ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পাপ থেকে দূরে থাকা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮
  • / ৪১৪ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক: অনেক ইসলামি বিজ্ঞজন বলেন, মানুষের জন্য সবচেয়ে বড় আমল হলো পাপ থেকে দূরে থাকা। পাপ থেকে দূরে থাকতে পারাটা এক অসাধারণ সাফল্য। আমরা জানি, পাপের বড় কারণ হলো অজ্ঞতা। তাই অজ্ঞতা দূর করার জন্য জ্ঞান অর্জন জরুরি। গোনাহের নানা ধরন, পথ ও পদ্ধতি রয়েছে। ব্যক্তিগত পাপের চেয়ে সামাজিক, রাষ্ট্রীয় ও পারিবারিক পর্যায়ের পাপ বেশি মারাত্মক। সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে পাপ ও কুপ্রথা চালু করা হলে তার প্রভাব হয় অনেক সুদূরপ্রসারী। কোনো কোনো পাপ এমন, যার প্রভাব হাজার হাজার বছর ধরে অব্যাহত থাকে। যেমন ধর্মীয়, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে যোগ্য নেতা নির্বাচন করতে ব্যর্থ হলে জনগণকে সেই পাপের দায় ও কুফল বহন করতে হয় যুগ যুগ ধরে কিংবা শত শত ও এমনকি হাজার হাজার বছর ধরে। তাই যোগ্য নেতা ও সৎ আর ধার্মিক বন্ধু নির্বাচন পাপ থেকে মুক্ত থাকার ও আত্ম-উন্নয়নের এক মোক্ষম উপায়। বলা হয় সৎ-সঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। শয়তান সরলমনা মানুষকে অনেক সময় কুমন্ত্রণা দেয় এই বলে যে, সমাজের সঙ্গে কিছুটা হলেও তো তাল মিলিয়ে চলতে হবে! অত বেশি ভালো মানুষ হতে গেলে তো এ যুগে টিকে থাকা সম্ভব নয়! তাই এক-আধটু মিথ্যাচার, স্বার্থপরতা ও সুবিধাবাদের আশ্রয় নেয়া তেমন দোষের কিছু নয়, পরে তওবা করে নিলেই হবে! এমন ধারণা পাপ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

পাপ থেকে দূরে থাকা

আপলোড টাইম : ১০:৩৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮

ধর্ম ডেস্ক: অনেক ইসলামি বিজ্ঞজন বলেন, মানুষের জন্য সবচেয়ে বড় আমল হলো পাপ থেকে দূরে থাকা। পাপ থেকে দূরে থাকতে পারাটা এক অসাধারণ সাফল্য। আমরা জানি, পাপের বড় কারণ হলো অজ্ঞতা। তাই অজ্ঞতা দূর করার জন্য জ্ঞান অর্জন জরুরি। গোনাহের নানা ধরন, পথ ও পদ্ধতি রয়েছে। ব্যক্তিগত পাপের চেয়ে সামাজিক, রাষ্ট্রীয় ও পারিবারিক পর্যায়ের পাপ বেশি মারাত্মক। সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে পাপ ও কুপ্রথা চালু করা হলে তার প্রভাব হয় অনেক সুদূরপ্রসারী। কোনো কোনো পাপ এমন, যার প্রভাব হাজার হাজার বছর ধরে অব্যাহত থাকে। যেমন ধর্মীয়, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে যোগ্য নেতা নির্বাচন করতে ব্যর্থ হলে জনগণকে সেই পাপের দায় ও কুফল বহন করতে হয় যুগ যুগ ধরে কিংবা শত শত ও এমনকি হাজার হাজার বছর ধরে। তাই যোগ্য নেতা ও সৎ আর ধার্মিক বন্ধু নির্বাচন পাপ থেকে মুক্ত থাকার ও আত্ম-উন্নয়নের এক মোক্ষম উপায়। বলা হয় সৎ-সঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। শয়তান সরলমনা মানুষকে অনেক সময় কুমন্ত্রণা দেয় এই বলে যে, সমাজের সঙ্গে কিছুটা হলেও তো তাল মিলিয়ে চলতে হবে! অত বেশি ভালো মানুষ হতে গেলে তো এ যুগে টিকে থাকা সম্ভব নয়! তাই এক-আধটু মিথ্যাচার, স্বার্থপরতা ও সুবিধাবাদের আশ্রয় নেয়া তেমন দোষের কিছু নয়, পরে তওবা করে নিলেই হবে! এমন ধারণা পাপ।