ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রিয় খাবারের নাম শুনে উঠে বসলো কোমায় আচ্ছন্ন থাকা রোগী!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
  • / ১২৬ বার পড়া হয়েছে

বিস্ময় প্রতিবেদন:
ভাইয়ের মুখে প্রিয় খাবারের নাম শুনে উঠে বসল কোমায় আচ্ছন্ন থাকা রোগী। এমনটাই ঘটেছে তাইওয়ানে। প্রিয় চিকেন ফিলেটের নাম শুনে জ্ঞান ফিরল ৬২ দিন ধরে কোমায় থাকা এক ১৮ বছর বয়সি যুবকের। ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। নেটিজেনদের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই খবরটি। সম্প্রতি একটি স্কুটার দুর্ঘটনায় গুরুতর আহত হন চিউ নামে ১৮ বছর বয়সি ওই যুবক। শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে। কিডনি, লিভারসহ একাধিক জায়গায় গুরুতর চোট ছিল। এরপর তাকে ভর্তি করা হয় সিনচু কাউন্টির একটি হাসপাতালে। সেখানেই একাধিক অস্ত্রোপচার করা হয় তার। সবকিছু ঠিক হলেও কোমায় চলে যান চিউ। এরপর ৬২ দিন ধরে কোমাতেই ছিলেন তিনি। মাঝে আরও ছ’টি গুরুত্বপূর্ণ অপারেশন করা হয়। কিন্তু তাতেও কোনও কাজ হচ্ছিল না। এর মধ্যেই একদিন চিউয়ের ভাই মজা করেই তার সামনে বলে, ‘আমি তোমার প্রিয় চিকেন ফিলেট খেতে যাচ্ছি।’এরপরই কার্যত জ্ঞান ফিরে আসতে থাকে চিউয়ের। স্বাভাবিক হতে থাকে হৃদস্পন্দন। চিউয়ের পছন্দের খাবারের নামটাই কাজ করতে থাকে ম্যাজিকের মতো। চিকিৎসকরাও অবাক হয়ে যান। বর্তমানে পুরোপুরি সুস্থ হয়ে বাড়িও ফিরে গিয়েছেন চিউ। পরে হাসপাতালে ফিরে এসে ধন্যবাদ জানিয়ে সেখানকার কর্মী ও চিকিৎসকদের কেকও খাইয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

প্রিয় খাবারের নাম শুনে উঠে বসলো কোমায় আচ্ছন্ন থাকা রোগী!

আপলোড টাইম : ০৯:০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০

বিস্ময় প্রতিবেদন:
ভাইয়ের মুখে প্রিয় খাবারের নাম শুনে উঠে বসল কোমায় আচ্ছন্ন থাকা রোগী। এমনটাই ঘটেছে তাইওয়ানে। প্রিয় চিকেন ফিলেটের নাম শুনে জ্ঞান ফিরল ৬২ দিন ধরে কোমায় থাকা এক ১৮ বছর বয়সি যুবকের। ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। নেটিজেনদের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই খবরটি। সম্প্রতি একটি স্কুটার দুর্ঘটনায় গুরুতর আহত হন চিউ নামে ১৮ বছর বয়সি ওই যুবক। শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে। কিডনি, লিভারসহ একাধিক জায়গায় গুরুতর চোট ছিল। এরপর তাকে ভর্তি করা হয় সিনচু কাউন্টির একটি হাসপাতালে। সেখানেই একাধিক অস্ত্রোপচার করা হয় তার। সবকিছু ঠিক হলেও কোমায় চলে যান চিউ। এরপর ৬২ দিন ধরে কোমাতেই ছিলেন তিনি। মাঝে আরও ছ’টি গুরুত্বপূর্ণ অপারেশন করা হয়। কিন্তু তাতেও কোনও কাজ হচ্ছিল না। এর মধ্যেই একদিন চিউয়ের ভাই মজা করেই তার সামনে বলে, ‘আমি তোমার প্রিয় চিকেন ফিলেট খেতে যাচ্ছি।’এরপরই কার্যত জ্ঞান ফিরে আসতে থাকে চিউয়ের। স্বাভাবিক হতে থাকে হৃদস্পন্দন। চিউয়ের পছন্দের খাবারের নামটাই কাজ করতে থাকে ম্যাজিকের মতো। চিকিৎসকরাও অবাক হয়ে যান। বর্তমানে পুরোপুরি সুস্থ হয়ে বাড়িও ফিরে গিয়েছেন চিউ। পরে হাসপাতালে ফিরে এসে ধন্যবাদ জানিয়ে সেখানকার কর্মী ও চিকিৎসকদের কেকও খাইয়েছেন।