ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রথম দিনই বক্স অফিসের সব রেকর্ড ভেঙে ফেলল ‘পদ্মাবত’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮
  • / ৩৫৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বহুল আলোচিত ‘পদ্মাবত’ ছবি মুক্তির প্রথম দিনই ভারতের বক্স অফিসের সব পুরোনো রেকর্ড ভেঙে গেছে। গত বৃহস্পতিবার ‘পদ্মাবত’ মুক্তি পেয়েছে। প্রথম দিনেই ছবিটি আয় করেছে ১৯ কোটি রুপি। ছবি মুক্তির আগে গত ২৪ জানুয়ারি পেইড স্ক্রিনিং ছিল। সেখানে ‘পদ্মাবত’ উপার্জন করে পাঁচ কোটি রুপি। সব মিলিয়ে এখন পর্যন্ত পদ্মাবত ছবি আয় করেছে ২৪ কোটি রুপি। তবে সিনে বিশেষজ্ঞরা মনে করছেন, যদি ‘পদ্মাবত’ ভারতের সব রাজ্যে একযোগে মুক্তি পেতো তাহলে প্রথম দিনেই এই আয়ের অঙ্কটা আরো অনেক বেড়ে যেত। সেটা এক ধাক্কায় ২৮ থেকে ৩০ কোটির ঘর অনায়াসেই ছুঁয়ে ফেলতে পারত বলে মনে করছেন অনেকেই। ‘পদ্মাবত’ এরই মধ্যে প্রথম দিনের রোজগারের নিরীখে সঞ্জয় লীলা বনশালীর অন্য সব ছবির রেকর্ড ভেঙে দিয়েছে।
এই ছবি নির্মাণের জন্য বাজেট ছিল ১৮০ কোটি রুপির কাছাকাছি। আইম্যাক্স ও থ্রিডি ফরম্যাটেও মুক্তি পেয়েছে ‘পদ্মাবত’। যার জন্য নির্মাতাদের খরচ হয়েছে ২০ কোটি রুপি। আগামী কয়েকদিনে ছবিটির আয় আরো বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ আগামী সাত দিনে বড় কোনো ছবি মুক্তি পাচ্ছে না। ফলে সপ্তাহজুড়ে হলগুলোতে রমরমা ব্যবসা করার সুযোগ পেয়ে যাবে ‘পদ্মাবত’। আগামী এক সপ্তাহেই চলচ্চিত্রটি ১০০ কোটির ক্লাবে নাম লাখাতে পারে বলে মনে করা হচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

প্রথম দিনই বক্স অফিসের সব রেকর্ড ভেঙে ফেলল ‘পদ্মাবত’

আপলোড টাইম : ১০:২৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮

বিনোদন ডেস্ক: বহুল আলোচিত ‘পদ্মাবত’ ছবি মুক্তির প্রথম দিনই ভারতের বক্স অফিসের সব পুরোনো রেকর্ড ভেঙে গেছে। গত বৃহস্পতিবার ‘পদ্মাবত’ মুক্তি পেয়েছে। প্রথম দিনেই ছবিটি আয় করেছে ১৯ কোটি রুপি। ছবি মুক্তির আগে গত ২৪ জানুয়ারি পেইড স্ক্রিনিং ছিল। সেখানে ‘পদ্মাবত’ উপার্জন করে পাঁচ কোটি রুপি। সব মিলিয়ে এখন পর্যন্ত পদ্মাবত ছবি আয় করেছে ২৪ কোটি রুপি। তবে সিনে বিশেষজ্ঞরা মনে করছেন, যদি ‘পদ্মাবত’ ভারতের সব রাজ্যে একযোগে মুক্তি পেতো তাহলে প্রথম দিনেই এই আয়ের অঙ্কটা আরো অনেক বেড়ে যেত। সেটা এক ধাক্কায় ২৮ থেকে ৩০ কোটির ঘর অনায়াসেই ছুঁয়ে ফেলতে পারত বলে মনে করছেন অনেকেই। ‘পদ্মাবত’ এরই মধ্যে প্রথম দিনের রোজগারের নিরীখে সঞ্জয় লীলা বনশালীর অন্য সব ছবির রেকর্ড ভেঙে দিয়েছে।
এই ছবি নির্মাণের জন্য বাজেট ছিল ১৮০ কোটি রুপির কাছাকাছি। আইম্যাক্স ও থ্রিডি ফরম্যাটেও মুক্তি পেয়েছে ‘পদ্মাবত’। যার জন্য নির্মাতাদের খরচ হয়েছে ২০ কোটি রুপি। আগামী কয়েকদিনে ছবিটির আয় আরো বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ আগামী সাত দিনে বড় কোনো ছবি মুক্তি পাচ্ছে না। ফলে সপ্তাহজুড়ে হলগুলোতে রমরমা ব্যবসা করার সুযোগ পেয়ে যাবে ‘পদ্মাবত’। আগামী এক সপ্তাহেই চলচ্চিত্রটি ১০০ কোটির ক্লাবে নাম লাখাতে পারে বলে মনে করা হচ্ছে।