ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রকৌশলবিদ্যায় পটু বলিউডের পাঁচ তারকা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:৫৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
  • / ৪০৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বলিউড তারকারা শুধু অভিনয়ের বিদ্যাটাই জানেন এমন ধারণা ভুল। বরং অভিনয়ে আসার আগে ছোটবেলার ডাক্তার বা প্রকৌশলী হওয়ার শখটাকে বাস্তবে রূপ দিতে পেয়েছেন অনেক বলিউড তারকাই। কেউ আবার প্রকৌশলী হয়ে কাজও করেছেন। এমটিভি ইন্ডিয়ার সৌজন্যে থাকছে বলিউডের এমন পাঁচ  তারকার গল্প যাঁরা শুধু অভিনয় বিদ্যাতেই নয়, প্রকৌশল বিদ্যাতেও সমান দখল রাখেন।
সোনু সুদ: ‘দাবাং’ চলচ্চিত্রের ছেদি সিংকে নিশ্চয়ই ভুলে যাননি। ছেদি সিংকে পর্দায় জীবন্ত করে তুলেছিলেন যিনি সেই সোনু সুদ নাগপুরের চাভান কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে ইলেকট্রনিক্সে স্নাতক সম্পন্ন করেছেন।
সুশান্ত সিং রাজপুত: অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। ঝুলিতে রয়েছে ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড’ স্টোরির মতো চলচ্চিত্র। অভিনয়ে আসার আগে দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন সুশান্ত সিং রাজপুত। পড়াশোনায় এতটাই ভালো ছিলেন সুশান্ত, যে ২০০৩ সালে অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এনট্রান্স এক্সাম একাডেমিক অ্যান্ড সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে সপ্তম স্থান দখল করেছিলেন তিনি।
আর. মাধবন: ‘থ্রি ইডিয়টসে’ তাঁর অভিনীত চরিত্র ফারহান কোরেশী প্রকৌশল ছেড়ে দিয়ে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হলেও বাস্তবে ঠিকই প্রকৌশলবিদ্যায় ডিগ্রি বাগিয়ে নিয়েছেন মাধবন। কোলাপুরের রাজারাম কলেজে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন তিনি। পাশাপাশি কানাডায় ভারতের সাংস্কৃতিক মুখপাত্র হিসেবে কাজ করছেন মাধবন।
আমিশা পাটেল: শুধু বলিউডের অভিনেতারা নয়, অভিনেত্রীরাও বেশ পটু প্রকৌশলবিদ্যায়। এদের মধ্যে একটু এগিয়ে আছেন আমিশা পাটেল। কারণ প্রকৌশলবিদ্যায় ডিগ্রিটা দেশের বাইরে থেকে নিয়েছেন তিনি। বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন ‘কাহো না পেয়ার হ্যায়’ খ্যাত এই তারকা।
তাপসী পানু: অভিনয় শুরুর আগেই দিল্লির গুরু তেঘ বাহাদুর ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন তাপসী পানু। এমনকি কম্পিউটার প্রকৌশলী হিসেবে সাত বছর কাজ করার অভিজ্ঞতাও রয়েছে ‘পিঙ্ক’ খ্যাত এই তারকার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

প্রকৌশলবিদ্যায় পটু বলিউডের পাঁচ তারকা

আপলোড টাইম : ০৬:৫৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭

বিনোদন ডেস্ক: বলিউড তারকারা শুধু অভিনয়ের বিদ্যাটাই জানেন এমন ধারণা ভুল। বরং অভিনয়ে আসার আগে ছোটবেলার ডাক্তার বা প্রকৌশলী হওয়ার শখটাকে বাস্তবে রূপ দিতে পেয়েছেন অনেক বলিউড তারকাই। কেউ আবার প্রকৌশলী হয়ে কাজও করেছেন। এমটিভি ইন্ডিয়ার সৌজন্যে থাকছে বলিউডের এমন পাঁচ  তারকার গল্প যাঁরা শুধু অভিনয় বিদ্যাতেই নয়, প্রকৌশল বিদ্যাতেও সমান দখল রাখেন।
সোনু সুদ: ‘দাবাং’ চলচ্চিত্রের ছেদি সিংকে নিশ্চয়ই ভুলে যাননি। ছেদি সিংকে পর্দায় জীবন্ত করে তুলেছিলেন যিনি সেই সোনু সুদ নাগপুরের চাভান কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে ইলেকট্রনিক্সে স্নাতক সম্পন্ন করেছেন।
সুশান্ত সিং রাজপুত: অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। ঝুলিতে রয়েছে ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড’ স্টোরির মতো চলচ্চিত্র। অভিনয়ে আসার আগে দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন সুশান্ত সিং রাজপুত। পড়াশোনায় এতটাই ভালো ছিলেন সুশান্ত, যে ২০০৩ সালে অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এনট্রান্স এক্সাম একাডেমিক অ্যান্ড সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে সপ্তম স্থান দখল করেছিলেন তিনি।
আর. মাধবন: ‘থ্রি ইডিয়টসে’ তাঁর অভিনীত চরিত্র ফারহান কোরেশী প্রকৌশল ছেড়ে দিয়ে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হলেও বাস্তবে ঠিকই প্রকৌশলবিদ্যায় ডিগ্রি বাগিয়ে নিয়েছেন মাধবন। কোলাপুরের রাজারাম কলেজে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন তিনি। পাশাপাশি কানাডায় ভারতের সাংস্কৃতিক মুখপাত্র হিসেবে কাজ করছেন মাধবন।
আমিশা পাটেল: শুধু বলিউডের অভিনেতারা নয়, অভিনেত্রীরাও বেশ পটু প্রকৌশলবিদ্যায়। এদের মধ্যে একটু এগিয়ে আছেন আমিশা পাটেল। কারণ প্রকৌশলবিদ্যায় ডিগ্রিটা দেশের বাইরে থেকে নিয়েছেন তিনি। বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন ‘কাহো না পেয়ার হ্যায়’ খ্যাত এই তারকা।
তাপসী পানু: অভিনয় শুরুর আগেই দিল্লির গুরু তেঘ বাহাদুর ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন তাপসী পানু। এমনকি কম্পিউটার প্রকৌশলী হিসেবে সাত বছর কাজ করার অভিজ্ঞতাও রয়েছে ‘পিঙ্ক’ খ্যাত এই তারকার।