ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পৌরসভার আবর্জনা পরিষ্কারে নিজেই নামলেন পৌর মেয়র জিপু চৌধুরী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
  • / ২৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
মেয়র, জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। যিনি পৌর পিতা। পৌরসভার জনগণের নাগরিক সেবা নিশ্চিত করার প্রধান দায়িত্ব তাঁর। এ দায়িত্ব পালনে পুনরায় আবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। নিজের দায়িত্ব ভুলে না গিয়ে চুয়াডাঙ্গা শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে তিনি নিজেই নেমেছেন।
১৩ দিন ধরে চুয়াডাঙ্গা পৌরসভাসহ সারা দেশের পৌর কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে আন্দোলনে আছেন। ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি পালন করছেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা। এমতাবস্থায় চুয়াডাঙ্গা পৌরসভার ময়লা-আবর্জনা রাস্তার ধারে জমে সৃষ্টি হয়েছে ব্যাপক দুর্গন্ধ। বিষয়টি নজর এড়িয়ে যায়নি চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরীর। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে দেখা গেল, নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পৌরসভার আবর্জনা বহনকারী গাড়ি নিজেই চালিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, ভোর পর্যন্ত এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন তিনি। এ ব্যাপারে জানতে চাইলে পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী বলেন, ‘পৌরসভার জনগণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। ভোটের সময় কথা দিয়েছিলাম, একজন পৌর সেবক হিসেবে মানুষের সেবা করব। তাঁদের নাগরিক সেবা দেওয়া আমার দায়িত্ব ও কর্তব্য। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব।’
পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে আরও অংশ নেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির জোসাইন জ্যাকি, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন চুয়াডাঙ্গার সভাপতি কানন আহমেদ, উথলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম জেবুসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

পৌরসভার আবর্জনা পরিষ্কারে নিজেই নামলেন পৌর মেয়র জিপু চৌধুরী

আপলোড টাইম : ১১:১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
মেয়র, জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। যিনি পৌর পিতা। পৌরসভার জনগণের নাগরিক সেবা নিশ্চিত করার প্রধান দায়িত্ব তাঁর। এ দায়িত্ব পালনে পুনরায় আবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। নিজের দায়িত্ব ভুলে না গিয়ে চুয়াডাঙ্গা শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে তিনি নিজেই নেমেছেন।
১৩ দিন ধরে চুয়াডাঙ্গা পৌরসভাসহ সারা দেশের পৌর কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে আন্দোলনে আছেন। ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি পালন করছেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা। এমতাবস্থায় চুয়াডাঙ্গা পৌরসভার ময়লা-আবর্জনা রাস্তার ধারে জমে সৃষ্টি হয়েছে ব্যাপক দুর্গন্ধ। বিষয়টি নজর এড়িয়ে যায়নি চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরীর। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে দেখা গেল, নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পৌরসভার আবর্জনা বহনকারী গাড়ি নিজেই চালিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, ভোর পর্যন্ত এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন তিনি। এ ব্যাপারে জানতে চাইলে পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী বলেন, ‘পৌরসভার জনগণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। ভোটের সময় কথা দিয়েছিলাম, একজন পৌর সেবক হিসেবে মানুষের সেবা করব। তাঁদের নাগরিক সেবা দেওয়া আমার দায়িত্ব ও কর্তব্য। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব।’
পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে আরও অংশ নেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির জোসাইন জ্যাকি, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন চুয়াডাঙ্গার সভাপতি কানন আহমেদ, উথলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম জেবুসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।