ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পরাজয়ের হ্যাটট্রিকের পর প্রথম জয়ের হাসি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
  • / ১০৬ বার পড়া হয়েছে

খেলাধুলা প্রতিবেদন:
পরাজয়েরও আবার হ্যাটট্রিক। তাতে কেমন দেখাবে টিমের সদস্যদের মুখ? এ প্রশ্নের উত্তর পাওয়া যাবে বেক্সিমকো ঢাকাকে দেখলেই। তবে বিষণ্ন মুখ তা চিরজীবন থাকে না। হাসির পর যেমন কান্না, তেমনি দফায় দফায় পরাজয়ের গ্লানির পর জয়ের দেখা আসেই। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে টানা তিন ম্যাচ পরাজয়ের গ্লানি বহন করতে হয়েছে ঢাকাকে। অবশেষে বুধবার ৭ বল বাকি থাকতে ৭ উইকেটের কষ্টের জয় ঘরে উঠলো। ফরচুন বরিশালের মাত্র ১০৮ রান তাড়া করতে নেমেছিল মুশফিকুর রহিমের দল। বোলারদের অ্যাকশন মুড ছিল দর্শনীয়। প্রশংসা করতেই হয়। তবে ম্যাচটা হয়ে উঠেছিল বেশ কঠিন। বরিশালের বোলাররা আহামরি বলও করেননি। আসলে টি-টোয়েন্টি ব্যাটিংয়ের মেজাজটাই ধরা রাখা যাচ্ছে না। এমনকি শেষ ২০ বলেও দরকার ছিল ২৭ রান। উদ্ধারকর্তা হয়ে দাঁড়ান মুশফিকুর রহিম ও ইয়াসির আলী। ঢাকার ইনিংসের শুরুটাই ছিল শম্বুকগতির। তবে শেষ অবধি জয় তুলে নেয়ার ক্ষেত্রে সফল হয়েছে তারা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

পরাজয়ের হ্যাটট্রিকের পর প্রথম জয়ের হাসি

আপলোড টাইম : ১০:১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০

খেলাধুলা প্রতিবেদন:
পরাজয়েরও আবার হ্যাটট্রিক। তাতে কেমন দেখাবে টিমের সদস্যদের মুখ? এ প্রশ্নের উত্তর পাওয়া যাবে বেক্সিমকো ঢাকাকে দেখলেই। তবে বিষণ্ন মুখ তা চিরজীবন থাকে না। হাসির পর যেমন কান্না, তেমনি দফায় দফায় পরাজয়ের গ্লানির পর জয়ের দেখা আসেই। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে টানা তিন ম্যাচ পরাজয়ের গ্লানি বহন করতে হয়েছে ঢাকাকে। অবশেষে বুধবার ৭ বল বাকি থাকতে ৭ উইকেটের কষ্টের জয় ঘরে উঠলো। ফরচুন বরিশালের মাত্র ১০৮ রান তাড়া করতে নেমেছিল মুশফিকুর রহিমের দল। বোলারদের অ্যাকশন মুড ছিল দর্শনীয়। প্রশংসা করতেই হয়। তবে ম্যাচটা হয়ে উঠেছিল বেশ কঠিন। বরিশালের বোলাররা আহামরি বলও করেননি। আসলে টি-টোয়েন্টি ব্যাটিংয়ের মেজাজটাই ধরা রাখা যাচ্ছে না। এমনকি শেষ ২০ বলেও দরকার ছিল ২৭ রান। উদ্ধারকর্তা হয়ে দাঁড়ান মুশফিকুর রহিম ও ইয়াসির আলী। ঢাকার ইনিংসের শুরুটাই ছিল শম্বুকগতির। তবে শেষ অবধি জয় তুলে নেয়ার ক্ষেত্রে সফল হয়েছে তারা।