ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পাকিস্তানে খেলার প্রস্তাব ফিরিয়ে দিল নিউজিল্যান্ড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮
  • / ৩৩০ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: চলতি বছর শেষ দিকে পাকিস্তানে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। নিরাপত্তার কারণ দেখিয়ে তারা এই প্রস্তাব গ্রহণ করেননি। নিউজিল্যান্ড দল এ বছরই সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আগামী অক্টোবর-নভেম্বরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডেসহ বেশ কিয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে হবে এই পূর্ণাঙ্গ সিরিজ। তবে এখনও এই সিরিজের সূচি চূড়ান্ত হয়নি। এর মধ্যে টি-টোয়েন্টি সিরিজটি পাকিস্তানের মাটিতে খেলতে নিউজিল্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছিল পিসিবি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, দিনশেষে আমরা সেভাবেই কাজ করব যেভাবে আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে। আমরা জানি পিসিবি এতে নাখোশ হবে। কারণ দেশের মাটিতে ক্রিকেট ফেরাতে নিউজিল্যান্ডের সে দেশ সফর করাটা হতো বিরাট এক অর্জন। তাই তাদের অসন্তুষ্ট হওয়াটা স্বাভাবিক। তবে আশা করি যে সিদ্ধান্ত আমরা নিয়েছি তা তারা গ্রহণ করবে। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন বন্ধ ছিল। তারা হোম ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে ব্যবহার করে আসছে। এর মধ্যে ২০১৫ সালের মে মাসে জিম্বাবুয়ে দল পাকিস্তান সফর করে। এরপর থেকে সীমিত পরিসরে কিছু ম্যাচ নিজেদের মাটিতে আয়োজন করতে সক্ষম হয়েছে পাকিস্তান। যার মধ্যে বিশ্ব একাদশের হয়ে প্রায় সব দেশের ক্রিকেটাররাই সেকানে তিন ম্যাচ সিরিজ খেলেছেন। এরপর চলতি বছর এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। লাহোর ও করাচিতে আয়োজন করা হয়েছে পাকিস্তান ক্রিকেট লিগ ম্যাচেরও। নিউজিল্যান্ড দল সবশেষ পাকিস্তান সফর করেছে ২০০৩ সালে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

পাকিস্তানে খেলার প্রস্তাব ফিরিয়ে দিল নিউজিল্যান্ড

আপলোড টাইম : ০৯:০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮

খেলাধুলা ডেস্ক: চলতি বছর শেষ দিকে পাকিস্তানে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। নিরাপত্তার কারণ দেখিয়ে তারা এই প্রস্তাব গ্রহণ করেননি। নিউজিল্যান্ড দল এ বছরই সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আগামী অক্টোবর-নভেম্বরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডেসহ বেশ কিয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে হবে এই পূর্ণাঙ্গ সিরিজ। তবে এখনও এই সিরিজের সূচি চূড়ান্ত হয়নি। এর মধ্যে টি-টোয়েন্টি সিরিজটি পাকিস্তানের মাটিতে খেলতে নিউজিল্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছিল পিসিবি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, দিনশেষে আমরা সেভাবেই কাজ করব যেভাবে আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে। আমরা জানি পিসিবি এতে নাখোশ হবে। কারণ দেশের মাটিতে ক্রিকেট ফেরাতে নিউজিল্যান্ডের সে দেশ সফর করাটা হতো বিরাট এক অর্জন। তাই তাদের অসন্তুষ্ট হওয়াটা স্বাভাবিক। তবে আশা করি যে সিদ্ধান্ত আমরা নিয়েছি তা তারা গ্রহণ করবে। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন বন্ধ ছিল। তারা হোম ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে ব্যবহার করে আসছে। এর মধ্যে ২০১৫ সালের মে মাসে জিম্বাবুয়ে দল পাকিস্তান সফর করে। এরপর থেকে সীমিত পরিসরে কিছু ম্যাচ নিজেদের মাটিতে আয়োজন করতে সক্ষম হয়েছে পাকিস্তান। যার মধ্যে বিশ্ব একাদশের হয়ে প্রায় সব দেশের ক্রিকেটাররাই সেকানে তিন ম্যাচ সিরিজ খেলেছেন। এরপর চলতি বছর এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। লাহোর ও করাচিতে আয়োজন করা হয়েছে পাকিস্তান ক্রিকেট লিগ ম্যাচেরও। নিউজিল্যান্ড দল সবশেষ পাকিস্তান সফর করেছে ২০০৩ সালে।