ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রকৃত গরিব যেন সুবিধা পায়, সে ব্যবস্থা করতে হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯
  • / ১৯৮ বার পড়া হয়েছে

চুুয়াডাঙ্গায় লিগ্যাল এইড কমিটির মতবিনিময় সভায় জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা, হাউলি, দামুড়হুদা সদর ও নাটুদহ ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড কমিটি। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম।
সভাপতির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম বলেন, লিগ্যাল এইডের কার্যক্রমকে জনগণের মধ্যে তুলে ধরতে হবে। প্রকৃত গরিব যেন এর সুবিধা পায়, সে ব্যবস্থা করতে হবে। আর প্রকৃত গরিব কে, এ সুবিধাপ্রাপ্তির আওতায় কে আছে, অর্থাৎ বছরে এক লাখ টাকার নিচে আয় কার, সেটা স্থানীয় জনপ্রতিনিধিরাই ভালো জানেন। সরকারের নির্দেশনা মোতাবেক স্থানীয় ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটি করতে হবে। প্রকৃত গরিবকে সরকারের এ সুবিধা প্রদান করতে হবে। সমন্বিত প্রচেষ্টায় অর্থাভাবে আইনের সহায়তাবঞ্চিত মানুষের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব।
জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ শামসুজ্জামানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চুয়াডাঙ্গার বিচারক জিয়া হায়দার, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নুরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোল্লা আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. আবুল বাশার, সাবেক সভাপতি সেলিম উদ্দীন খান, বিশেষ পিপি আবু তালেব বিশ্বাস, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম, হাউলি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান শরিফুল আলম, নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

প্রকৃত গরিব যেন সুবিধা পায়, সে ব্যবস্থা করতে হবে

আপলোড টাইম : ১১:০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯

চুুয়াডাঙ্গায় লিগ্যাল এইড কমিটির মতবিনিময় সভায় জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা, হাউলি, দামুড়হুদা সদর ও নাটুদহ ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড কমিটি। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম।
সভাপতির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম বলেন, লিগ্যাল এইডের কার্যক্রমকে জনগণের মধ্যে তুলে ধরতে হবে। প্রকৃত গরিব যেন এর সুবিধা পায়, সে ব্যবস্থা করতে হবে। আর প্রকৃত গরিব কে, এ সুবিধাপ্রাপ্তির আওতায় কে আছে, অর্থাৎ বছরে এক লাখ টাকার নিচে আয় কার, সেটা স্থানীয় জনপ্রতিনিধিরাই ভালো জানেন। সরকারের নির্দেশনা মোতাবেক স্থানীয় ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটি করতে হবে। প্রকৃত গরিবকে সরকারের এ সুবিধা প্রদান করতে হবে। সমন্বিত প্রচেষ্টায় অর্থাভাবে আইনের সহায়তাবঞ্চিত মানুষের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব।
জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ শামসুজ্জামানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চুয়াডাঙ্গার বিচারক জিয়া হায়দার, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নুরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোল্লা আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. আবুল বাশার, সাবেক সভাপতি সেলিম উদ্দীন খান, বিশেষ পিপি আবু তালেব বিশ্বাস, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম, হাউলি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান শরিফুল আলম, নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।