ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পাখিভ্যান ছিনতাই করে পালানোর সময় আটক-২

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯
  • / ৩৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় কৌশলে পাখিভ্যান ছিনতাই করে পালানোর সময় স্থানীয়দের সহযোগীতায় দুই ছিনতাইকারীকে আটক করেছে বেগমপুর ফাঁড়ি পুলিশ। গতকাল শনিবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শৈলমারী গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে গতকাল দুপুরের পর গ্রেফতারকৃতদের চুয়াডাঙ্গা সদর থনা হেফাজতে সোপর্দ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিলো। আটক দুই ছিনতাইকারী হল- বেগমপুরের শামীম (২১) ও হুসাইন (১৮)।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দর্শনা বাজার থেকে মদনা গ্রমের সাইফুলের পাখিভ্যান ভাড়া করে ওই দুই ছিনতাইকারী। এসময় ছিনতাইকারীরা শৈলমারী থেকে পেয়ারা নিয়ে দর্শনা হল্ট স্টেশনে আনার কথা বলে চালককে। পাখিভ্যান চালক তাদের কথায় রাজি হয়ে শৈলমারীর দিকে যাত্রা শুরু করে। শৈলমারী গ্রামের ঢোকার আগে ফাঁকাস্থানে ওই চালককে ফেলে দিয়ে ভ্যান নিয়ে পালিয়ে যেতে চাই ছিনতাইকারীরা। পরে পাখিভ্যান চালক চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা ধাওয়া করে ওই ছিনতাইকারীদের। এদিকে পাখিভ্যান ছিনতাইয়ের খবর পেয়ে বেগমপুর ফাঁড়ি পুলিশ এসআই বিএম আফজাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলের দিকে আসতে থাকে। পথিমধ্যে স্থানীয়দের সহায়তায় দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে বেগমপুর ফাঁড়ি পুলিশের কাছে কৌশলে ছিনতাইয়ের ঘটনা স্বীকারও করে আটক দুই ছিনতাইকারী। পরে দুপুরের পর বেগমপুর ফাঁড়ি পুলিশ ওই দুই ছিনতাইকারীকে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

পাখিভ্যান ছিনতাই করে পালানোর সময় আটক-২

আপলোড টাইম : ১০:৪৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় কৌশলে পাখিভ্যান ছিনতাই করে পালানোর সময় স্থানীয়দের সহযোগীতায় দুই ছিনতাইকারীকে আটক করেছে বেগমপুর ফাঁড়ি পুলিশ। গতকাল শনিবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শৈলমারী গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে গতকাল দুপুরের পর গ্রেফতারকৃতদের চুয়াডাঙ্গা সদর থনা হেফাজতে সোপর্দ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিলো। আটক দুই ছিনতাইকারী হল- বেগমপুরের শামীম (২১) ও হুসাইন (১৮)।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দর্শনা বাজার থেকে মদনা গ্রমের সাইফুলের পাখিভ্যান ভাড়া করে ওই দুই ছিনতাইকারী। এসময় ছিনতাইকারীরা শৈলমারী থেকে পেয়ারা নিয়ে দর্শনা হল্ট স্টেশনে আনার কথা বলে চালককে। পাখিভ্যান চালক তাদের কথায় রাজি হয়ে শৈলমারীর দিকে যাত্রা শুরু করে। শৈলমারী গ্রামের ঢোকার আগে ফাঁকাস্থানে ওই চালককে ফেলে দিয়ে ভ্যান নিয়ে পালিয়ে যেতে চাই ছিনতাইকারীরা। পরে পাখিভ্যান চালক চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা ধাওয়া করে ওই ছিনতাইকারীদের। এদিকে পাখিভ্যান ছিনতাইয়ের খবর পেয়ে বেগমপুর ফাঁড়ি পুলিশ এসআই বিএম আফজাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলের দিকে আসতে থাকে। পথিমধ্যে স্থানীয়দের সহায়তায় দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে বেগমপুর ফাঁড়ি পুলিশের কাছে কৌশলে ছিনতাইয়ের ঘটনা স্বীকারও করে আটক দুই ছিনতাইকারী। পরে দুপুরের পর বেগমপুর ফাঁড়ি পুলিশ ওই দুই ছিনতাইকারীকে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ।