ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পড়াশোনায় মনোযোগী পাশাপাশি শরীরচর্চাও অব্যাহত রাখতে হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮
  • / ৪৭২ বার পড়া হয়েছে

নবীন বরণ ও বিদায় : হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠানে হুইপ ছেলুন এমপি
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টার দিকে বিদ্যালয় চত্ত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা জিনারুল ইসলামের সভাপতিত্বে এ বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। তিনি বলেন- লেখাপড়ার পাশাপাশি শরীর চর্চা অব্যাহত রাখতে হবে। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না, তাই তোমাদের কঠোর মনোযোগী লেখাপড়া করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, তথ্য ও গবেষনা সম্পাদক ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু, আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) লুৎফুল কবির, ভাংবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য আশাবুল হক ঠান্ডু, জেলা পরিষদ সদস্য কাজল রেখা, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা, আওয়ামী লীগ নেতা সাজিবুর রহমান, নুরুজ্জামান, আব্দুর রউফ সিলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। সাবেক ক্রীড়া শিক্ষক বিশিষ্ট সাহিত্যিক আবুল কাশেম ও শিক্ষক ফজলুল হক শামীমের উপস্থাপনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজুল ইসলাম, মুক্তিযোদ্ধা শোয়েব আলী, আব্দুল কাদের, একরামুল হক বুড়ো, সাবেক জেলা ছাত্রলীদের সভাপতি রেজাউল করিম, সাবেক সহ-সভাপতি রুবাইত বিন আজাদ সুস্থির, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুনছুর আলী, লাল মোহাম্মদ, শুকুর আলী, বিল্লাল হোসেন, জান্নাতুল ফেরদৌস, ওজিফা খাতুন, শিক্ষার্থী মিম্মা আক্তার প্রমুখ।


আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, আলমডাঙ্গার মুন্সীগঞ্জ সৃজনী মাধ্যমিক বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন- পড়াশোনার পাশাপাশি সকলকে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের শরীর ও মন প্রফুল্ল রাখে; মেধা বিকাশে সহায়তাও করে থাকে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্রীড়াপ্রেমী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ময়মনসিংহের কলসিন্দুর গ্রামটার কথা সবার জানা থাকা প্রয়োজন। বাংলাদেশে এমন ক্রীড়াপ্রেমী গ্রাম খুব বেশি একটা খুঁজে পাওয়া যাবে না। ময়মনসিংহের সীমান্তবর্তী এই গ্রামের অদম্য কয়েকজন কিশোরীই দেশের ফুটবলকে এনে দিয়েছে সর্বোচ্চ সফলতা। তারা সকলেই স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের নবম-দশম শ্রেণীর ছাত্রী। ধোবাউড়া উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার রাস্তা পেরিয়ে যেতে হয় কলসিন্দুর গ্রামে। ময়মনসিংহ থেকে দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। অজপাড়াগাঁওয়ের এই মেয়েরা বেড়ে উঠেছে অনাদরে। পরিবার-পরিজনদের নিয়ে মাঝে মধ্যেই তাদের দিন কাটাতে হয়েছে অনাহারে-অর্ধাহারে। তবে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের সামনে।’ বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য হাসানুজ্জামান হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ আলী মোল্লা। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিকুল হক বুলবুলের ষঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মো. ওহিদ আলী, শ্রমিক নেতা ইসলাম উদ্দীন, মিনারুল ইসলাম, ইদ্রিস আলী, পশুহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলী। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের নবীণ শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণ করে নেয়া হয় এবং শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেন।


এদিকে, চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নবীণ শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার সময় কলেজ চত্বরে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ ও বিদায় অনুষ্ঠিত হয়। এ সময় কবুতর উড়িয়ে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতারও উদ্বোধন করা হয়। আগামী ২৯ ও ৩০ জানুয়ারি এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চার ট্রেডের ৯ম শ্রেণিতে ভর্তি হওয়া এবং একাদশ শ্রেণির প্রায় সাড়ে ৩শ’ নবীন ছাত্রছাত্রীকে ফুল দিয়ে বরণ করা হয়। একইসাথে নিয়মিত ২৭৫ শিক্ষার্থীসহ তিন শতাধিক এসএসসি পরিক্ষার্থীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নবীন ছাত্রছাত্রীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানানো এবং এসএসসি পরিক্ষার্থীদের মাঝে পরিক্ষায় প্রয়োজনীয় উপকরণ বিতরণের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসরেকুল ইসলামের সভাপতিত্বে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অটোমোটিভ ট্রেডের চীফ ইন্সট্রাক্টর আজিজুল হক, ওয়েল্ডিং ট্রেডের চীফ ইন্সট্রক্টর রওশন আলি বিশ্বাস, ইলেকট্রিক্যাল ট্রেডের চীফ ইন্সট্রাক্টর ইমরুল কাদির। বাংলা বিভাগের ইন্সট্রাক্টর রেজাউল করিমের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইন্সট্রাক্টর কাজী আবু সাইদ মোহাম্মদ নাজমুস সাদাত প্রিন্স, ফাজলুল হক, হাদিউজ্জামান, মাসুমা সুমী, প্রকৌশলী হালিম মাহমুদ ভূঁইয়া, কবির সাজ্জাদ মামুন, তহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে নবীন ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে এবং পরিক্ষার্থী বিদায়ী ছাত্রছাত্রীদের শুভ কামনা জানিয়ে বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল ট্রেডের ১০ম শ্রেণির ছাত্রী মার্জিয়া রওশন। এ সময় পরিক্ষার্থী ইলেকট্রিক্যাল ট্রেডের জাহিদুল ইসলামসহ শিক্ষক ও ছাত্রছাত্রীরাও বক্তব্য রাখেন।
তিতুদহ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গ্রীসনগর, সড়াবাড়ীয়া মাধ্যমিক ও দাখিল মাদরাসায় এসএসসি পরিক্ষার্থীদের বিদায় এবং নবীন শিক্ষর্থীদের ফুল দিয়ে বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার গ্রীসনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ্ আলমের উপস্থাপনায় ও প্রধান শিক্ষক নূর মোহাম্মদ ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমসি সভাপতি হায়দার মল্লিক। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আফসার আলী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মধু, গ্রীসনগর এসএমসি সদস্য মহিউদ্দীন মঙ্গল, আবু বকর, মহিলা সদস্য রাহাতুন নেসা। এ বছর ৫৮ শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশগ্রহন করবে। সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাফিজুদ্দীনের উপস্থাপনায় এবং প্রধান শিক্ষক আনিচুর রহমানের সভাপতিত্বে বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমসি সভাপতি গিয়াস উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক জালাল উদ্দীন, সহকারী শিক্ষক বাহার আলী শিমুল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশীদ। এ বছর ৬২ জন পরিক্ষায় অংশগ্রহন করবে। সড়াবাড়ীয়া দাখিল মাদরাসায় মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুদহ কৃষকলীগের সভাপতি আবু সাইদ। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্যসহ মাদ্রাসার সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছি ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে গতকাল বৃহস্পতিবার বিদায় ও নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌউস রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম। উপস্থিত ছিলেন আ. হামিদ, মাসুমরেজা, রফিকুল ইসলাম, আবুবক্কর। বুইচিতলা বড় বলদিয়া দাখিল মাদরাসার সুপার আবু তালহার সভাপতিত্বে প্রধান অতিথি বিজিবির ক্যাম্প কমান্ডার আলী আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি আশাদুল হক, শিক্ষিকা নাসিমা খাতুন সহ শিক্ষকবৃন্দ। কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ওসমান গনি। কুড়ুলগাছি দাখিল মাদরাসার সুপার আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু। আরামডাঙ্গা হাদিকাতুল দাখিল মাদরাসায় মাও. নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আনছার আলী।
বাঁকা প্রতিনিধি জানিয়েছেন, জীবননগরের আলীপুর হাজী মনির হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বিনেশ চন্দ্র পাল, মিয়াজান, বারেক মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচলনা করেন শিক্ষক মোশারফ হোসেন।
মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের রাজনগর দাখিল মাদ্রসার সভাপতি আরমান আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রসার সুপার মওলানা লোকমান হুসাইন। সহ-সুপার মাওলানা বেলাল হুসাইনের সঞ্চালনায় অতিথি ছিলেন সাংবাদিক সাদ আহাম্মদ, সহকারি শিক্ষক রাশিদুল ইসলাম, মওলানা রমজান আলী ও শরিফুল ইসলাম। নবীন ছাত্র-ছাত্রীদের ফুলের পাপড়ি দিয়ে বরণ ও বিদায়ী ছাত্র-ছাত্রীদের মাদ্রসার পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
আমঝুপি প্রতিনিধি জানিয়েছেন, আমঝুপিতে আলিম মাদরাসার অধ্যক্ষ মাহবুব উল-আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমঝুপি ইউপি চেয়াম্যান বোরহান উদ্দীন আহমেদ চুনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আনারুল ইসলাম, সহকারী পরিদর্শক জেলা শিক্ষা অফিস বিশ্বজিৎ গোলদার, সহকারী শিক্ষা অফিসার শামীম সুলতান, পিটিএ সভাপতি আমঝুপি আলিম মাদরাসা আকতার হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল হক, সহকারী অধ্যক্ষ শরিফ উদ্দীন, সাংবাদিক শহিদুল ইসলাম, আকতারুজ্জামান, সেলিম রেজা, সহকারী শিক্ষক আ. হামিদ, মোহাম্মদ আলী লাল্টু, আলামিন হোসেন, কারী মওলানা বিল্লাল হুসাইন, দিলরুবা পারভিন মুক্তা, শফিকুল ইসলাম, শামসুল হক, সাজ্জাত হোসেন, হাসানুজ্জামান সাবলু, মিকাঈল, রফিকুল, হাফেজ আবুল খয়ের। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক নাসির উদ্দীন।
বারাদী প্রতিনিধি জানিযেছেন, মোমিনপুর ও বর্শিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরন ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আ. মালেক। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মীর মাহবুবুর রহমান ও সাবেক প্রধান শিক্ষক আইযুব আলী ও বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজ উদ্দীন, গুল মহাম্মদ ও আশরাফুল ইসলাম বাবলু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম। অপরদিকে, বর্শিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গোলাম মোস্তফা শান্তির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাজী তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন এসআই রিংকু মাহমুদ ও আবু জাফর লিটন ও সোহেল রানা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

পড়াশোনায় মনোযোগী পাশাপাশি শরীরচর্চাও অব্যাহত রাখতে হবে

আপলোড টাইম : ১২:০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮

নবীন বরণ ও বিদায় : হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠানে হুইপ ছেলুন এমপি
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টার দিকে বিদ্যালয় চত্ত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা জিনারুল ইসলামের সভাপতিত্বে এ বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। তিনি বলেন- লেখাপড়ার পাশাপাশি শরীর চর্চা অব্যাহত রাখতে হবে। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না, তাই তোমাদের কঠোর মনোযোগী লেখাপড়া করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, তথ্য ও গবেষনা সম্পাদক ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু, আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) লুৎফুল কবির, ভাংবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য আশাবুল হক ঠান্ডু, জেলা পরিষদ সদস্য কাজল রেখা, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা, আওয়ামী লীগ নেতা সাজিবুর রহমান, নুরুজ্জামান, আব্দুর রউফ সিলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। সাবেক ক্রীড়া শিক্ষক বিশিষ্ট সাহিত্যিক আবুল কাশেম ও শিক্ষক ফজলুল হক শামীমের উপস্থাপনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজুল ইসলাম, মুক্তিযোদ্ধা শোয়েব আলী, আব্দুল কাদের, একরামুল হক বুড়ো, সাবেক জেলা ছাত্রলীদের সভাপতি রেজাউল করিম, সাবেক সহ-সভাপতি রুবাইত বিন আজাদ সুস্থির, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুনছুর আলী, লাল মোহাম্মদ, শুকুর আলী, বিল্লাল হোসেন, জান্নাতুল ফেরদৌস, ওজিফা খাতুন, শিক্ষার্থী মিম্মা আক্তার প্রমুখ।


আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, আলমডাঙ্গার মুন্সীগঞ্জ সৃজনী মাধ্যমিক বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন- পড়াশোনার পাশাপাশি সকলকে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের শরীর ও মন প্রফুল্ল রাখে; মেধা বিকাশে সহায়তাও করে থাকে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্রীড়াপ্রেমী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ময়মনসিংহের কলসিন্দুর গ্রামটার কথা সবার জানা থাকা প্রয়োজন। বাংলাদেশে এমন ক্রীড়াপ্রেমী গ্রাম খুব বেশি একটা খুঁজে পাওয়া যাবে না। ময়মনসিংহের সীমান্তবর্তী এই গ্রামের অদম্য কয়েকজন কিশোরীই দেশের ফুটবলকে এনে দিয়েছে সর্বোচ্চ সফলতা। তারা সকলেই স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের নবম-দশম শ্রেণীর ছাত্রী। ধোবাউড়া উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার রাস্তা পেরিয়ে যেতে হয় কলসিন্দুর গ্রামে। ময়মনসিংহ থেকে দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। অজপাড়াগাঁওয়ের এই মেয়েরা বেড়ে উঠেছে অনাদরে। পরিবার-পরিজনদের নিয়ে মাঝে মধ্যেই তাদের দিন কাটাতে হয়েছে অনাহারে-অর্ধাহারে। তবে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের সামনে।’ বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য হাসানুজ্জামান হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ আলী মোল্লা। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিকুল হক বুলবুলের ষঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মো. ওহিদ আলী, শ্রমিক নেতা ইসলাম উদ্দীন, মিনারুল ইসলাম, ইদ্রিস আলী, পশুহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলী। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের নবীণ শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণ করে নেয়া হয় এবং শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেন।


এদিকে, চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নবীণ শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার সময় কলেজ চত্বরে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ ও বিদায় অনুষ্ঠিত হয়। এ সময় কবুতর উড়িয়ে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতারও উদ্বোধন করা হয়। আগামী ২৯ ও ৩০ জানুয়ারি এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চার ট্রেডের ৯ম শ্রেণিতে ভর্তি হওয়া এবং একাদশ শ্রেণির প্রায় সাড়ে ৩শ’ নবীন ছাত্রছাত্রীকে ফুল দিয়ে বরণ করা হয়। একইসাথে নিয়মিত ২৭৫ শিক্ষার্থীসহ তিন শতাধিক এসএসসি পরিক্ষার্থীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নবীন ছাত্রছাত্রীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানানো এবং এসএসসি পরিক্ষার্থীদের মাঝে পরিক্ষায় প্রয়োজনীয় উপকরণ বিতরণের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসরেকুল ইসলামের সভাপতিত্বে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অটোমোটিভ ট্রেডের চীফ ইন্সট্রাক্টর আজিজুল হক, ওয়েল্ডিং ট্রেডের চীফ ইন্সট্রক্টর রওশন আলি বিশ্বাস, ইলেকট্রিক্যাল ট্রেডের চীফ ইন্সট্রাক্টর ইমরুল কাদির। বাংলা বিভাগের ইন্সট্রাক্টর রেজাউল করিমের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইন্সট্রাক্টর কাজী আবু সাইদ মোহাম্মদ নাজমুস সাদাত প্রিন্স, ফাজলুল হক, হাদিউজ্জামান, মাসুমা সুমী, প্রকৌশলী হালিম মাহমুদ ভূঁইয়া, কবির সাজ্জাদ মামুন, তহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে নবীন ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে এবং পরিক্ষার্থী বিদায়ী ছাত্রছাত্রীদের শুভ কামনা জানিয়ে বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল ট্রেডের ১০ম শ্রেণির ছাত্রী মার্জিয়া রওশন। এ সময় পরিক্ষার্থী ইলেকট্রিক্যাল ট্রেডের জাহিদুল ইসলামসহ শিক্ষক ও ছাত্রছাত্রীরাও বক্তব্য রাখেন।
তিতুদহ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গ্রীসনগর, সড়াবাড়ীয়া মাধ্যমিক ও দাখিল মাদরাসায় এসএসসি পরিক্ষার্থীদের বিদায় এবং নবীন শিক্ষর্থীদের ফুল দিয়ে বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার গ্রীসনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ্ আলমের উপস্থাপনায় ও প্রধান শিক্ষক নূর মোহাম্মদ ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমসি সভাপতি হায়দার মল্লিক। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আফসার আলী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মধু, গ্রীসনগর এসএমসি সদস্য মহিউদ্দীন মঙ্গল, আবু বকর, মহিলা সদস্য রাহাতুন নেসা। এ বছর ৫৮ শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশগ্রহন করবে। সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাফিজুদ্দীনের উপস্থাপনায় এবং প্রধান শিক্ষক আনিচুর রহমানের সভাপতিত্বে বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমসি সভাপতি গিয়াস উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক জালাল উদ্দীন, সহকারী শিক্ষক বাহার আলী শিমুল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশীদ। এ বছর ৬২ জন পরিক্ষায় অংশগ্রহন করবে। সড়াবাড়ীয়া দাখিল মাদরাসায় মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুদহ কৃষকলীগের সভাপতি আবু সাইদ। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্যসহ মাদ্রাসার সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছি ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে গতকাল বৃহস্পতিবার বিদায় ও নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌউস রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম। উপস্থিত ছিলেন আ. হামিদ, মাসুমরেজা, রফিকুল ইসলাম, আবুবক্কর। বুইচিতলা বড় বলদিয়া দাখিল মাদরাসার সুপার আবু তালহার সভাপতিত্বে প্রধান অতিথি বিজিবির ক্যাম্প কমান্ডার আলী আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি আশাদুল হক, শিক্ষিকা নাসিমা খাতুন সহ শিক্ষকবৃন্দ। কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ওসমান গনি। কুড়ুলগাছি দাখিল মাদরাসার সুপার আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু। আরামডাঙ্গা হাদিকাতুল দাখিল মাদরাসায় মাও. নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আনছার আলী।
বাঁকা প্রতিনিধি জানিয়েছেন, জীবননগরের আলীপুর হাজী মনির হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বিনেশ চন্দ্র পাল, মিয়াজান, বারেক মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচলনা করেন শিক্ষক মোশারফ হোসেন।
মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের রাজনগর দাখিল মাদ্রসার সভাপতি আরমান আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রসার সুপার মওলানা লোকমান হুসাইন। সহ-সুপার মাওলানা বেলাল হুসাইনের সঞ্চালনায় অতিথি ছিলেন সাংবাদিক সাদ আহাম্মদ, সহকারি শিক্ষক রাশিদুল ইসলাম, মওলানা রমজান আলী ও শরিফুল ইসলাম। নবীন ছাত্র-ছাত্রীদের ফুলের পাপড়ি দিয়ে বরণ ও বিদায়ী ছাত্র-ছাত্রীদের মাদ্রসার পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
আমঝুপি প্রতিনিধি জানিয়েছেন, আমঝুপিতে আলিম মাদরাসার অধ্যক্ষ মাহবুব উল-আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমঝুপি ইউপি চেয়াম্যান বোরহান উদ্দীন আহমেদ চুনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আনারুল ইসলাম, সহকারী পরিদর্শক জেলা শিক্ষা অফিস বিশ্বজিৎ গোলদার, সহকারী শিক্ষা অফিসার শামীম সুলতান, পিটিএ সভাপতি আমঝুপি আলিম মাদরাসা আকতার হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল হক, সহকারী অধ্যক্ষ শরিফ উদ্দীন, সাংবাদিক শহিদুল ইসলাম, আকতারুজ্জামান, সেলিম রেজা, সহকারী শিক্ষক আ. হামিদ, মোহাম্মদ আলী লাল্টু, আলামিন হোসেন, কারী মওলানা বিল্লাল হুসাইন, দিলরুবা পারভিন মুক্তা, শফিকুল ইসলাম, শামসুল হক, সাজ্জাত হোসেন, হাসানুজ্জামান সাবলু, মিকাঈল, রফিকুল, হাফেজ আবুল খয়ের। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক নাসির উদ্দীন।
বারাদী প্রতিনিধি জানিযেছেন, মোমিনপুর ও বর্শিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরন ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আ. মালেক। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মীর মাহবুবুর রহমান ও সাবেক প্রধান শিক্ষক আইযুব আলী ও বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজ উদ্দীন, গুল মহাম্মদ ও আশরাফুল ইসলাম বাবলু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম। অপরদিকে, বর্শিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গোলাম মোস্তফা শান্তির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাজী তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন এসআই রিংকু মাহমুদ ও আবু জাফর লিটন ও সোহেল রানা।