ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বর্ধিত ট্যাক্সের পরিমাণ দেখে শঙ্কিত হবেন না

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯
  • / ৪২৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় উন্মুক্ত নাগরিক সভায় পৌর মেয়র জিপু চৌধুরী
বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌরসভার অবকাঠামো, শিক্ষা-স্বাস্থ্য, চিকিৎসা, নাগরিক সমস্যা, সম্বাবনা, আইন শৃঙ্খলার উন্নতি, পিছিয়ে পড়া জনগণের উন্নয়ন, দারিদ্র বিমোচনসহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে পৌরসভার ৩নং ওয়ার্ডের মুক্তিপাড়ায় এ সভার আয়োজন করা হয়। সভায় নাগরিক ভাবনা ও মতামতের উপর গুরত্বারোপ করে বক্তব্য রাখেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। তিনি বলেন, ‘আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আজ আমরা আপনাদেরই প্রতিনিধিত্ব করছি। আপনাদের মতামত ও পরামর্শ নিয়ে কাজ করা আমাদের দায়িত্ব। সম্প্রতি সময়ে পৌর এলাকায় যে কয়টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং হচ্ছে সেখানে জনসম্পৃক্ততার কারণে ঠিকাদারদের কাছ থেকে মানসম্মত কাজ বুঝে নেয়া সম্ভব হয়েছে।’
নাগরিকদের বিভিন্ন চাহিদার প্রেক্ষিতে মেয়র বলেন, ‘আপনারা এ এলাকায় ড্রেন ও রাস্তা নির্মাণের কথা বলেছেন। প্রকল্পের কাজ চলছে, আমাদেরও পরিকল্পনা রয়েছে, শিগগিরই ড্রেন ও রাস্তার কাজ শুরু করা হবে।’ বর্তমানে পৌরকর/হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি নিয়ে নাগরিকদের নানান প্রশ্নের সম্মুখিন হতে হয় উপস্থিত পৌর মেয়র ও কাউন্সিলরদের। এ প্রসঙ্গে জিপু চৌধুরী বলেন, ‘বর্ধিত ট্যাক্সের পরিমাণ দেখে শঙ্কিত হবেন না। সরকারি নিয়মানুযায়ী ট্যাক্স বৃদ্ধি বা নির্ধারণ করা হয়েছে। এরপর আপনাদের কাছ থেকে ট্যাক্স কমানোর জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। পরবর্তীতে আপনাদের ডেকে গণশুনানির আয়োজন করবো, তারপর ট্যাক্স নির্ধারণ করা হবে। আপনারা সহযোগিতা করলে পৌরকর/পানিরবিল/ট্যাক্স নিয়ে কোন সমস্যা থাকবে না।’
প্যানেল মেয়র ও পৌর কাউন্সিলর মুন্সী রেজাউল করিম খোকনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর নাগরিক এড. নওশেদ আলী, আব্দুস সালাম, সাঈদ আলম মানু, কলিমুজ্জামান মিঠু, মাজেদুর রহমান টুটুল, তোফাজ্জেল হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, পৌর ছাত্রলীগ নেতা ইমদাদুল হক সজল, ছাত্রলীগ নেতা তামিম হাসান স্বাধীন, কানন, সানজিদ, জনি প্রমুখ। সভা পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বর্ধিত ট্যাক্সের পরিমাণ দেখে শঙ্কিত হবেন না

আপলোড টাইম : ০৯:৩৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯

চুয়াডাঙ্গায় উন্মুক্ত নাগরিক সভায় পৌর মেয়র জিপু চৌধুরী
বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌরসভার অবকাঠামো, শিক্ষা-স্বাস্থ্য, চিকিৎসা, নাগরিক সমস্যা, সম্বাবনা, আইন শৃঙ্খলার উন্নতি, পিছিয়ে পড়া জনগণের উন্নয়ন, দারিদ্র বিমোচনসহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে পৌরসভার ৩নং ওয়ার্ডের মুক্তিপাড়ায় এ সভার আয়োজন করা হয়। সভায় নাগরিক ভাবনা ও মতামতের উপর গুরত্বারোপ করে বক্তব্য রাখেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। তিনি বলেন, ‘আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আজ আমরা আপনাদেরই প্রতিনিধিত্ব করছি। আপনাদের মতামত ও পরামর্শ নিয়ে কাজ করা আমাদের দায়িত্ব। সম্প্রতি সময়ে পৌর এলাকায় যে কয়টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং হচ্ছে সেখানে জনসম্পৃক্ততার কারণে ঠিকাদারদের কাছ থেকে মানসম্মত কাজ বুঝে নেয়া সম্ভব হয়েছে।’
নাগরিকদের বিভিন্ন চাহিদার প্রেক্ষিতে মেয়র বলেন, ‘আপনারা এ এলাকায় ড্রেন ও রাস্তা নির্মাণের কথা বলেছেন। প্রকল্পের কাজ চলছে, আমাদেরও পরিকল্পনা রয়েছে, শিগগিরই ড্রেন ও রাস্তার কাজ শুরু করা হবে।’ বর্তমানে পৌরকর/হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি নিয়ে নাগরিকদের নানান প্রশ্নের সম্মুখিন হতে হয় উপস্থিত পৌর মেয়র ও কাউন্সিলরদের। এ প্রসঙ্গে জিপু চৌধুরী বলেন, ‘বর্ধিত ট্যাক্সের পরিমাণ দেখে শঙ্কিত হবেন না। সরকারি নিয়মানুযায়ী ট্যাক্স বৃদ্ধি বা নির্ধারণ করা হয়েছে। এরপর আপনাদের কাছ থেকে ট্যাক্স কমানোর জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। পরবর্তীতে আপনাদের ডেকে গণশুনানির আয়োজন করবো, তারপর ট্যাক্স নির্ধারণ করা হবে। আপনারা সহযোগিতা করলে পৌরকর/পানিরবিল/ট্যাক্স নিয়ে কোন সমস্যা থাকবে না।’
প্যানেল মেয়র ও পৌর কাউন্সিলর মুন্সী রেজাউল করিম খোকনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর নাগরিক এড. নওশেদ আলী, আব্দুস সালাম, সাঈদ আলম মানু, কলিমুজ্জামান মিঠু, মাজেদুর রহমান টুটুল, তোফাজ্জেল হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, পৌর ছাত্রলীগ নেতা ইমদাদুল হক সজল, ছাত্রলীগ নেতা তামিম হাসান স্বাধীন, কানন, সানজিদ, জনি প্রমুখ। সভা পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি।