ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পুলিশি উপস্থিতি টের পেয়ে বর-বউয়ের পলায়ন : বিয়ে পড়ানো ইমামের ৭ দিনের জেল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭
  • / ৫৫৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় রাতের আধারে অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা মাখালডাঙ্গায় জোসনা খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রী বাল্যবিবাহের শিকার হয়েছে। পুলিশি উপস্থিতি টের পেয়ে বরসহ সবাই পালিয়েছে। এ সময় পড়ানো ইমামকে ৭ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াশীমুল বারি।
জানা গেছে, বাল্যবিবাহের শিকার স্কুলছাত্রী মাখালডাঙ্গা-দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়তো। জোসনা খাতুন শংকরচন্দ্র ইউনিয়মের মাখালডাঙ্গা গ্রামের ইদগাহ রোডের মিরাজুলের মেয়ে। জানা গেছে, চুয়াডাঙ্গা ভালাইপুর হুচুকপাড়ার আব্দুল গফুরের ছেলে রেজাউলের (২২) সাথে ওই স্কুলছাত্রীর বাল্যবিবাহ হয়। এদিকে, সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে বাড়িতে লোক শূন্য। আগে ভাগেই খবর পেয়ে ভেগেছে সবাই। পরে ইমাম মাখালডাঙ্গা গ্রামের মসজিদপাড়ার মৃত আব্দুস ছাত্তারের ছেলে মোহাম্মদ আলীকে আটক করে পুলিশ। পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৭ দিনের জেল দেন। বিভিন্ন সুত্রে জানা গেছে, মাখালডাঙ্গা গ্রামের মেম্বর নিজে উপস্থিত থেকে বিবাহ সম্পন্ন করেন। তবে বিষয়টি নিশ্চিত হতে মেম্বরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তা সম্ভব হয়নি। তবে বর-বউকে হাজির করার জন্য তাদের পরিবারের লোকজনকে বলেছে পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

পুলিশি উপস্থিতি টের পেয়ে বর-বউয়ের পলায়ন : বিয়ে পড়ানো ইমামের ৭ দিনের জেল

আপলোড টাইম : ১১:৫৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭

চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় রাতের আধারে অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা মাখালডাঙ্গায় জোসনা খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রী বাল্যবিবাহের শিকার হয়েছে। পুলিশি উপস্থিতি টের পেয়ে বরসহ সবাই পালিয়েছে। এ সময় পড়ানো ইমামকে ৭ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াশীমুল বারি।
জানা গেছে, বাল্যবিবাহের শিকার স্কুলছাত্রী মাখালডাঙ্গা-দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়তো। জোসনা খাতুন শংকরচন্দ্র ইউনিয়মের মাখালডাঙ্গা গ্রামের ইদগাহ রোডের মিরাজুলের মেয়ে। জানা গেছে, চুয়াডাঙ্গা ভালাইপুর হুচুকপাড়ার আব্দুল গফুরের ছেলে রেজাউলের (২২) সাথে ওই স্কুলছাত্রীর বাল্যবিবাহ হয়। এদিকে, সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে বাড়িতে লোক শূন্য। আগে ভাগেই খবর পেয়ে ভেগেছে সবাই। পরে ইমাম মাখালডাঙ্গা গ্রামের মসজিদপাড়ার মৃত আব্দুস ছাত্তারের ছেলে মোহাম্মদ আলীকে আটক করে পুলিশ। পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৭ দিনের জেল দেন। বিভিন্ন সুত্রে জানা গেছে, মাখালডাঙ্গা গ্রামের মেম্বর নিজে উপস্থিত থেকে বিবাহ সম্পন্ন করেন। তবে বিষয়টি নিশ্চিত হতে মেম্বরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তা সম্ভব হয়নি। তবে বর-বউকে হাজির করার জন্য তাদের পরিবারের লোকজনকে বলেছে পুলিশ।