ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রতীক বরাদ্দ সম্পন্ন : ৯ মার্চ ভোট

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯
  • / ৩৪২ বার পড়া হয়েছে

ফাতেমা প্লাজা ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ফাতেমা প্লাজা ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার রাত ৮টায় শহীদ আবুল কাসেম সড়কস্থ ফাতেমা প্লাজার দ্বিতীয় তলার ন্যাশনাল মটরস’র সমিতির অস্থায়ী কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মোহা. শাহজাহান আলী সকল প্রার্থীদের উপস্থিতিতে এ প্রতীক বরাদ্দ দেন। সভাপতি পদে গিলাবার্ট বাপ্পি রায় (মাইক্রোফোন) ও আবু সাঈদ (ইউপিএস) প্রতীক পেয়েছেন। সহ-সভাপতি পদে মহররম আলী (…..), রবিন (মোমোরি কার্ড), সাধারণ সম্পাদক পদে বিপ্লব হোসেন (টেলিফোন) ও টনিক (প্রিন্টার), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মামুন শেখ (মাউস) ও রোকন (মনিটর), অর্থ বিষয়ক সম্পাদক পদে আজম (চার্জার) ও হুমায়ুন (হেডফোন), প্রচার সম্পাদক পদে রাজু (স্পিকার) ও জিকু (কি-বোর্ড), সদস্য পদে- হেলাল (সিসি ক্যামেরা), মানিক (রাউটার), আশরাফুল (ডিজিটাল ক্যামেরা), শান্ত (স্ক্যানার) ও আরিফ (পেনড্রাইভ) প্রতীক বরাদ্দ পান। আগামী ৯ মার্চ শনিবার সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

প্রতীক বরাদ্দ সম্পন্ন : ৯ মার্চ ভোট

আপলোড টাইম : ০৯:২৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯

ফাতেমা প্লাজা ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ফাতেমা প্লাজা ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার রাত ৮টায় শহীদ আবুল কাসেম সড়কস্থ ফাতেমা প্লাজার দ্বিতীয় তলার ন্যাশনাল মটরস’র সমিতির অস্থায়ী কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মোহা. শাহজাহান আলী সকল প্রার্থীদের উপস্থিতিতে এ প্রতীক বরাদ্দ দেন। সভাপতি পদে গিলাবার্ট বাপ্পি রায় (মাইক্রোফোন) ও আবু সাঈদ (ইউপিএস) প্রতীক পেয়েছেন। সহ-সভাপতি পদে মহররম আলী (…..), রবিন (মোমোরি কার্ড), সাধারণ সম্পাদক পদে বিপ্লব হোসেন (টেলিফোন) ও টনিক (প্রিন্টার), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মামুন শেখ (মাউস) ও রোকন (মনিটর), অর্থ বিষয়ক সম্পাদক পদে আজম (চার্জার) ও হুমায়ুন (হেডফোন), প্রচার সম্পাদক পদে রাজু (স্পিকার) ও জিকু (কি-বোর্ড), সদস্য পদে- হেলাল (সিসি ক্যামেরা), মানিক (রাউটার), আশরাফুল (ডিজিটাল ক্যামেরা), শান্ত (স্ক্যানার) ও আরিফ (পেনড্রাইভ) প্রতীক বরাদ্দ পান। আগামী ৯ মার্চ শনিবার সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।