ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ফেরি ডুবে ইন্দোনেশিয়ায় নিখোঁজ ১২৮

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৪৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুন ২০১৮
  • / ৩৬৮ বার পড়া হয়েছে

বিশ্ব ডেস্ক: ফেরি ডুবে যাওয়ার ঘটনায় ইন্দোনেশিয়ায় ১২৮ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছেন দেশটির উদ্ধার কর্মকর্তারা। সোমবার সন্ধ্যায় দেশটির সুমাত্রা প্রদেশের টোবা হ্রদে ফেরিটি ডুবে যায়। সে সময় প্রচ- বৃষ্টি হচ্ছিল। উদ্ধার কর্মকর্তা বুদিওয়ান বলেন, আমাদের উদ্ধার টিম ঘটনাস্থলে কাজ শুরু করে। তবে বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান শেষ করতে সময় লাগতে পারে। এর আগে ডুবে যাওয়া ফেরিতে অন্তত ৮০ জন যাত্রী ছিল বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। এদিকে, দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ডুবে যাওয়া ফেরিটির ধারণক্ষমতা ৬০ জন হলেও এতে অন্তত ৮০ জন যাত্রী ও অনেক মোটরসাইকেলসহ আরোহী পারাপার হচ্ছিল। উল্লেখ্য, প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশের মানুষ লেকটি ভ্রমণে আসেন। বলা হয় এটি বিশ্বের সবচেয়ে বড় লেক।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ফেরি ডুবে ইন্দোনেশিয়ায় নিখোঁজ ১২৮

আপলোড টাইম : ১১:৪৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুন ২০১৮

বিশ্ব ডেস্ক: ফেরি ডুবে যাওয়ার ঘটনায় ইন্দোনেশিয়ায় ১২৮ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছেন দেশটির উদ্ধার কর্মকর্তারা। সোমবার সন্ধ্যায় দেশটির সুমাত্রা প্রদেশের টোবা হ্রদে ফেরিটি ডুবে যায়। সে সময় প্রচ- বৃষ্টি হচ্ছিল। উদ্ধার কর্মকর্তা বুদিওয়ান বলেন, আমাদের উদ্ধার টিম ঘটনাস্থলে কাজ শুরু করে। তবে বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান শেষ করতে সময় লাগতে পারে। এর আগে ডুবে যাওয়া ফেরিতে অন্তত ৮০ জন যাত্রী ছিল বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। এদিকে, দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ডুবে যাওয়া ফেরিটির ধারণক্ষমতা ৬০ জন হলেও এতে অন্তত ৮০ জন যাত্রী ও অনেক মোটরসাইকেলসহ আরোহী পারাপার হচ্ছিল। উল্লেখ্য, প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশের মানুষ লেকটি ভ্রমণে আসেন। বলা হয় এটি বিশ্বের সবচেয়ে বড় লেক।