ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পদ পেলেই নেতা হওয়া যায় না, শ্রম দেওয়াই হলো প্রকৃত নেতার পরিচয়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯
  • / ১৯০ বার পড়া হয়েছে

মুজিবনগরে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় যুবলীগের আহ্বায়ক রিটন
মুজিবনগর অফিস:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা যুবলীগের উদ্যোগে বাগোয়ান, মোনাখালী, মহাজনপুর ইউনিয়নসহ সব ওয়ার্ড যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদুর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক ও মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান অপু, জেলা পরিষদের সদস্য আজীমুল বারী মুকুল, বাগোয়ান ইউপি যুবলীগের সভাপতি আজিজুর রহমান মোংলা, সাধারণ সম্পাদক বাবুল মল্লিক, মোনাখালী ইউপি যুবলীগের সভাপতি এম এ খালেক, সাধারণ সম্পাদক শান্তিরাজ, মহাজনপুর ইউপি যুবলীগের সভাপতি মফিজুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মিঠু প্রমুখ।
এ সময় মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সুমাইয়া খাতুন, মুজিবনগর উপজেলা যুবলীগের নেতা হাসানুজ্জামান লাল্টুসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথম অধিবেশন শেষে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান সব ইউনিয়ন ও ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটির নেতা-কর্মীদের পরিচিতি পর্ব শেষ করে তাঁদের দায়িত্ব বুঝিয়ে দেন।
জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘পদ পেলেই নেতা হওয়া যায় না। সংগঠনের স্বার্থে শ্রম দেওয়াই হলো প্রকৃত নেতার পরিচয়। আজকের এ কমিটিতে যাঁরা পদ পেয়েছেন, শুধু তাঁরাই না বরং যুবলীগের সব সদস্যই হলো যুবলীগ, আমরা সবাই যুবলীগ।’ তিনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করব, আজকের এ কমিটির মাধ্যেমে যুবলীগকে আরও সুসংগঠিত করার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার।’
শহিদুল ইসলাম পেরেশান বলেন, ‘আমরা যুবলীগ একটি শান্ত ও সুসংগঠিত যুবলীগ। যুবলীগে কোনো মাদকের আশ্রয় নেই। কখনো যদি আমরা জানতে পারি, আমাদের কোনো নেতা-কর্মী মাদকের সঙ্গে জড়িত, তাহলে তাঁকে কোনো নোটিশ ছাড়ায় যুবলীগ থেকে বহিষ্কার করা হবে।’ তিনি আরও বলেন, আজকের এ সম্মেলনের মাধ্যমে বোঝা যায় যে মুজিবনগরে যুবলীগ অনেক শক্তিশালী। কারণ, মেহেরপুর জেলাসহ মুজিবনগর উপজেলার মতো প্রতিটি ওয়ার্ডে যুবলীগের কমিটি সারা দেশের কোথাও নেই।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

পদ পেলেই নেতা হওয়া যায় না, শ্রম দেওয়াই হলো প্রকৃত নেতার পরিচয়

আপলোড টাইম : ১১:১৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯

মুজিবনগরে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় যুবলীগের আহ্বায়ক রিটন
মুজিবনগর অফিস:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা যুবলীগের উদ্যোগে বাগোয়ান, মোনাখালী, মহাজনপুর ইউনিয়নসহ সব ওয়ার্ড যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদুর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক ও মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান অপু, জেলা পরিষদের সদস্য আজীমুল বারী মুকুল, বাগোয়ান ইউপি যুবলীগের সভাপতি আজিজুর রহমান মোংলা, সাধারণ সম্পাদক বাবুল মল্লিক, মোনাখালী ইউপি যুবলীগের সভাপতি এম এ খালেক, সাধারণ সম্পাদক শান্তিরাজ, মহাজনপুর ইউপি যুবলীগের সভাপতি মফিজুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মিঠু প্রমুখ।
এ সময় মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সুমাইয়া খাতুন, মুজিবনগর উপজেলা যুবলীগের নেতা হাসানুজ্জামান লাল্টুসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথম অধিবেশন শেষে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান সব ইউনিয়ন ও ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটির নেতা-কর্মীদের পরিচিতি পর্ব শেষ করে তাঁদের দায়িত্ব বুঝিয়ে দেন।
জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘পদ পেলেই নেতা হওয়া যায় না। সংগঠনের স্বার্থে শ্রম দেওয়াই হলো প্রকৃত নেতার পরিচয়। আজকের এ কমিটিতে যাঁরা পদ পেয়েছেন, শুধু তাঁরাই না বরং যুবলীগের সব সদস্যই হলো যুবলীগ, আমরা সবাই যুবলীগ।’ তিনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করব, আজকের এ কমিটির মাধ্যেমে যুবলীগকে আরও সুসংগঠিত করার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার।’
শহিদুল ইসলাম পেরেশান বলেন, ‘আমরা যুবলীগ একটি শান্ত ও সুসংগঠিত যুবলীগ। যুবলীগে কোনো মাদকের আশ্রয় নেই। কখনো যদি আমরা জানতে পারি, আমাদের কোনো নেতা-কর্মী মাদকের সঙ্গে জড়িত, তাহলে তাঁকে কোনো নোটিশ ছাড়ায় যুবলীগ থেকে বহিষ্কার করা হবে।’ তিনি আরও বলেন, আজকের এ সম্মেলনের মাধ্যমে বোঝা যায় যে মুজিবনগরে যুবলীগ অনেক শক্তিশালী। কারণ, মেহেরপুর জেলাসহ মুজিবনগর উপজেলার মতো প্রতিটি ওয়ার্ডে যুবলীগের কমিটি সারা দেশের কোথাও নেই।