ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী কর্তৃক বেসরকারি শিক্ষকদের বার্ষিক ৫% প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা দেয়ার ঘোষণা করায়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮
  • / ৬৬৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে শিক্ষক-কর্মচারীদের আনন্দ শোভাযাত্রা
ডেস্ক রিপোর্ট: বেসরকারি শিক্ষক-কর্মচারিদের ৫ শতাংশ ইনক্রিমেন্ট, ২০শতাংশ বৈশাখি ভাতা ও কল্যাণ ট্রাস্টে অবসর বোর্ডের জন্য বিশেষ বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ সমাবেশ ও র‌্যালি করেছে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদগের বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা। গতকাল রোববার পৃথক সময়ে এসকল কর্মসূচি পালিত হয়।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি (ইনক্রিমেন্ট) ও বৈশাখী ভাতার ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চুয়াডাঙ্গায় আনন্দ শোভাযাত্রা উদযাপন করা হয়েছে। জেলার সকল (এমপিওভুক্ত) বেসরকারি মাদরাসা, স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে গতকাল রোববার বেলা ১২টায় এ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে শহীদ হাসান চত্বর মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এর আগে দৈনিক শিক্ষা ডটকম সহ কয়েকটি গনমাধ্যম মারফত মাননীয় প্রধানমন্ত্রীর এ যুগান্তকারী ঘোষণা জানার পর থেকে জেলার সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা তাৎক্ষনিকভাবে সকাল ১১টা থেকে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সমবেত হতে থাকেন। প্রায় ৫ শতাধিক শিক্ষক-কর্মচারী ও শিক্ষক নেতৃবৃন্দ শোভাযাত্রায় যোগদেন। শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা ফজলুর রহমান ও ফুরকান আলী। আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান শিক্ষক নুর হোসেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, বেসরকারি শিক্ষক-কর্মচারিদের ৫ শতাংশ ইনক্রিমেন্ট, ২০শতাংশ বৈশাখি ভাতা ও কল্যাণ ট্রাস্টে অবসর বোর্ডের জন্য বিশেষ বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ সমাবেশ ও র‌্যালি করেছেন জেলার শিক্ষকরা। গতকাল রবিবার বেলা ১১টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে স্বাধীনতা শিক্ষক পরিষদ মেহেরপুর জেলা শাখার ব্যানারে শিক্ষকরা আনন্দ সমাবেশের আয়োজন করে। স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিগান, প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, ইদ্রিস আলী, তাহাজ উদ্দিন, রুহুল আমিন, অনারুল ইসলাম প্রমূখ। সমাবেশ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


গাংনী অফিস জানিয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা ৫% প্রবৃদ্ধির ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মেহেরপুরের গাংনীতে শিক্ষক-কর্মচারীরা আনন্দ মিছিল করেছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে গাংনী উপজেলা শহরের বিভিন্ন সড়কে আনন্দ মিছিল করা হয়। মিছিলে নেতৃত্ব প্রদান করেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ও চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নজরুল ইসলাম তারা, অর্থ সম্পাদক ও আরবিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাবিবুর রহমান লিখন, গাংনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরুানী, আরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপনসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।
হরিণাকু-ু প্রতিনিধি জানিয়েছে, ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার বেসরকারি শিক্ষক-কর্মচারীরা সরকার কর্তৃক ৫% প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা প্রদান করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা ও কৃতজ্ঞতা সভা করেছে। গতকাল রবিবার সকালে ব্যান্ডপার্টি সহকারে আনন্দ শোভাযাত্রাটি হরিণাকু-ুর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলামের সভাপতিত্বে, প্রভাষক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোক্তার আলী, মান্দিয়া কলেজের অধ্যক্ষ রবজেল হোসেন, হাজী আরশাদ আলী কলেজের অধ্যক্ষ এ.কে.এম মোতালেব হোসেন, শিশুকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হক টিটু, ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রাজ্জাক, প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, ভালকি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেকুর রহমান প্রমুখ। কৃতজ্ঞতা সভায় বক্তাগণ বে-সরকারী শিক্ষক-কর্মচারীদের প্রাণের দাবী ৫% প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা মেনে নিয়ে প্রদান করায় সরকারকে অভিনন্দন জানিয়ে সকল বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে আগামীতে সরকারী করণের দাবী জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

প্রধানমন্ত্রী কর্তৃক বেসরকারি শিক্ষকদের বার্ষিক ৫% প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা দেয়ার ঘোষণা করায়

আপলোড টাইম : ০৯:৩৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮

চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে শিক্ষক-কর্মচারীদের আনন্দ শোভাযাত্রা
ডেস্ক রিপোর্ট: বেসরকারি শিক্ষক-কর্মচারিদের ৫ শতাংশ ইনক্রিমেন্ট, ২০শতাংশ বৈশাখি ভাতা ও কল্যাণ ট্রাস্টে অবসর বোর্ডের জন্য বিশেষ বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ সমাবেশ ও র‌্যালি করেছে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদগের বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা। গতকাল রোববার পৃথক সময়ে এসকল কর্মসূচি পালিত হয়।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি (ইনক্রিমেন্ট) ও বৈশাখী ভাতার ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চুয়াডাঙ্গায় আনন্দ শোভাযাত্রা উদযাপন করা হয়েছে। জেলার সকল (এমপিওভুক্ত) বেসরকারি মাদরাসা, স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে গতকাল রোববার বেলা ১২টায় এ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে শহীদ হাসান চত্বর মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এর আগে দৈনিক শিক্ষা ডটকম সহ কয়েকটি গনমাধ্যম মারফত মাননীয় প্রধানমন্ত্রীর এ যুগান্তকারী ঘোষণা জানার পর থেকে জেলার সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা তাৎক্ষনিকভাবে সকাল ১১টা থেকে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সমবেত হতে থাকেন। প্রায় ৫ শতাধিক শিক্ষক-কর্মচারী ও শিক্ষক নেতৃবৃন্দ শোভাযাত্রায় যোগদেন। শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা ফজলুর রহমান ও ফুরকান আলী। আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান শিক্ষক নুর হোসেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, বেসরকারি শিক্ষক-কর্মচারিদের ৫ শতাংশ ইনক্রিমেন্ট, ২০শতাংশ বৈশাখি ভাতা ও কল্যাণ ট্রাস্টে অবসর বোর্ডের জন্য বিশেষ বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ সমাবেশ ও র‌্যালি করেছেন জেলার শিক্ষকরা। গতকাল রবিবার বেলা ১১টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে স্বাধীনতা শিক্ষক পরিষদ মেহেরপুর জেলা শাখার ব্যানারে শিক্ষকরা আনন্দ সমাবেশের আয়োজন করে। স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিগান, প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, ইদ্রিস আলী, তাহাজ উদ্দিন, রুহুল আমিন, অনারুল ইসলাম প্রমূখ। সমাবেশ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


গাংনী অফিস জানিয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা ৫% প্রবৃদ্ধির ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মেহেরপুরের গাংনীতে শিক্ষক-কর্মচারীরা আনন্দ মিছিল করেছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে গাংনী উপজেলা শহরের বিভিন্ন সড়কে আনন্দ মিছিল করা হয়। মিছিলে নেতৃত্ব প্রদান করেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ও চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নজরুল ইসলাম তারা, অর্থ সম্পাদক ও আরবিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাবিবুর রহমান লিখন, গাংনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরুানী, আরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপনসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।
হরিণাকু-ু প্রতিনিধি জানিয়েছে, ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার বেসরকারি শিক্ষক-কর্মচারীরা সরকার কর্তৃক ৫% প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা প্রদান করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা ও কৃতজ্ঞতা সভা করেছে। গতকাল রবিবার সকালে ব্যান্ডপার্টি সহকারে আনন্দ শোভাযাত্রাটি হরিণাকু-ুর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলামের সভাপতিত্বে, প্রভাষক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোক্তার আলী, মান্দিয়া কলেজের অধ্যক্ষ রবজেল হোসেন, হাজী আরশাদ আলী কলেজের অধ্যক্ষ এ.কে.এম মোতালেব হোসেন, শিশুকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হক টিটু, ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রাজ্জাক, প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, ভালকি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেকুর রহমান প্রমুখ। কৃতজ্ঞতা সভায় বক্তাগণ বে-সরকারী শিক্ষক-কর্মচারীদের প্রাণের দাবী ৫% প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা মেনে নিয়ে প্রদান করায় সরকারকে অভিনন্দন জানিয়ে সকল বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে আগামীতে সরকারী করণের দাবী জানান।