ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পাষাণ-এ ওম কিলার, মিম সাংবাদিক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮
  • / ১১৬৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: সৈকত নাসির পরিচালিত তৃতীয় সিনেমা ‘পাষাণ’। ইতিমধ্যে সিনেমাটি সেন্সরে রয়েছে। তবে নতুন খবর হচ্ছে, গত রোববার সকাল ১১ টায় এই ছবিটির ফার্স্ট লুক জাজের পেজে প্রকাশ পেয়েছে। যেখানে ওমকে পিস্তল হাতে কিলার হিসেবে দেখা গেছে। আর মীম রয়েছেন সাংবাদিক চরিত্রে। ‘পাষাণ’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন মডেল ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও ওপার বাংলার চিত্রনায়ক ওম। এছাড়া বিপাশা কবিরকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এই ছবিটি দিয়ে প্রায় দেড় বছর পর ‘দেশা দ্যা লিডার খ্যাত’ নির্মাতা সৈকত নাসির বড় পর্দাতে হাজির হলেন। ২০১৬ সালের শেষের দিকে রাজধানীর উত্তরায় সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর মংলা সমুদ্রবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে এর শুটিং হয়। সিনেমার সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ, শওকত আলী ও ইমন বেলাল খান। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় মিশা সওদাগর, শিমুল খানসহ আরও অনেকে অভিনয় করেছেন। এর আগে ‘দেশা দ্য লিডার’ ও ‘হিরো ৪২০’ সিনেমা দুটি পরিচালনা করেন নাসির। এর মধ্যে ‘দেশা দ্যা লিডার’ চারটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

পাষাণ-এ ওম কিলার, মিম সাংবাদিক

আপলোড টাইম : ১১:০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮

বিনোদন ডেস্ক: সৈকত নাসির পরিচালিত তৃতীয় সিনেমা ‘পাষাণ’। ইতিমধ্যে সিনেমাটি সেন্সরে রয়েছে। তবে নতুন খবর হচ্ছে, গত রোববার সকাল ১১ টায় এই ছবিটির ফার্স্ট লুক জাজের পেজে প্রকাশ পেয়েছে। যেখানে ওমকে পিস্তল হাতে কিলার হিসেবে দেখা গেছে। আর মীম রয়েছেন সাংবাদিক চরিত্রে। ‘পাষাণ’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন মডেল ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও ওপার বাংলার চিত্রনায়ক ওম। এছাড়া বিপাশা কবিরকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এই ছবিটি দিয়ে প্রায় দেড় বছর পর ‘দেশা দ্যা লিডার খ্যাত’ নির্মাতা সৈকত নাসির বড় পর্দাতে হাজির হলেন। ২০১৬ সালের শেষের দিকে রাজধানীর উত্তরায় সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর মংলা সমুদ্রবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে এর শুটিং হয়। সিনেমার সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ, শওকত আলী ও ইমন বেলাল খান। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় মিশা সওদাগর, শিমুল খানসহ আরও অনেকে অভিনয় করেছেন। এর আগে ‘দেশা দ্য লিডার’ ও ‘হিরো ৪২০’ সিনেমা দুটি পরিচালনা করেন নাসির। এর মধ্যে ‘দেশা দ্যা লিডার’ চারটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।