ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বন্ধুদেশের সাথে সম্পর্কন্নোয়নে নদীয়া কাঁপাবে লিটন স্কোয়াড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ এপ্রিল ২০১৮
  • / ৩৭৪ বার পড়া হয়েছে

টানা দ্বিতীয়বার ভারত সফরে যাচ্ছে চুয়াডাঙ্গা ফিউচার ফুটবল একাডেমি
এসএম শাফায়েত: গত ১৮ ফেব্রুয়ারি ভাষার মাসে প্রথমবার ৫ দিনের ভারত সফরের পর এবার টানা দ্বিতীয়বার ভারত সফর করতে যাচ্ছে চুয়াডাঙ্গা ফিউচার ফুটবল একাডেমি। এফএফএ’র ডাইরেক্টর সাবেক কৃতি তারকা ফুটবলার মাহমুদুল হক লিটনের নেতৃত্বাধীন ১৭ সদস্যের দলটি আগামী ২০ এপ্রিল দর্শনা জয় নগর গেঁদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে। এবার দলটি ভারতের নদীয়া জেলার দত্ত ফুলিয়া, বীন নগর ও বগুলায় তিনটি প্রদর্শনী ফুটবল খেলায় অংশ নেবে। দুই বাংলার বন্ধুত্বের সম্পর্ক জোরদার ও খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এই খেলার প্রধান উদ্দেশ্য। এপার বাংলার ফিউচার ফুটবল একাডেমি ও ওপার বাংলার নদীয়া জেলার দত্ত ফুলিয়া, বীন নগর ও বগুলার ফুটবল দলের মধ্যকার খেলাগুলো আগামী ২১, ২২ ও ২৩ এপ্রিল স্থানীয় মাঠে অনুষ্ঠিত হবে। এরমধ্যে আগামী ২১ এপ্রিল শনিবার বিকাল ৩.১৫ মিনিটে বরনবেড়িয়া হাইস্কুল মাঠে বরনবেড়িয়া বিবেকানন্দ সংঘ ফুটবল দলের সাথে সফরকালীন প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলার উদ্বোধক হিসেবে থাকবেন রানাঘাট (উ:পূ) মাননীয় বিধায়ক সমীর কুমার পোদ্দার। প্রধান অতিথি থাকবেন মাননীয়া মিতা পোদ্দার, এনআইএস’র ফুটবল কোচ সুজিত কুমার পাল। বিশেষ অতিথি থাকবেন মাননীয়া বিজলী বিশ্বাস, তাপস তরফদার ও মিনতী বৈদ্য। এ তথ্য নিশ্চিত করেছেন বরনবেড়িয়া বিবেকানন্দ সংঘের সভাপতি অধীর কুমার বিশ্বাস, সম্পাদক প্রদীপ বৈদ্য ও সন্তু প্রামানিক।
ফিউচার ফুটবল একাডেমি স্কোয়াডে এবারও ডাইরেক্টর মাহমুদুল হক লিটনের নেতৃত্বে টিম লিডারের দায়িত্বে থাকছেন রুবাইত বিন আজাদ সুস্থির ও টিম কোচ শ্রী মদন কুমার। খেলোয়াড় তালিকায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। অধিনায়ক আব্দুল কাদেরসহ এফএফএ দলের অন্যান্যরা হলেন- মো. সোয়ান আলী, রুবেল হোসেন, রমেশ কুমার মন্ডল, মো. মাজহারুল ইসলাম মিল্টন, নজরুল ইসলাম টিটন, শিলন আলী, জাহাঙ্গীর আলী, সাব্বির, হাসানুজ্জামান কায়েস, ইব্রাহিম আলী, শামীম হোসেন ও শাহরিয়ার মোস্তাকিম সায়েব।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বন্ধুদেশের সাথে সম্পর্কন্নোয়নে নদীয়া কাঁপাবে লিটন স্কোয়াড

আপলোড টাইম : ০৬:০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ এপ্রিল ২০১৮

টানা দ্বিতীয়বার ভারত সফরে যাচ্ছে চুয়াডাঙ্গা ফিউচার ফুটবল একাডেমি
এসএম শাফায়েত: গত ১৮ ফেব্রুয়ারি ভাষার মাসে প্রথমবার ৫ দিনের ভারত সফরের পর এবার টানা দ্বিতীয়বার ভারত সফর করতে যাচ্ছে চুয়াডাঙ্গা ফিউচার ফুটবল একাডেমি। এফএফএ’র ডাইরেক্টর সাবেক কৃতি তারকা ফুটবলার মাহমুদুল হক লিটনের নেতৃত্বাধীন ১৭ সদস্যের দলটি আগামী ২০ এপ্রিল দর্শনা জয় নগর গেঁদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে। এবার দলটি ভারতের নদীয়া জেলার দত্ত ফুলিয়া, বীন নগর ও বগুলায় তিনটি প্রদর্শনী ফুটবল খেলায় অংশ নেবে। দুই বাংলার বন্ধুত্বের সম্পর্ক জোরদার ও খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এই খেলার প্রধান উদ্দেশ্য। এপার বাংলার ফিউচার ফুটবল একাডেমি ও ওপার বাংলার নদীয়া জেলার দত্ত ফুলিয়া, বীন নগর ও বগুলার ফুটবল দলের মধ্যকার খেলাগুলো আগামী ২১, ২২ ও ২৩ এপ্রিল স্থানীয় মাঠে অনুষ্ঠিত হবে। এরমধ্যে আগামী ২১ এপ্রিল শনিবার বিকাল ৩.১৫ মিনিটে বরনবেড়িয়া হাইস্কুল মাঠে বরনবেড়িয়া বিবেকানন্দ সংঘ ফুটবল দলের সাথে সফরকালীন প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলার উদ্বোধক হিসেবে থাকবেন রানাঘাট (উ:পূ) মাননীয় বিধায়ক সমীর কুমার পোদ্দার। প্রধান অতিথি থাকবেন মাননীয়া মিতা পোদ্দার, এনআইএস’র ফুটবল কোচ সুজিত কুমার পাল। বিশেষ অতিথি থাকবেন মাননীয়া বিজলী বিশ্বাস, তাপস তরফদার ও মিনতী বৈদ্য। এ তথ্য নিশ্চিত করেছেন বরনবেড়িয়া বিবেকানন্দ সংঘের সভাপতি অধীর কুমার বিশ্বাস, সম্পাদক প্রদীপ বৈদ্য ও সন্তু প্রামানিক।
ফিউচার ফুটবল একাডেমি স্কোয়াডে এবারও ডাইরেক্টর মাহমুদুল হক লিটনের নেতৃত্বে টিম লিডারের দায়িত্বে থাকছেন রুবাইত বিন আজাদ সুস্থির ও টিম কোচ শ্রী মদন কুমার। খেলোয়াড় তালিকায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। অধিনায়ক আব্দুল কাদেরসহ এফএফএ দলের অন্যান্যরা হলেন- মো. সোয়ান আলী, রুবেল হোসেন, রমেশ কুমার মন্ডল, মো. মাজহারুল ইসলাম মিল্টন, নজরুল ইসলাম টিটন, শিলন আলী, জাহাঙ্গীর আলী, সাব্বির, হাসানুজ্জামান কায়েস, ইব্রাহিম আলী, শামীম হোসেন ও শাহরিয়ার মোস্তাকিম সায়েব।