ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী প্রত্যেকটি কাজের গুণগত মান ভালো চান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
  • / ১২১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় আরসিসি রাস্তার ঢালাইকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেছেন, ‘জলাবদ্ধতা দূর করতে এই রাস্তায় ড্রেনের প্রয়োজন ছিল। এখন সেটি হয়েছে। এবার আরসিসি রাস্তাও নির্মাণ হচ্ছে। উন্নতমানের রাস্তাটি বহুবছর ভালো থাকবে। আমরা চাই এই কাজের গুণগত মান যেন ঠিক থাকে। বিগত দিনের যে কাজগুলো হয়েছিল, সেগুলোর ফল এখন মানুষ ভোগ করছে। কাজের গুণগত মান এতো খারাপ যে ড্রেনগুলো ভেঙে গেছে, পানি যায় না। সেগুলো উপলদ্ধি করেই আমার এই পরিষদে এই সময়ে যেই কাজগুলো হবে, সেগুলোর গুণগত মান যাতে ঠিক থাকে, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন এই কাজগুলোর যদি গুণগত মান ঠিক রাখতে হয়, তাহলে আমাদের যেমন দায়িত্ব আছে, ঠিক তেমনি আপনাদেরও দায়িত্ব আছে। আপনারা যদি দেখে না নেন, তবে এ কাজটি পুরোপুরি আমাদের পক্ষে কঠিন।’ গতকাল শনিবার চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোরস্থানপাড়ায় আরসিসি রাস্তার ঢালাইকাজের উদ্বোধকালে এসব কথা বলেন তিনি।
এ সময় পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু আরও বলেন, ‘এই কাজ ভালো হলে ফল পাবেন আপনারা। কারণ এটি ব্যবহার করবেন আপনারা। আর খারাপ হলে কষ্টও আপনাদের করতে হবে। তাই কাজগুলো দেখে-শুনে বুঝে নিবেন। আমি সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও কাজ মনিটরিং করা হবে। কোনো প্রকার ফাঁকি দেওয়ার সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশব্যাপীই উন্নয়ন চাচ্ছেন। তাঁর স্পষ্ট কথা প্রত্যেকটা কাজের গুণগত মান যেন ঠিক থাকে। ঠিকাদারকে বাড়তি টাকা দেওয়া লাগে না। তাই কাজের মান ভালো হতেই হবে।’
উদ্বোধকালে আরও উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর শেফালি খাতুন, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, ঠিকাদার মুক্তার হোসেন বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, স্থানীয় বাসিন্দা আশাদ, মুকুল, ফারুক, মিলন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

প্রধানমন্ত্রী প্রত্যেকটি কাজের গুণগত মান ভালো চান

আপলোড টাইম : ০৯:২০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০

চুয়াডাঙ্গায় আরসিসি রাস্তার ঢালাইকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেছেন, ‘জলাবদ্ধতা দূর করতে এই রাস্তায় ড্রেনের প্রয়োজন ছিল। এখন সেটি হয়েছে। এবার আরসিসি রাস্তাও নির্মাণ হচ্ছে। উন্নতমানের রাস্তাটি বহুবছর ভালো থাকবে। আমরা চাই এই কাজের গুণগত মান যেন ঠিক থাকে। বিগত দিনের যে কাজগুলো হয়েছিল, সেগুলোর ফল এখন মানুষ ভোগ করছে। কাজের গুণগত মান এতো খারাপ যে ড্রেনগুলো ভেঙে গেছে, পানি যায় না। সেগুলো উপলদ্ধি করেই আমার এই পরিষদে এই সময়ে যেই কাজগুলো হবে, সেগুলোর গুণগত মান যাতে ঠিক থাকে, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন এই কাজগুলোর যদি গুণগত মান ঠিক রাখতে হয়, তাহলে আমাদের যেমন দায়িত্ব আছে, ঠিক তেমনি আপনাদেরও দায়িত্ব আছে। আপনারা যদি দেখে না নেন, তবে এ কাজটি পুরোপুরি আমাদের পক্ষে কঠিন।’ গতকাল শনিবার চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোরস্থানপাড়ায় আরসিসি রাস্তার ঢালাইকাজের উদ্বোধকালে এসব কথা বলেন তিনি।
এ সময় পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু আরও বলেন, ‘এই কাজ ভালো হলে ফল পাবেন আপনারা। কারণ এটি ব্যবহার করবেন আপনারা। আর খারাপ হলে কষ্টও আপনাদের করতে হবে। তাই কাজগুলো দেখে-শুনে বুঝে নিবেন। আমি সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও কাজ মনিটরিং করা হবে। কোনো প্রকার ফাঁকি দেওয়ার সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশব্যাপীই উন্নয়ন চাচ্ছেন। তাঁর স্পষ্ট কথা প্রত্যেকটা কাজের গুণগত মান যেন ঠিক থাকে। ঠিকাদারকে বাড়তি টাকা দেওয়া লাগে না। তাই কাজের মান ভালো হতেই হবে।’
উদ্বোধকালে আরও উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর শেফালি খাতুন, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, ঠিকাদার মুক্তার হোসেন বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, স্থানীয় বাসিন্দা আশাদ, মুকুল, ফারুক, মিলন প্রমুখ।