ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রায় অর্ধকোটি টাকার সোনা ৫ লাখে ফেরত!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯
  • / ২৭৬ বার পড়া হয়েছে

জীবননগরে ডিবি পুলিশ পরিচয়ে মহিলার ব্যাগ তল্লাশির নামে ছিনতাই
নিজস্ব প্রতিবেদক:
জীবননগর পৌর শহরে অভিনব কায়দায় ৪৬ লাখ টাকার সোনা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত রোববার দুপুরে জীবননগর পৌরসভার ৭নং ওয়ার্ড পোস্ট অফিসপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় দর্শনা স্বর্ণ চোরাচালানী ফারুকের বোনের নিকট ভ্যানেটি ব্যাগ রাখা সোনাসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় একটি চক্র। বিষয়টি জীবননগর শহরে টক অব দ্য টাউনে পরিণত হয়। পরে ওই চক্রটি ৫ লাখ টাকার বিনিময়ে সমস্ত মালামাল ফেরত দেয়।
তথ্যনুসন্ধানে জানা গেছে, রোববার দুপুরে দর্শনা পৌর শহরের সোনা চোরাচালানী ফারুকের বোন ভ্যানেটি ব্যাগের মধ্যে করে সোনা নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে জীবননগর পৌর শহরের পোস্ট অফিসপাড়ায় পৌছালে হেলমেট পরিহিত দু’জন ব্যক্তি তার গতিরোধ করে। পরে তারা ডিবি পুলিশ পরিচয়ে ব্যাগটি তল্লাশী করার নামে ব্যাগটি কেড়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি মুহূর্তেই জীবননগর শহরে ছড়িয়ে টক অব দ্য টাউনে পরিণত হয়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ওই চক্রটি রাতে জীবননগর পৌর শহরের ৪নং ওয়ার্ড মহানগর উত্তরপাড়ার হোসেন ওরফে রাঙ্গা, সীমান্ত ইউপি সদস্য পুকু মেম্বার ও সীমান্ত ইউনিয়ন যুবলীগের সভাপতি মিল্টনসহ বেশ কিছু নেতাকর্মিদের মাধ্যমে মালামাল ভর্তি ভ্যানেটি ব্যাগ ফিরিয়ে দেয় এবং বিভিন্ন মহলে অর্থ দিয়ে বিষয়টি ধামাচাপা দিয়ে দেয়।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, এ বিষয়ে আমরা কিছুই জানিনা। তাছাড়া এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি।
উল্লেখ্য, গত দুইমাস আগে জীবননগর পৌর শহরের আমবাজার নামকস্থানে শহরের ৬নং ওয়ার্ডের মামুন, শাহিনসহ একটি চক্র সীমান্ত এলাকার গয়েশপুর গ্রামের জামাল গোড়া নামক এক ব্যক্তিকে আটক করে তার নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় এবং বিষয়টি ধামাচাপা দিয়ে দেয়। তাছাড়া জীবননগর শহর এখন মাদক-চোরাচালানের প্রধান রুট হিসাবে পরিণত হয়েছে। বিজিবির সদস্যরা মাঝেমধ্যে সোনার বার উদ্ধার করলেও এই সিন্ডিকেটের হোতারা ধরা ছোয়ার বাইরে থেকে যায়। যার ফলে প্রতিনিয়ত সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানের ভয়াবহতা বেড়েই চলেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

প্রায় অর্ধকোটি টাকার সোনা ৫ লাখে ফেরত!

আপলোড টাইম : ১০:২০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯

জীবননগরে ডিবি পুলিশ পরিচয়ে মহিলার ব্যাগ তল্লাশির নামে ছিনতাই
নিজস্ব প্রতিবেদক:
জীবননগর পৌর শহরে অভিনব কায়দায় ৪৬ লাখ টাকার সোনা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত রোববার দুপুরে জীবননগর পৌরসভার ৭নং ওয়ার্ড পোস্ট অফিসপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় দর্শনা স্বর্ণ চোরাচালানী ফারুকের বোনের নিকট ভ্যানেটি ব্যাগ রাখা সোনাসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় একটি চক্র। বিষয়টি জীবননগর শহরে টক অব দ্য টাউনে পরিণত হয়। পরে ওই চক্রটি ৫ লাখ টাকার বিনিময়ে সমস্ত মালামাল ফেরত দেয়।
তথ্যনুসন্ধানে জানা গেছে, রোববার দুপুরে দর্শনা পৌর শহরের সোনা চোরাচালানী ফারুকের বোন ভ্যানেটি ব্যাগের মধ্যে করে সোনা নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে জীবননগর পৌর শহরের পোস্ট অফিসপাড়ায় পৌছালে হেলমেট পরিহিত দু’জন ব্যক্তি তার গতিরোধ করে। পরে তারা ডিবি পুলিশ পরিচয়ে ব্যাগটি তল্লাশী করার নামে ব্যাগটি কেড়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি মুহূর্তেই জীবননগর শহরে ছড়িয়ে টক অব দ্য টাউনে পরিণত হয়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ওই চক্রটি রাতে জীবননগর পৌর শহরের ৪নং ওয়ার্ড মহানগর উত্তরপাড়ার হোসেন ওরফে রাঙ্গা, সীমান্ত ইউপি সদস্য পুকু মেম্বার ও সীমান্ত ইউনিয়ন যুবলীগের সভাপতি মিল্টনসহ বেশ কিছু নেতাকর্মিদের মাধ্যমে মালামাল ভর্তি ভ্যানেটি ব্যাগ ফিরিয়ে দেয় এবং বিভিন্ন মহলে অর্থ দিয়ে বিষয়টি ধামাচাপা দিয়ে দেয়।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, এ বিষয়ে আমরা কিছুই জানিনা। তাছাড়া এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি।
উল্লেখ্য, গত দুইমাস আগে জীবননগর পৌর শহরের আমবাজার নামকস্থানে শহরের ৬নং ওয়ার্ডের মামুন, শাহিনসহ একটি চক্র সীমান্ত এলাকার গয়েশপুর গ্রামের জামাল গোড়া নামক এক ব্যক্তিকে আটক করে তার নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় এবং বিষয়টি ধামাচাপা দিয়ে দেয়। তাছাড়া জীবননগর শহর এখন মাদক-চোরাচালানের প্রধান রুট হিসাবে পরিণত হয়েছে। বিজিবির সদস্যরা মাঝেমধ্যে সোনার বার উদ্ধার করলেও এই সিন্ডিকেটের হোতারা ধরা ছোয়ার বাইরে থেকে যায়। যার ফলে প্রতিনিয়ত সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানের ভয়াবহতা বেড়েই চলেছে।