ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পুরো রাষ্ট্র ও সমাজকে দুর্নীতি গ্রাস করেছে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯
  • / ২৩৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় গণজাগরণ দিবস উপলক্ষে জাসদের মানববন্ধন
গণজাগরণ দিবস উপলক্ষে মানববন্ধন করেছে বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুল আলম, জীবননগর উপজেলার সভাপতি আব্দুর রশিদ, চুয়াডাঙ্গা সদর উপজেলার সভাপতি হামিদুল হক মুক্তি, আলমডাঙ্গা উপজেলার সাধারণ সম্পাদক মাহাবুল হক, জীবননগর উপজেলার সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ডিটু, সদর উপজেলার সাধারণ সম্পাদক আশরাফুল আলম, রাসেল হোসেন, আফনান হোসেন, মফিদুল ইসলাম ডাবলু, আতিয়ার রহমান তেলা, মিলন মল্লিক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে বিভিন্ন ক্ষেত্রে চরম অরাজকতা চলছে। দুর্নীতি আজ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। পুরো রাষ্ট্র ও সমাজকে দুর্নীতি গ্রাস করেছে। সরকারের বিভিন্ন স্তরে এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির সঙ্গে সখ্যতা গড়ে তুলেছেন। সরকারি সম্পদ আত্মসাৎ, ব্যাংকের টাকা লুটপাট, শেয়ারবাজারে কারসাজি করে মানুষকে সর্বস্বান্ত করা, উন্নয়ন কর্মকা-ে অস্বচ্ছতা, সম্পদ পাচার, দলবাজি ও দখলবাজিতে জনজীবন অতিষ্ঠ। প্রশাসনে কোনো জবাবদিহিতা নেই, পুলিশ প্রশাসনে দলবাজি, চাকরিতে নিয়োগ-বাণিজ্য, নিয়োগ-পদোন্নতি-বদলিতে দুর্নীতি-দলবাজি-অনিয়ম, ব্যবসা ক্ষেত্রে দলীয় সিন্ডিকেট, থানায় মামলা দাখিলে রাজনৈতিক প্রভাব, আইনের শাসনে ঘাটতি, বিচার বহির্ভূত হত্যাকা-, সড়কে মৃত্যুর মিছিল, কোরবানির চামড়ার দামে নজিরবিহীন ধস, কৃষককে ধানের দাম থেকে বঞ্চিত করা, ডেঙ্গু আতঙ্ক, মশক নিধনে মেয়রদের দায়িত্বহীন কার্যকলাপ প্রভৃতির ফলে কায়েমি স্বার্থওয়ালা ছাড়া সবাই আজ অসহায় বোধ করছে। এমন অবাঞ্ছিত পরিস্থিতির অভিজ্ঞতা সত্ত্বেও দেশের মানুষ দলীয় বিবেচনায় বিভক্ত হয়ে পড়ে এবং গোষ্ঠী বিশেষের কাছে জিম্মি হয়ে পড়ে। জনগণের স্বার্থে এ অচল রাজনীতির ফাঁদ থেকে দেশের রাজনীতিকে মুক্ত করতে হবে। গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণœ করার সব চক্রান্ত ছিন্ন করে গণমানুষের জীবনযাত্রার নিরাপত্তা নিশ্চিতকরণ, সব প্রকার অবিচার ও বৈষম্যের অবসানকল্পে একটি জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। (প্রেস বিজ্ঞপ্তি)

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

পুরো রাষ্ট্র ও সমাজকে দুর্নীতি গ্রাস করেছে

আপলোড টাইম : ১০:০০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯

চুয়াডাঙ্গায় গণজাগরণ দিবস উপলক্ষে জাসদের মানববন্ধন
গণজাগরণ দিবস উপলক্ষে মানববন্ধন করেছে বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুল আলম, জীবননগর উপজেলার সভাপতি আব্দুর রশিদ, চুয়াডাঙ্গা সদর উপজেলার সভাপতি হামিদুল হক মুক্তি, আলমডাঙ্গা উপজেলার সাধারণ সম্পাদক মাহাবুল হক, জীবননগর উপজেলার সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ডিটু, সদর উপজেলার সাধারণ সম্পাদক আশরাফুল আলম, রাসেল হোসেন, আফনান হোসেন, মফিদুল ইসলাম ডাবলু, আতিয়ার রহমান তেলা, মিলন মল্লিক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে বিভিন্ন ক্ষেত্রে চরম অরাজকতা চলছে। দুর্নীতি আজ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। পুরো রাষ্ট্র ও সমাজকে দুর্নীতি গ্রাস করেছে। সরকারের বিভিন্ন স্তরে এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির সঙ্গে সখ্যতা গড়ে তুলেছেন। সরকারি সম্পদ আত্মসাৎ, ব্যাংকের টাকা লুটপাট, শেয়ারবাজারে কারসাজি করে মানুষকে সর্বস্বান্ত করা, উন্নয়ন কর্মকা-ে অস্বচ্ছতা, সম্পদ পাচার, দলবাজি ও দখলবাজিতে জনজীবন অতিষ্ঠ। প্রশাসনে কোনো জবাবদিহিতা নেই, পুলিশ প্রশাসনে দলবাজি, চাকরিতে নিয়োগ-বাণিজ্য, নিয়োগ-পদোন্নতি-বদলিতে দুর্নীতি-দলবাজি-অনিয়ম, ব্যবসা ক্ষেত্রে দলীয় সিন্ডিকেট, থানায় মামলা দাখিলে রাজনৈতিক প্রভাব, আইনের শাসনে ঘাটতি, বিচার বহির্ভূত হত্যাকা-, সড়কে মৃত্যুর মিছিল, কোরবানির চামড়ার দামে নজিরবিহীন ধস, কৃষককে ধানের দাম থেকে বঞ্চিত করা, ডেঙ্গু আতঙ্ক, মশক নিধনে মেয়রদের দায়িত্বহীন কার্যকলাপ প্রভৃতির ফলে কায়েমি স্বার্থওয়ালা ছাড়া সবাই আজ অসহায় বোধ করছে। এমন অবাঞ্ছিত পরিস্থিতির অভিজ্ঞতা সত্ত্বেও দেশের মানুষ দলীয় বিবেচনায় বিভক্ত হয়ে পড়ে এবং গোষ্ঠী বিশেষের কাছে জিম্মি হয়ে পড়ে। জনগণের স্বার্থে এ অচল রাজনীতির ফাঁদ থেকে দেশের রাজনীতিকে মুক্ত করতে হবে। গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণœ করার সব চক্রান্ত ছিন্ন করে গণমানুষের জীবনযাত্রার নিরাপত্তা নিশ্চিতকরণ, সব প্রকার অবিচার ও বৈষম্যের অবসানকল্পে একটি জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। (প্রেস বিজ্ঞপ্তি)