১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭
  • / ৩৩৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দৌলৎদিয়াড়ের কিশোর হাফেজ

নিজস্ব প্রতিবেদক: এখনো গ্রফতার করা সম্ভব হয়নি চুয়াডাঙ্গা দৌলাৎদিয়াড়ের কিশোর হাফেজ  বলাতকারকারী চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের সাবেক রেয়ার ফ্রেবরিক্সের মালিক(ছিট কাপড় ব্যবসায়ী) সাবেক চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের সভাপতি  হাফিজুর ইসলাম লাল্টু জেলা শহরে পরিচিত ঘুটে লাল্টু ওরফে গোলে লাল্টু । গ্রাম কয়রাডাঙ্গাসহ আতœীয়সজনের কাছে আশ্রয়হীন হয়ে একন সে আতœগোপনে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
চুয়াডাঙ্গা দৌলৎদিয়াড় চুনুরীপাড়ার কিশোর হাফেজ বলাতকারকারী হাফিজুর ইসলাম লাল্টুর পিতা মৃত আয়ুব আলী ১৯৭০ এর দশকে আলমডাঙ্গা থানার বর্তমান চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রাম থেকে উঠে এসে দৌলৎদিয়াড় চুনুরীপড়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ৮ ভাই বোনের মেধ্যে লাল্টু ভাইদের মধ্যে মেজো।  স্কুলের বাউন্ডারি পার করতে না পারলেও কলেজে যাতায়াত করতো তার কুমতলব নিয়ে। এভাবে চুয়াডাঙ্গা শহরে একের পর এক মুখরোচক ঘটনার জন্ম দেওয়া লাল্টু বেশ কয়েক বছর আগে চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটে রেয়ার ফ্রেব্রিক্স নামে দোকানদিয়ে ছিট কাপড়ের ব্যবসা শুরু করে। মাহজনদের ধারবাকী পরিশোধ করতে ব্যার্থ হয়ে ২০১৫ সালে দোকান উঠিয়েদিতে বাধ্য হয়। এমন ঘটনায় একাধিকবার জড়িত হলে এক ছেলেসহ সংসার ছাড়তে বাধ্য হয় তার স্ত্রী। এ ঘটনার পর মামলা হলে গা ঢাকা দিয়ে নিজ গ্রামে স্থান পায়নি সে। আতœীয়স্বজনও তারকাছ থেকে মুখ ফিরিয়ে নেয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বলাৎকারকারী লাল্টুকে ধরতে পারেনি পুলিশ

আপলোড টাইম : ০১:২১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭

চুয়াডাঙ্গার দৌলৎদিয়াড়ের কিশোর হাফেজ

নিজস্ব প্রতিবেদক: এখনো গ্রফতার করা সম্ভব হয়নি চুয়াডাঙ্গা দৌলাৎদিয়াড়ের কিশোর হাফেজ  বলাতকারকারী চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের সাবেক রেয়ার ফ্রেবরিক্সের মালিক(ছিট কাপড় ব্যবসায়ী) সাবেক চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের সভাপতি  হাফিজুর ইসলাম লাল্টু জেলা শহরে পরিচিত ঘুটে লাল্টু ওরফে গোলে লাল্টু । গ্রাম কয়রাডাঙ্গাসহ আতœীয়সজনের কাছে আশ্রয়হীন হয়ে একন সে আতœগোপনে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
চুয়াডাঙ্গা দৌলৎদিয়াড় চুনুরীপাড়ার কিশোর হাফেজ বলাতকারকারী হাফিজুর ইসলাম লাল্টুর পিতা মৃত আয়ুব আলী ১৯৭০ এর দশকে আলমডাঙ্গা থানার বর্তমান চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রাম থেকে উঠে এসে দৌলৎদিয়াড় চুনুরীপড়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ৮ ভাই বোনের মেধ্যে লাল্টু ভাইদের মধ্যে মেজো।  স্কুলের বাউন্ডারি পার করতে না পারলেও কলেজে যাতায়াত করতো তার কুমতলব নিয়ে। এভাবে চুয়াডাঙ্গা শহরে একের পর এক মুখরোচক ঘটনার জন্ম দেওয়া লাল্টু বেশ কয়েক বছর আগে চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটে রেয়ার ফ্রেব্রিক্স নামে দোকানদিয়ে ছিট কাপড়ের ব্যবসা শুরু করে। মাহজনদের ধারবাকী পরিশোধ করতে ব্যার্থ হয়ে ২০১৫ সালে দোকান উঠিয়েদিতে বাধ্য হয়। এমন ঘটনায় একাধিকবার জড়িত হলে এক ছেলেসহ সংসার ছাড়তে বাধ্য হয় তার স্ত্রী। এ ঘটনার পর মামলা হলে গা ঢাকা দিয়ে নিজ গ্রামে স্থান পায়নি সে। আতœীয়স্বজনও তারকাছ থেকে মুখ ফিরিয়ে নেয়।