ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯
  • / ১৮৩ বার পড়া হয়েছে

ওষুধ ও টিউশন ফি প্রদানকালে সিভিল সার্জন ডা. মারুফ হাসান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকার প্রতিবন্ধীদের মধ্যে ওষুধ ও শিক্ষা টিউশন ফি প্রদান করা হয়েছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ওষুধ ও টিউশন ফি বিতরণ করেন।
এ সময় সিভিল সার্জন বলেন, প্রতিবন্ধীরা আর সমাজের বোঝা নয়, একটু সহযোগিতা, শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ পেলে নিজেদের কর্মসংস্থান নিজেরাই সৃষ্টি করতে পারবে। তাই প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ। তিনি আরও বলেন, ‘প্রতিবন্ধীরা সরকারিভাবে হাসপাতালগুলো থেকে কোনো ফি ছাড়া চিকিৎসা সহায়তা, মেডিসিনসহ অন্য সব সুযোগ-সুবিধা পাবে। এ ছাড়াও আমি প্রতিবন্ধীদের পাশাপাশি সব মানুষের চিকিৎসার ক্ষেত্রে অবাধ পরামর্শ নেওয়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করছি।’
গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার মিটিং রুমে ডিআরআরএ ও এলএফ নেদারল্যান্ডসের সহযোগিতায় শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাসুম আহম্মেদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা. নুর আলম আকাশ, সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন কর্মকর্তা তোফাজ্জেল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, গ্রামীণ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইদুর রহমান লিপু প্রমুখ। সহযোগিতায় ছিলেন প্রত্যাশার প্রাইড প্রকল্পের কো-ওয়ার্কার আসাদুজ্জামান ও মহিবুল হাবিব। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান। আলোচনা শেষে ২০ জন প্রতিবন্ধী মৃগীরোগীকে ওষুধ ও ৪০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে ৬০০ টাকা করে টিউশন ফি প্রদান করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ

আপলোড টাইম : ১০:২৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯

ওষুধ ও টিউশন ফি প্রদানকালে সিভিল সার্জন ডা. মারুফ হাসান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকার প্রতিবন্ধীদের মধ্যে ওষুধ ও শিক্ষা টিউশন ফি প্রদান করা হয়েছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ওষুধ ও টিউশন ফি বিতরণ করেন।
এ সময় সিভিল সার্জন বলেন, প্রতিবন্ধীরা আর সমাজের বোঝা নয়, একটু সহযোগিতা, শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ পেলে নিজেদের কর্মসংস্থান নিজেরাই সৃষ্টি করতে পারবে। তাই প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ। তিনি আরও বলেন, ‘প্রতিবন্ধীরা সরকারিভাবে হাসপাতালগুলো থেকে কোনো ফি ছাড়া চিকিৎসা সহায়তা, মেডিসিনসহ অন্য সব সুযোগ-সুবিধা পাবে। এ ছাড়াও আমি প্রতিবন্ধীদের পাশাপাশি সব মানুষের চিকিৎসার ক্ষেত্রে অবাধ পরামর্শ নেওয়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করছি।’
গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার মিটিং রুমে ডিআরআরএ ও এলএফ নেদারল্যান্ডসের সহযোগিতায় শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাসুম আহম্মেদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা. নুর আলম আকাশ, সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন কর্মকর্তা তোফাজ্জেল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, গ্রামীণ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইদুর রহমান লিপু প্রমুখ। সহযোগিতায় ছিলেন প্রত্যাশার প্রাইড প্রকল্পের কো-ওয়ার্কার আসাদুজ্জামান ও মহিবুল হাবিব। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান। আলোচনা শেষে ২০ জন প্রতিবন্ধী মৃগীরোগীকে ওষুধ ও ৪০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে ৬০০ টাকা করে টিউশন ফি প্রদান করা হয়।