ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বন্ডবিল বাজারে ভাঙারির দোকানের তালা ভেঙে মালামাল চুরি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
  • / ১৯৮ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মুন্সিগঞ্জ:
আলমডাঙ্গার বন্ডবিল বাজারে সামাদ নামের এক ভাঙারি ব্যবসায়ীর দোকানের তালা ভেঙে গোডাউন থেকে ৩৫ হাজার টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের আনন্দবাস গ্রামের বাবলুর ছেলে সামাদ বন্ডবিল বাজারে ২ মাস আগে বিল্লাল নামের এক ব্যক্তির কাছ থেকে দোকান ভাড়া নিয়ে ভাঙরির ব্যবসা করে আসছিলেন। গত মঙ্গলবার রাতে চোরচক্র তাঁর দোকানের তালা ভেঙে ভেতরের গোডাউন থেকে ডিজিটাল স্কেল, তামা-পিতলসহ একটি বাইসাইকেল চুরি করে নিয়ে যায়।
ভাঙারির ব্যবসায়ী সামাদ বলেন, ‘গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে আমি বাড়ি চলে আসি। এরপর সকালে বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে রওনা হই দোকান খোলার উদ্দেশ্যে। দোকানে এসে দেখি, দোকানের সাটারের তালা ভাঙা। এরপর গোডাউনে ঢুকে দেখি, ডিজিটাল স্কেল, তামা-পিতলসহ একটি বাইসাইকেল চুরি করে নিয়ে গেছে চোরেরা। চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় ৩৫ হাজার টাকা।’
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘চুরি হয়েছে কি না, আমার জানা নেই। যদি চুরির ঘটনা ঘটে, তাহলে আভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বন্ডবিল বাজারে ভাঙারির দোকানের তালা ভেঙে মালামাল চুরি

আপলোড টাইম : ০৯:৫৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০

প্রতিবেদক, মুন্সিগঞ্জ:
আলমডাঙ্গার বন্ডবিল বাজারে সামাদ নামের এক ভাঙারি ব্যবসায়ীর দোকানের তালা ভেঙে গোডাউন থেকে ৩৫ হাজার টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের আনন্দবাস গ্রামের বাবলুর ছেলে সামাদ বন্ডবিল বাজারে ২ মাস আগে বিল্লাল নামের এক ব্যক্তির কাছ থেকে দোকান ভাড়া নিয়ে ভাঙরির ব্যবসা করে আসছিলেন। গত মঙ্গলবার রাতে চোরচক্র তাঁর দোকানের তালা ভেঙে ভেতরের গোডাউন থেকে ডিজিটাল স্কেল, তামা-পিতলসহ একটি বাইসাইকেল চুরি করে নিয়ে যায়।
ভাঙারির ব্যবসায়ী সামাদ বলেন, ‘গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে আমি বাড়ি চলে আসি। এরপর সকালে বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে রওনা হই দোকান খোলার উদ্দেশ্যে। দোকানে এসে দেখি, দোকানের সাটারের তালা ভাঙা। এরপর গোডাউনে ঢুকে দেখি, ডিজিটাল স্কেল, তামা-পিতলসহ একটি বাইসাইকেল চুরি করে নিয়ে গেছে চোরেরা। চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় ৩৫ হাজার টাকা।’
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘চুরি হয়েছে কি না, আমার জানা নেই। যদি চুরির ঘটনা ঘটে, তাহলে আভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’