ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পূর্বের মেয়র পৌরসভাকে তলাবিহীন ঝুড়ি করে রেখে গেছেন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯
  • / ২৪৭ বার পড়া হয়েছে

মেহেরপুরে নগর সমন্বয় কমিটির সভায় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন
মেহেরপুর অফিস:
মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেছেন, ‘আমরা তলাবিহীন একটি পৌরসভার দায়িত্ব নিয়ে কাজ করছি। বিভিন্ন দিক থেকে পৌরসভাকে অচল করে রেখেছে পূর্বের মেয়র। সব দিক থেকেই মেহেরপুর পৌরসভাকে তলাবিহীন ঝুড়ি করে রেখে গেছে’। গতকাল বুধবার দুপুরে পৌর কালাচাঁদ মেমোরিয়াল মিলনায়তনের সভাকক্ষে নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর মেয়র রিটন বলেন, ‘পূর্বের মেয়র কলেজ মোড়ে ‘আল্লাহ’ লেখা একটি ম্যুরাল তৈরি করে গেছেন, সেটিতেও ২২ লাখ টাকা ঠিকাদারেরা পাবেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট অনুদান দিয়েছেন পৌরসভাকে। এগুলোর কাজ সম্পন্ন হলে মেহেরপুর পৌরসভা একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে উঠবে, আশা করছি। তবে এ ক্ষেত্রে পৌরবাসীর সহযোগিতা কামনা করছি।’ তিনি বলেন, ‘ইতিমধ্যে পৌরসভার উন্নয়নকাজ শুরু হয়েছে। বর্ষাসহ বিভিন্ন সমস্যার কারণে কাজ বাধাগ্রস্ত হচ্ছে। কয়েকটি ওয়ার্ডে ড্রেনের কাজ আগামী এক মাসের মধ্যে শেষ হবে বলে আশা করছি। বড় বাজার-কাঁচা বাজারের মধ্যে যে সমস্যাগুলো আছে, সেগুলো আমরা চিহ্নিত করেছি। ড্রেন ও রাস্তার কাজ শেষ হলে একটি সুন্দর বাজার হবে বলে আমি মনে করি। আর কাজ করতে গেলে একটু সমস্যা হবে, এটি আমাদেরকে স্বীকার করতে হবে। তবে বড় বাজার হতে টিঅ্যান্ডটি সড়ক পর্যন্ত ম্যানহোলের পাইপ বসানো হয়েছে, রাস্তার মাটিগুলো একটু বসলে কাজ শুরু হবে। সেই সঙ্গে সামনে পূজার কারণে কাজ আপাতত বন্ধ আছে। বর্তমান মেহেরপুর শহরে যেসব ড্রেনগুলো হবে, প্রত্যেকটি ড্রেন পাথরের ঢালাই হবে। শহরের পানির এ সমস্যা তো করে রেখে গেছেন, পূর্বে যাঁরা দায়িত্বে ছিলেন। বর্তমান পৌরসভায় একটি নতুন পানির ট্রিটমেন্ট প্লান্ট বসানো হয়েছে। সেটির কাজ সম্পন্ন হলে পানি সমস্যার সমাধান হয়ে যাবে।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ডা. অলক কুমার দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল আহমেদ, পৌর কাউন্সিলর আল মামুন, জাফর ইকবাল, নুরুল আশরাফ রাজিব, সোহেল রানা, সচিব তফিকুল আলম প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

পূর্বের মেয়র পৌরসভাকে তলাবিহীন ঝুড়ি করে রেখে গেছেন

আপলোড টাইম : ০৯:৫২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯

মেহেরপুরে নগর সমন্বয় কমিটির সভায় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন
মেহেরপুর অফিস:
মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেছেন, ‘আমরা তলাবিহীন একটি পৌরসভার দায়িত্ব নিয়ে কাজ করছি। বিভিন্ন দিক থেকে পৌরসভাকে অচল করে রেখেছে পূর্বের মেয়র। সব দিক থেকেই মেহেরপুর পৌরসভাকে তলাবিহীন ঝুড়ি করে রেখে গেছে’। গতকাল বুধবার দুপুরে পৌর কালাচাঁদ মেমোরিয়াল মিলনায়তনের সভাকক্ষে নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর মেয়র রিটন বলেন, ‘পূর্বের মেয়র কলেজ মোড়ে ‘আল্লাহ’ লেখা একটি ম্যুরাল তৈরি করে গেছেন, সেটিতেও ২২ লাখ টাকা ঠিকাদারেরা পাবেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট অনুদান দিয়েছেন পৌরসভাকে। এগুলোর কাজ সম্পন্ন হলে মেহেরপুর পৌরসভা একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে উঠবে, আশা করছি। তবে এ ক্ষেত্রে পৌরবাসীর সহযোগিতা কামনা করছি।’ তিনি বলেন, ‘ইতিমধ্যে পৌরসভার উন্নয়নকাজ শুরু হয়েছে। বর্ষাসহ বিভিন্ন সমস্যার কারণে কাজ বাধাগ্রস্ত হচ্ছে। কয়েকটি ওয়ার্ডে ড্রেনের কাজ আগামী এক মাসের মধ্যে শেষ হবে বলে আশা করছি। বড় বাজার-কাঁচা বাজারের মধ্যে যে সমস্যাগুলো আছে, সেগুলো আমরা চিহ্নিত করেছি। ড্রেন ও রাস্তার কাজ শেষ হলে একটি সুন্দর বাজার হবে বলে আমি মনে করি। আর কাজ করতে গেলে একটু সমস্যা হবে, এটি আমাদেরকে স্বীকার করতে হবে। তবে বড় বাজার হতে টিঅ্যান্ডটি সড়ক পর্যন্ত ম্যানহোলের পাইপ বসানো হয়েছে, রাস্তার মাটিগুলো একটু বসলে কাজ শুরু হবে। সেই সঙ্গে সামনে পূজার কারণে কাজ আপাতত বন্ধ আছে। বর্তমান মেহেরপুর শহরে যেসব ড্রেনগুলো হবে, প্রত্যেকটি ড্রেন পাথরের ঢালাই হবে। শহরের পানির এ সমস্যা তো করে রেখে গেছেন, পূর্বে যাঁরা দায়িত্বে ছিলেন। বর্তমান পৌরসভায় একটি নতুন পানির ট্রিটমেন্ট প্লান্ট বসানো হয়েছে। সেটির কাজ সম্পন্ন হলে পানি সমস্যার সমাধান হয়ে যাবে।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ডা. অলক কুমার দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল আহমেদ, পৌর কাউন্সিলর আল মামুন, জাফর ইকবাল, নুরুল আশরাফ রাজিব, সোহেল রানা, সচিব তফিকুল আলম প্রমুখ।