ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, সংস্কার দাবি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
  • / ২৪৭ বার পড়া হয়েছে

কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত!
ইকবাল রেজা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা থেকে মুজিবনগর সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে পথচারীরা। রাস্তাটিতে অধিক খানাখন্দ এবং পানি জমে থাকায় প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
সরেজমিনে দেখা গেছে, কার্পাসডাঙ্গা তেল পাম্প হতে আরামডাঙ্গা বটতলা পর্যন্ত কার্পাসডাঙ্গা-মুজিবনগর পাঁকা সড়কটির ওপর মাত্র কয়েক মিটার খানাখন্দে ভরে যাওয়ার কারণে যানবাহন চলাচলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই রাস্তাটির বিভিন্ন অংশে সৃষ্ট ছোট-বড় গর্ত আর খানাখন্দে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাতায়াতকারীদের।
স্থানীয়রা জানান, কার্পাসডাঙ্গা তেল পাম্প হতে আরামডাঙ্গা বটতলা পর্যন্ত রাস্তাটির বিভিন্ন অংশ ভেঙে অসংখ্য ছোট-বড় গর্তে পরিণত হয়েছে। হালকা বৃৃষ্টি হলেই আর বোঝার উপায় থাকে না এটা পাকা রাস্তা, না মাছ চাষের পুকুর! ফলে প্রতিনয়তই ঘটে ছোট-বড় সড়ক দুর্ঘটনা। অথচ এই সড়কটি কার্পাসডাঙ্গা ইউনিয়নবাসীর রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগের একমাত্র প্রধান সড়ক। রাস্তটি দিয়ে প্রতিদিন বিভিন্ন ইটভাটা মালিকের শত শত ইট বোঝায় ট্রাক যাতায়াত করায় রাস্তাটির এমন বেহাল দশা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে করে যাতায়াতে চরম ভোগান্তিতে জনজীবন। আবার এই সড়কটির ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার সাধারণ পরিবহন চলাচল করে। কিন্তু সড়কটি মাসের পর মাস, বছরের পর বছরজুড়ে খানাখন্দ হয়ে থাকার কারণে সাধারণ পরিবহন চালকদের প্রতিনিয়ত চরম ঝুঁকি বহন করতে হয়। এছাড়া রাস্তাটির এমন বেহাল দশায় এলাকার মুমূর্ষ রোগী, বিশেষ করে গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিতে গিয়ে দুর্ঘটনার ঘটনা ঘটে। মাত্রা অতিরিক্ত ঝাঁকুনিতে অসুস্থদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। এমন পরিস্থিতিতে যাতায়াতের ভোগান্তি দূর করতে চলতি মৌসুমেই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার সচেতন মহল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, সংস্কার দাবি

আপলোড টাইম : ০৯:৩২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০

কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত!
ইকবাল রেজা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা থেকে মুজিবনগর সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে পথচারীরা। রাস্তাটিতে অধিক খানাখন্দ এবং পানি জমে থাকায় প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
সরেজমিনে দেখা গেছে, কার্পাসডাঙ্গা তেল পাম্প হতে আরামডাঙ্গা বটতলা পর্যন্ত কার্পাসডাঙ্গা-মুজিবনগর পাঁকা সড়কটির ওপর মাত্র কয়েক মিটার খানাখন্দে ভরে যাওয়ার কারণে যানবাহন চলাচলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই রাস্তাটির বিভিন্ন অংশে সৃষ্ট ছোট-বড় গর্ত আর খানাখন্দে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাতায়াতকারীদের।
স্থানীয়রা জানান, কার্পাসডাঙ্গা তেল পাম্প হতে আরামডাঙ্গা বটতলা পর্যন্ত রাস্তাটির বিভিন্ন অংশ ভেঙে অসংখ্য ছোট-বড় গর্তে পরিণত হয়েছে। হালকা বৃৃষ্টি হলেই আর বোঝার উপায় থাকে না এটা পাকা রাস্তা, না মাছ চাষের পুকুর! ফলে প্রতিনয়তই ঘটে ছোট-বড় সড়ক দুর্ঘটনা। অথচ এই সড়কটি কার্পাসডাঙ্গা ইউনিয়নবাসীর রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগের একমাত্র প্রধান সড়ক। রাস্তটি দিয়ে প্রতিদিন বিভিন্ন ইটভাটা মালিকের শত শত ইট বোঝায় ট্রাক যাতায়াত করায় রাস্তাটির এমন বেহাল দশা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে করে যাতায়াতে চরম ভোগান্তিতে জনজীবন। আবার এই সড়কটির ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার সাধারণ পরিবহন চলাচল করে। কিন্তু সড়কটি মাসের পর মাস, বছরের পর বছরজুড়ে খানাখন্দ হয়ে থাকার কারণে সাধারণ পরিবহন চালকদের প্রতিনিয়ত চরম ঝুঁকি বহন করতে হয়। এছাড়া রাস্তাটির এমন বেহাল দশায় এলাকার মুমূর্ষ রোগী, বিশেষ করে গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিতে গিয়ে দুর্ঘটনার ঘটনা ঘটে। মাত্রা অতিরিক্ত ঝাঁকুনিতে অসুস্থদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। এমন পরিস্থিতিতে যাতায়াতের ভোগান্তি দূর করতে চলতি মৌসুমেই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার সচেতন মহল।