ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ : উৎসবের আমেজ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭
  • / ৩৭৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার পঞ্চ-বার্ষিক নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার পঞ্চ-বার্ষিক নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সভাপতি পদে হাজী মো. আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন পেয়েছেন-ছাতী, হাজী মো. সালাউদ্দীন চান্নু- জাহাজ ও স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দীন পেয়েছেন ঘুড়ি প্রতীক। সিনিয়র সহসভাপতি পদে আব্দুল কাদের জগলু পেয়েছেন প্রদীপ ও মো. শামসুল আলম কুঁড়েঘর প্রতীক পেয়েছেন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. ইবরুল হাসান জোয়ার্দ্দার- সাইকেল ও মো. মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন চেয়ার প্রতীক। এ ছাড়াও অন্যান্য পদে যারা প্রতীক পেয়েছেন- সহসভাপতি নীল রতন সাহা (হাতি), হাজী মো. শাহাবুদ্দিন (আইফেল টাওয়ার), মো. মহিদুল ইসলাম ভাষা (আম), শামসুজ্জামান খোকন (দাঁড়িপাল্লা), মো. সফি উদ্দিন (হাতপাখা), মফিজুর রহমান (বটগাছ), হেলাল উদ্দীন (আনারস), মো. মশিউর রহমান (টেবিল ফ্যান), শহিদুল হক কদর (মোরগ) ও রমজান আলী জোয়ার্দ্দার (কাঁঠাল)। যুগ্ম সম্পাদক পদপ্রার্থী হাজী মো. সেলিম রেজা (খেজুর গাছ) ও ওহিদুল ইসলাম বিশ্বাস (বাস)। সহসাধারণ সম্পাদক পদে হাবিল হোসেন জোয়ার্দ্দার (বালতি), মো. দেলোয়ার উদ্দীন জোয়ার্দ্দার দুলু (লাঙ্গল), শ্রী নিশিত চক্রবর্তী (কেটলি), মশিউর রহমান (গরুর গাড়ী), সাইদুর রহমান (মই) ও শামসুল আলম (কলস)। কোষাধ্যক্ষ পদপ্রার্থী তবিবুর রহমান জোয়ার্দ্দার বাবু (সিংহ) ও মো. ওসমান গণি (ঘোঁড়া)। সাংগঠনিক সম্পাদক পদে মো. নুরুজ্জামান খোকন (দোয়েল পাখি) ও শওকত হাসান (হরিণ)। সহ-সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হেদায়েতুল্লাহ মন্ডল (চাঁদ) ও এস.এম শামীম মাসুদ (হাঁস)। দপ্তর সম্পাদক পদে হাসান সাইফুল্লাহ খালিদ (কেবিনেট) ও ফারুক হোসেন (টেবিল)। প্রচার সম্পাদক পদপ্রার্থী মো. মাফিজুর রহমান মাফি (মোবাইল) ও শাহজাহান আলী (হারিকেন)। সাংস্কৃতিক সম্পাদক পদে পবিত্র কুমার আগরওয়ালা (বেহালা) ও খন্দকার জান্নাতুল ফেরদৌস সৌরভ (ঢোল)। ধর্ম ও সমাজসেবক সম্পাদক পদে ডা. নাজমুল আলম খান (গোলাপফুল) এবং আলা উদ্দীন (দেওয়াল ঘড়ি)। ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মহসিন রেজা (ফুটবল) ও রেজাউল হক রিজু (ব্যাটবল)। গতকাল সন্ধ্যা ৭টায় দোকান মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে নির্বাচন কমিশন কর্তৃক এ প্রতীক বরাদ্দ সভার আয়োজন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হাজী এ্যাড সেলিম উদ্দিন খান লটারীর মাধ্যমে সমস্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এ সময় সদস্য সচিব এড. এস. এম মনোয়ার হোসেন সুরূজ, নির্বাচন কমিশনার এড. মোহা. শামসুজ্জোহা, এড. আকসিদুল ইসলাম রতনসহ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও লেমন-জগলু-ইবু পরিষদ এবং চান্নু-বাবু-মাসুদ পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে নির্বাচনী প্রতীক পাওয়ার পর থেকেই প্রচার প্রচারণায় নেমে পড়ে প্রার্থীর। গতরাতে প্রতীক পরিচিতি সভাও করেছেন একটি পরিষদ। দু’টি পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যে স্ব স্ব প্রতীক সম্বলিত পোস্টার-ব্যানার ও লিফলেটও ছাপাতে দিয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ : উৎসবের আমেজ

আপলোড টাইম : ১০:৫৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭

বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার পঞ্চ-বার্ষিক নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার পঞ্চ-বার্ষিক নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সভাপতি পদে হাজী মো. আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন পেয়েছেন-ছাতী, হাজী মো. সালাউদ্দীন চান্নু- জাহাজ ও স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দীন পেয়েছেন ঘুড়ি প্রতীক। সিনিয়র সহসভাপতি পদে আব্দুল কাদের জগলু পেয়েছেন প্রদীপ ও মো. শামসুল আলম কুঁড়েঘর প্রতীক পেয়েছেন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. ইবরুল হাসান জোয়ার্দ্দার- সাইকেল ও মো. মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন চেয়ার প্রতীক। এ ছাড়াও অন্যান্য পদে যারা প্রতীক পেয়েছেন- সহসভাপতি নীল রতন সাহা (হাতি), হাজী মো. শাহাবুদ্দিন (আইফেল টাওয়ার), মো. মহিদুল ইসলাম ভাষা (আম), শামসুজ্জামান খোকন (দাঁড়িপাল্লা), মো. সফি উদ্দিন (হাতপাখা), মফিজুর রহমান (বটগাছ), হেলাল উদ্দীন (আনারস), মো. মশিউর রহমান (টেবিল ফ্যান), শহিদুল হক কদর (মোরগ) ও রমজান আলী জোয়ার্দ্দার (কাঁঠাল)। যুগ্ম সম্পাদক পদপ্রার্থী হাজী মো. সেলিম রেজা (খেজুর গাছ) ও ওহিদুল ইসলাম বিশ্বাস (বাস)। সহসাধারণ সম্পাদক পদে হাবিল হোসেন জোয়ার্দ্দার (বালতি), মো. দেলোয়ার উদ্দীন জোয়ার্দ্দার দুলু (লাঙ্গল), শ্রী নিশিত চক্রবর্তী (কেটলি), মশিউর রহমান (গরুর গাড়ী), সাইদুর রহমান (মই) ও শামসুল আলম (কলস)। কোষাধ্যক্ষ পদপ্রার্থী তবিবুর রহমান জোয়ার্দ্দার বাবু (সিংহ) ও মো. ওসমান গণি (ঘোঁড়া)। সাংগঠনিক সম্পাদক পদে মো. নুরুজ্জামান খোকন (দোয়েল পাখি) ও শওকত হাসান (হরিণ)। সহ-সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হেদায়েতুল্লাহ মন্ডল (চাঁদ) ও এস.এম শামীম মাসুদ (হাঁস)। দপ্তর সম্পাদক পদে হাসান সাইফুল্লাহ খালিদ (কেবিনেট) ও ফারুক হোসেন (টেবিল)। প্রচার সম্পাদক পদপ্রার্থী মো. মাফিজুর রহমান মাফি (মোবাইল) ও শাহজাহান আলী (হারিকেন)। সাংস্কৃতিক সম্পাদক পদে পবিত্র কুমার আগরওয়ালা (বেহালা) ও খন্দকার জান্নাতুল ফেরদৌস সৌরভ (ঢোল)। ধর্ম ও সমাজসেবক সম্পাদক পদে ডা. নাজমুল আলম খান (গোলাপফুল) এবং আলা উদ্দীন (দেওয়াল ঘড়ি)। ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মহসিন রেজা (ফুটবল) ও রেজাউল হক রিজু (ব্যাটবল)। গতকাল সন্ধ্যা ৭টায় দোকান মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে নির্বাচন কমিশন কর্তৃক এ প্রতীক বরাদ্দ সভার আয়োজন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হাজী এ্যাড সেলিম উদ্দিন খান লটারীর মাধ্যমে সমস্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এ সময় সদস্য সচিব এড. এস. এম মনোয়ার হোসেন সুরূজ, নির্বাচন কমিশনার এড. মোহা. শামসুজ্জোহা, এড. আকসিদুল ইসলাম রতনসহ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও লেমন-জগলু-ইবু পরিষদ এবং চান্নু-বাবু-মাসুদ পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে নির্বাচনী প্রতীক পাওয়ার পর থেকেই প্রচার প্রচারণায় নেমে পড়ে প্রার্থীর। গতরাতে প্রতীক পরিচিতি সভাও করেছেন একটি পরিষদ। দু’টি পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যে স্ব স্ব প্রতীক সম্বলিত পোস্টার-ব্যানার ও লিফলেটও ছাপাতে দিয়েছেন।