ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পানি দূষণ ও অপচয় রোধে সবাইকে সচেতন হতে হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯
  • / ৩১৩ বার পড়া হয়েছে

মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব পানি দিবস পালিত : চুয়াডাঙ্গায় ডিসি গোপাল চন্দ্র দাস
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে পালিত হলো বিশ্ব পানি দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাপী ২২ মার্চ এই দিবস পালিত হলেও এবার ওইদিন শুক্রবার হওয়ায় তা ১১ এপ্রিল পালনের সিদ্ধান্ত হয়। এ বছর জাতিসংঘ ঘোষিত বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য হল- লিভিং নো ওয়ান বিহাইন্ড।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি কোর্ট চত্বর হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, চুয়াডাঙ্গার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির প্রতিপাদ্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
প্রধান অতিথি জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, পানির অপচয় রোধ এবং নদীতে কলকারাখানার বর্জ্য ফেলা যাবে না। উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে পানি দূষণ ও অপচয় রোধ করতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভিন ও চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী। এছাড়া আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন স্তরের সরকারি, বেসরকারিসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা-কর্মচারীরা।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলমডাঙ্গা পৌরসভার সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, পানি উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গার শাখা কর্মকর্তা প্রকৌশলী আলামিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি, সমবায় কর্মকর্তা মৃণাল কান্তা মল্লিক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, আমিনুল ইসলাম রোকন, মাসুদ পারভেজ, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক, আলইকরা ক্যাডেট একাডেমির অধ্যক্ষ এনামুল হক, সরকারি স্কুলের সিনিয়র শিক্ষক গৌতম কুমার পাল, পলেটেকনিক কলেজের অধ্যক্ষ মামুনুর রহমান, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজা, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক অমিত কুমার দত্ত, এরশাদপুর একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মীর কানজুল আরেফিন, প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, খাইরুল ইসলাম, সোহাগুজ্জামান প্রমুখ।
জীবননগর:


“সবার জন্য নিরাপদ পানি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পানি দিবস উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাজিব হোসেন রাজিব প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।
মেহেরপুর:
“সবার জন্য নিরাপদ পানি” এই প্রতিপাদ্যে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পানি দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ব পানি দিবস উপলক্ষে একটি র‌্যালি বের হয়। জেলা প্রশাসক আতাউল গনির নেতৃত্বে র‌্যালিতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ্বস্ব) তৌফিকুর রহমান, সহকারী কমিশনার রফিকুল হাসান, আরিফা সুলতানা, মাহামুদুল হাসান, জেসমিন আক্তার, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, সদর থানার ওসি (তদন্ত) জিল্লুর রহমান, মেহেরপুর জেলা ব্র্যাক প্রতিনিধি মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ্বস্ব) তৌফিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় পরিচালক সুধীর কুমার ভট্রাচার্য, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমুখ।
ঝিনাইদহ:
‘পানি সবার অধিকার, বাদ রবে না কেউ আর’- এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান, পরিবেশবিদ মাসুদ আহম্মেদ সঞ্জু। বক্তারা সমাজের সবার জন্য পানির প্রাপ্যতা নিশ্চিত করার দাবি জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

পানি দূষণ ও অপচয় রোধে সবাইকে সচেতন হতে হবে

আপলোড টাইম : ১০:২০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯

মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব পানি দিবস পালিত : চুয়াডাঙ্গায় ডিসি গোপাল চন্দ্র দাস
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে পালিত হলো বিশ্ব পানি দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাপী ২২ মার্চ এই দিবস পালিত হলেও এবার ওইদিন শুক্রবার হওয়ায় তা ১১ এপ্রিল পালনের সিদ্ধান্ত হয়। এ বছর জাতিসংঘ ঘোষিত বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য হল- লিভিং নো ওয়ান বিহাইন্ড।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি কোর্ট চত্বর হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, চুয়াডাঙ্গার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির প্রতিপাদ্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
প্রধান অতিথি জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, পানির অপচয় রোধ এবং নদীতে কলকারাখানার বর্জ্য ফেলা যাবে না। উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে পানি দূষণ ও অপচয় রোধ করতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভিন ও চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী। এছাড়া আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন স্তরের সরকারি, বেসরকারিসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা-কর্মচারীরা।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলমডাঙ্গা পৌরসভার সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, পানি উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গার শাখা কর্মকর্তা প্রকৌশলী আলামিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি, সমবায় কর্মকর্তা মৃণাল কান্তা মল্লিক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, আমিনুল ইসলাম রোকন, মাসুদ পারভেজ, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক, আলইকরা ক্যাডেট একাডেমির অধ্যক্ষ এনামুল হক, সরকারি স্কুলের সিনিয়র শিক্ষক গৌতম কুমার পাল, পলেটেকনিক কলেজের অধ্যক্ষ মামুনুর রহমান, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজা, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক অমিত কুমার দত্ত, এরশাদপুর একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মীর কানজুল আরেফিন, প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, খাইরুল ইসলাম, সোহাগুজ্জামান প্রমুখ।
জীবননগর:


“সবার জন্য নিরাপদ পানি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পানি দিবস উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাজিব হোসেন রাজিব প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।
মেহেরপুর:
“সবার জন্য নিরাপদ পানি” এই প্রতিপাদ্যে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পানি দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ব পানি দিবস উপলক্ষে একটি র‌্যালি বের হয়। জেলা প্রশাসক আতাউল গনির নেতৃত্বে র‌্যালিতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ্বস্ব) তৌফিকুর রহমান, সহকারী কমিশনার রফিকুল হাসান, আরিফা সুলতানা, মাহামুদুল হাসান, জেসমিন আক্তার, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, সদর থানার ওসি (তদন্ত) জিল্লুর রহমান, মেহেরপুর জেলা ব্র্যাক প্রতিনিধি মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ্বস্ব) তৌফিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় পরিচালক সুধীর কুমার ভট্রাচার্য, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমুখ।
ঝিনাইদহ:
‘পানি সবার অধিকার, বাদ রবে না কেউ আর’- এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান, পরিবেশবিদ মাসুদ আহম্মেদ সঞ্জু। বক্তারা সমাজের সবার জন্য পানির প্রাপ্যতা নিশ্চিত করার দাবি জানান।