ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রতিটি উন্নয়নের কাজ আপনারা দেখে ও বুঝে নিবেন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
  • / ১১২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা পৌরসভায় উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
পৌরসভা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আলমডাঙ্গায় একযোগে ৩৩টি রাস্তা ও ড্রেন নির্মাণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ ড্রেন ও রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণকাজের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘করোনা মহামারির কারণে আলমডাঙ্গা পৌরসভার উন্নয়ন ব্যাপক বাধার সম্মুখিন হয়েছে। এ কারণে পৌর এলাকাবাসীকে সাময়িক দুর্ভোগের সম্মুখিন হতে হয়েছে। বর্তমান সরকার উন্নয়নমুখী সরকার। এ সরকারের আমলে আলমডাঙ্গা উপজেলায় ২৯২ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। প্রত্যান্তঞ্চলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকার দেশে বড় বড় মেগা প্রকল্পের কাজ চলমান রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, চট্টগামে কর্ণফুলি টানেল, ফ্লাইওভার ব্রিজ, ঢাকা এক্সপ্রেস ওয়ে, মেট্রো-রেলসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে দেখিয়ে দিলেন আমরাও পারি। এ ছাড়াও অসংখ্য উন্নয়ন কাজ চলমান রেখেছেন।’
তিনি আরও বলেন, আলমডাঙ্গা পৌরসভার ১১টি প্যাকেজের অনুকূলে ৩৩টি প্রকল্পের প্রতিটি কাজ স্থানীয়রা দেখে ও বুঝে নিবেন। মনে রাখবেন এই টাকা আপনার-আমার ট্যাক্সের টাকায় নির্মিত হচ্ছে। তাই এই কাজ শিডিউল অনুযায়ী আপনারা বুঝে নিবেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ শিডিউল না দেখাতে কিংবা পৌরসভার সাথে জড়িত ব্যক্তিরা হুমকি দিলে, আমাকে জানাবেন। সাংবাদিক ভাইদের বলছি, আপনাদেরও দায়িত্ব আছে, আপনারা দেখবেন কাজে কোনো অনিয়ম করলে আপনাদের কলম যেন বন্ধ না হয়। প্রতিটা উন্নয়নের কাজে ব্যবহৃত টাকা প্রত্যেকটি সাধারণ মানুষের। যদি রাস্তা বা ড্রেন নির্মাণ বুঝে না নেন, তাহলে নিজেদের ভোগান্তি নিজেরাই ডেকে আনবেন।’
আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রকৌশলী এলজিইডি আব্দুর রশিদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রবিউল হক, সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, হামিদুল ইসলাম ও আমিরুল ইসলাম মণ্টু।
ছাত্রলীগ নেতা মামুনের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আব্দুল গাফ্ফার, মামুন অর রশিদ হাসান, মতিয়ার রহমান বাবু মুন্সি, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু মুছা, সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, রেজাউল হক তবা, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সহিদুল হক মোল্লা, টিংকু মোল্লা, পৌর আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি, সম্পাদকসহ সকল কাউন্সিলরবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

প্রতিটি উন্নয়নের কাজ আপনারা দেখে ও বুঝে নিবেন

আপলোড টাইম : ১০:৩৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০

আলমডাঙ্গা পৌরসভায় উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
পৌরসভা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আলমডাঙ্গায় একযোগে ৩৩টি রাস্তা ও ড্রেন নির্মাণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ ড্রেন ও রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণকাজের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘করোনা মহামারির কারণে আলমডাঙ্গা পৌরসভার উন্নয়ন ব্যাপক বাধার সম্মুখিন হয়েছে। এ কারণে পৌর এলাকাবাসীকে সাময়িক দুর্ভোগের সম্মুখিন হতে হয়েছে। বর্তমান সরকার উন্নয়নমুখী সরকার। এ সরকারের আমলে আলমডাঙ্গা উপজেলায় ২৯২ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। প্রত্যান্তঞ্চলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকার দেশে বড় বড় মেগা প্রকল্পের কাজ চলমান রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, চট্টগামে কর্ণফুলি টানেল, ফ্লাইওভার ব্রিজ, ঢাকা এক্সপ্রেস ওয়ে, মেট্রো-রেলসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে দেখিয়ে দিলেন আমরাও পারি। এ ছাড়াও অসংখ্য উন্নয়ন কাজ চলমান রেখেছেন।’
তিনি আরও বলেন, আলমডাঙ্গা পৌরসভার ১১টি প্যাকেজের অনুকূলে ৩৩টি প্রকল্পের প্রতিটি কাজ স্থানীয়রা দেখে ও বুঝে নিবেন। মনে রাখবেন এই টাকা আপনার-আমার ট্যাক্সের টাকায় নির্মিত হচ্ছে। তাই এই কাজ শিডিউল অনুযায়ী আপনারা বুঝে নিবেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ শিডিউল না দেখাতে কিংবা পৌরসভার সাথে জড়িত ব্যক্তিরা হুমকি দিলে, আমাকে জানাবেন। সাংবাদিক ভাইদের বলছি, আপনাদেরও দায়িত্ব আছে, আপনারা দেখবেন কাজে কোনো অনিয়ম করলে আপনাদের কলম যেন বন্ধ না হয়। প্রতিটা উন্নয়নের কাজে ব্যবহৃত টাকা প্রত্যেকটি সাধারণ মানুষের। যদি রাস্তা বা ড্রেন নির্মাণ বুঝে না নেন, তাহলে নিজেদের ভোগান্তি নিজেরাই ডেকে আনবেন।’
আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রকৌশলী এলজিইডি আব্দুর রশিদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রবিউল হক, সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, হামিদুল ইসলাম ও আমিরুল ইসলাম মণ্টু।
ছাত্রলীগ নেতা মামুনের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আব্দুল গাফ্ফার, মামুন অর রশিদ হাসান, মতিয়ার রহমান বাবু মুন্সি, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু মুছা, সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, রেজাউল হক তবা, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সহিদুল হক মোল্লা, টিংকু মোল্লা, পৌর আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি, সম্পাদকসহ সকল কাউন্সিলরবৃন্দ।