ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পালানোর সময় পোড়াদহের কবির আটক : ২৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:১৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮
  • / ৫১৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান : প্রাইভেটকারের গতিরোধ
সোহেল রানা ডালিম: দর্শনার জয়নগর সীমান্ত হতে ফেনসিডিল নিয়ে কুষ্টিয়ায় ফেরার পথে ২৮৮ বোতল ফেনসিডিলসহ চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা’র (ডিবি) হাতে আটক হয়েছে কুষ্টিয়ার পোড়াদহ কাটদহের চিহ্নিত মাদকব্যবসায়ী কবির আহম্মেদ (৩৮)। সে কাটদহের মৃত মনির উদ্দিন আহম্মেদের ছেলে। এ সময় ফেনসিডিল বহন করা তার ব্যবহৃত প্রাইভেটকারটিও (ঢাকা মেট্রো-খ-১২-২৫৭২) জব্দ করা হয়। ডিবি জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিম ও এসআই নেওয়াজ সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের হাটকালুগঞ্জে রাফিদ পোল্ট্রি ফিড ফ্যাক্টরির সামনে একটি প্রাইভেটকারের গতিরোধ করে। এ সময় প্রাইভেটকার ফেলে পালানোর সময় কুষ্টিয়া জেলার মিরপুর থানার পোড়াদহ কাটদহের চিহ্নিত মাদকব্যবসায়ী কবির আহম্মেদকে আটক করা হয়। পরে তার গাড়ী তল্লাশী করে একটি লাল ব্যাগ ও একটি স্কুলব্যাগ ভর্তি ২৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যা দর্শনা জয়নগর সীমান্ত হতে কুষ্টিয়ায় নেয়া হচ্ছিল বলে জানানো হয়। আটক কবিরকে তার ব্যবহৃত গাড়ীসহ চুয়াডাঙ্গা ডিবি কার্যালয়ে আনা হয় এবং রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। বছর খানেক আগেও আরেকটি মাদকের চালানসহ দর্শনা তদন্ত কেন্দ্র পুলিশের হাতে আটক হয়েছিল সে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

পালানোর সময় পোড়াদহের কবির আটক : ২৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার

আপলোড টাইম : ১২:১৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮

চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান : প্রাইভেটকারের গতিরোধ
সোহেল রানা ডালিম: দর্শনার জয়নগর সীমান্ত হতে ফেনসিডিল নিয়ে কুষ্টিয়ায় ফেরার পথে ২৮৮ বোতল ফেনসিডিলসহ চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা’র (ডিবি) হাতে আটক হয়েছে কুষ্টিয়ার পোড়াদহ কাটদহের চিহ্নিত মাদকব্যবসায়ী কবির আহম্মেদ (৩৮)। সে কাটদহের মৃত মনির উদ্দিন আহম্মেদের ছেলে। এ সময় ফেনসিডিল বহন করা তার ব্যবহৃত প্রাইভেটকারটিও (ঢাকা মেট্রো-খ-১২-২৫৭২) জব্দ করা হয়। ডিবি জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিম ও এসআই নেওয়াজ সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের হাটকালুগঞ্জে রাফিদ পোল্ট্রি ফিড ফ্যাক্টরির সামনে একটি প্রাইভেটকারের গতিরোধ করে। এ সময় প্রাইভেটকার ফেলে পালানোর সময় কুষ্টিয়া জেলার মিরপুর থানার পোড়াদহ কাটদহের চিহ্নিত মাদকব্যবসায়ী কবির আহম্মেদকে আটক করা হয়। পরে তার গাড়ী তল্লাশী করে একটি লাল ব্যাগ ও একটি স্কুলব্যাগ ভর্তি ২৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যা দর্শনা জয়নগর সীমান্ত হতে কুষ্টিয়ায় নেয়া হচ্ছিল বলে জানানো হয়। আটক কবিরকে তার ব্যবহৃত গাড়ীসহ চুয়াডাঙ্গা ডিবি কার্যালয়ে আনা হয় এবং রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। বছর খানেক আগেও আরেকটি মাদকের চালানসহ দর্শনা তদন্ত কেন্দ্র পুলিশের হাতে আটক হয়েছিল সে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।