ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বর্ষীয়ান রাজনীতিক শিল্পপতি মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকী আজ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
  • / ৩০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সভাপতি, চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য, জেলার প্রথম শিল্পপতি ও চুয়াডাঙ্গা চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি হাজি মো. মোজাম্মেল হকের ২য় মৃত্যুবার্ষিকী আজ। তাঁর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর গুলশান এভিনিউয়ে অবস্থিত বঙ্গজ-তাল্লু গ্রুপের প্রধান কার্যালয়সহ বঙ্গজ-তাল্লু গ্রুপের সব শিল্পপ্রতিষ্ঠানে আজ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ২০১৭ সালের এই দিনে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাজি মোজাম্মেল হক কঠোর পরিশ্রম, সততা ও একাগ্রতা দিয়ে তাঁর জীবদ্দশায় বঙ্গজ, তাল্লু স্পিনিং, মিথুন করপোরেশনসহ বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি শুধু সফল শিল্পপতিই ছিলেন না, একই সঙ্গে তিনি সফল রাজনীতিকও ছিলেন। তিনি দীর্ঘদিন জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন এবং বিএনপি থেকে ১৯৯৬, ২০০১ সালসহ চুয়াডাঙ্গা-২ আসনে (দামুড়হুদা-জীবননগর) তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তৎকালীন সময়ে তিনি সংসদীয় কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন।
বর্ষীয়ান রাজনীতিক হাজি মো. মোজাম্মেল হক ১৯৭৮ সালে জাগো দলের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। একই বছর জাগো দলের আহ্বায়ক হিসেবে নিজেকে মেলে ধরেন তিনি। পরবর্তীতে ১৯৮১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন। দলের প্রতি আনুগত্য, সঠিক নেতৃত্ব, সততা ও নিষ্ঠার কারণে ১৯৯০ সালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাঁকে। পরবর্তীতে কয়েক মেয়াদে ২০১৪ সাল পর্যন্ত জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বর্ণাঢ্য সামাজিক ও রাজনৈতিক জীবনের পরিচিতির সঙ্গে সফল শিল্পপতি হিসেবে সমধিক পরিচিত ছিলেন মোজাম্মেল হক। এ ছাড়াও তিনি বঙ্গজ-তাল্লু গ্রুপ ও রেডিও টুডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। একাধারে তিনি চুয়াডাঙ্গা জেলা শিল্প ও বণিক সমিতি প্রতিষ্ঠাসহ এর সফল সভাপতি হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বর্ষীয়ান রাজনীতিক শিল্পপতি মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকী আজ

আপলোড টাইম : ০৯:৩২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সভাপতি, চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য, জেলার প্রথম শিল্পপতি ও চুয়াডাঙ্গা চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি হাজি মো. মোজাম্মেল হকের ২য় মৃত্যুবার্ষিকী আজ। তাঁর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর গুলশান এভিনিউয়ে অবস্থিত বঙ্গজ-তাল্লু গ্রুপের প্রধান কার্যালয়সহ বঙ্গজ-তাল্লু গ্রুপের সব শিল্পপ্রতিষ্ঠানে আজ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ২০১৭ সালের এই দিনে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাজি মোজাম্মেল হক কঠোর পরিশ্রম, সততা ও একাগ্রতা দিয়ে তাঁর জীবদ্দশায় বঙ্গজ, তাল্লু স্পিনিং, মিথুন করপোরেশনসহ বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি শুধু সফল শিল্পপতিই ছিলেন না, একই সঙ্গে তিনি সফল রাজনীতিকও ছিলেন। তিনি দীর্ঘদিন জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন এবং বিএনপি থেকে ১৯৯৬, ২০০১ সালসহ চুয়াডাঙ্গা-২ আসনে (দামুড়হুদা-জীবননগর) তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তৎকালীন সময়ে তিনি সংসদীয় কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন।
বর্ষীয়ান রাজনীতিক হাজি মো. মোজাম্মেল হক ১৯৭৮ সালে জাগো দলের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। একই বছর জাগো দলের আহ্বায়ক হিসেবে নিজেকে মেলে ধরেন তিনি। পরবর্তীতে ১৯৮১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন। দলের প্রতি আনুগত্য, সঠিক নেতৃত্ব, সততা ও নিষ্ঠার কারণে ১৯৯০ সালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাঁকে। পরবর্তীতে কয়েক মেয়াদে ২০১৪ সাল পর্যন্ত জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বর্ণাঢ্য সামাজিক ও রাজনৈতিক জীবনের পরিচিতির সঙ্গে সফল শিল্পপতি হিসেবে সমধিক পরিচিত ছিলেন মোজাম্মেল হক। এ ছাড়াও তিনি বঙ্গজ-তাল্লু গ্রুপ ও রেডিও টুডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। একাধারে তিনি চুয়াডাঙ্গা জেলা শিল্প ও বণিক সমিতি প্রতিষ্ঠাসহ এর সফল সভাপতি হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন।