ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বইছে মৃদু শৈত্যপ্রবাহ : কমতে পারে আরও

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
  • / ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের প্রকোপ। গতকাল শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। গত শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, চুয়াডাঙ্গায় গত কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। দিনের বেলায় শীত কম থাকলেও রাত যত বেশি হচ্ছে শীত তত বাড়ছে। সকালের দিকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে।
এদিকে, হাড় কাপানো তীব্র শীতের সাথে কনকনে বাতাসে অনকটা বিপর্যস্ত নেমে এসেছে চুয়াডাঙ্গার ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের জনজীবনে। দিনের বেলা সূর্যের আলো থাকলেও তেমন উত্তাপ ছড়াচ্ছে না। সেই কারণে শীতের তীব্রতা বেশী মনে হচ্ছে। খেটে খাওয়া ছিন্নমূল মানুষগুলোকে সকালে কাজে বের হতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। খড়কুটোর আগুনই তাঁদের একমাত্র ভরসা।
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, এ পর্যন্ত জেলায় ২০ হাজারের ওপরে কম্বল বিতরণ করা হয়েছে। তাছাড়া আরও ৪১ লাখ টাকার কম্বল ও শীতবস্ত্রও বিতরণ করা হয়েছে এবং বিতরণ চলমান।
এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকবে। এছাড়া সকালের দিকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-আববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এছাড়া আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বইছে মৃদু শৈত্যপ্রবাহ : কমতে পারে আরও

আপলোড টাইম : ০৮:৩৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের প্রকোপ। গতকাল শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। গত শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, চুয়াডাঙ্গায় গত কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। দিনের বেলায় শীত কম থাকলেও রাত যত বেশি হচ্ছে শীত তত বাড়ছে। সকালের দিকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে।
এদিকে, হাড় কাপানো তীব্র শীতের সাথে কনকনে বাতাসে অনকটা বিপর্যস্ত নেমে এসেছে চুয়াডাঙ্গার ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের জনজীবনে। দিনের বেলা সূর্যের আলো থাকলেও তেমন উত্তাপ ছড়াচ্ছে না। সেই কারণে শীতের তীব্রতা বেশী মনে হচ্ছে। খেটে খাওয়া ছিন্নমূল মানুষগুলোকে সকালে কাজে বের হতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। খড়কুটোর আগুনই তাঁদের একমাত্র ভরসা।
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, এ পর্যন্ত জেলায় ২০ হাজারের ওপরে কম্বল বিতরণ করা হয়েছে। তাছাড়া আরও ৪১ লাখ টাকার কম্বল ও শীতবস্ত্রও বিতরণ করা হয়েছে এবং বিতরণ চলমান।
এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকবে। এছাড়া সকালের দিকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-আববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এছাড়া আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না।