ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নেপালের সাবেক স্পিকার গ্রেফতার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
  • / ২১১ বার পড়া হয়েছে

বিশ্ব প্রতিবেদন:
সংসদ সচিবালয়ের এক নারী কর্মচারীকে ধর্ষণের অভিযোগে নেপালের সাবেক স্পিকার কৃষ্ণ বাহাদুর মাহারাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। এর আগে কাঠমান্ডুর একটি আদালত বাহাদুর মাহারার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এই অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া ও বিরোধীদের তুমুল সমালোচনার মধ্যে ১ অক্টোবর পদত্যাগ করেন পার্লামেন্টের নিম্নকক্ষের এ স্পিকার। নেপালি টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সন্ধ্যায় সদ্যবিদায়ী এই স্পিকারের সরকারি বাসভবনে পুলিশের কিছু পিকআপ ভ্যান পৌঁছায়। এরপর মামলাটির তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নেয় পুলিশ। তবে মাহারা পুলিশ ভ্যানে উঠতে অস্বীকার করায় একটি প্রাইভেটকারে করে তাকে থানায় নেয়া হয়। মাহারা ২৯ সেপ্টেম্বর মদ্যপ অবস্থায় বাসায় গিয়ে ওই নারী কর্মীকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ‘এরকম কিছু ঘটবে আমি ভাবিনি। তিনি জোর করছিলেন, আমি যখন পুলিশ ডাকার কথা বলি তখন তিনি চলে যান,’ স্থানীয় গণমাধ্যমকে এমনটাই বলেছেন পার্লামেন্ট সচিবালয়ের ওই কর্মী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নেপালের সাবেক স্পিকার গ্রেফতার

আপলোড টাইম : ০৯:৫৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯

বিশ্ব প্রতিবেদন:
সংসদ সচিবালয়ের এক নারী কর্মচারীকে ধর্ষণের অভিযোগে নেপালের সাবেক স্পিকার কৃষ্ণ বাহাদুর মাহারাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। এর আগে কাঠমান্ডুর একটি আদালত বাহাদুর মাহারার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এই অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া ও বিরোধীদের তুমুল সমালোচনার মধ্যে ১ অক্টোবর পদত্যাগ করেন পার্লামেন্টের নিম্নকক্ষের এ স্পিকার। নেপালি টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সন্ধ্যায় সদ্যবিদায়ী এই স্পিকারের সরকারি বাসভবনে পুলিশের কিছু পিকআপ ভ্যান পৌঁছায়। এরপর মামলাটির তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নেয় পুলিশ। তবে মাহারা পুলিশ ভ্যানে উঠতে অস্বীকার করায় একটি প্রাইভেটকারে করে তাকে থানায় নেয়া হয়। মাহারা ২৯ সেপ্টেম্বর মদ্যপ অবস্থায় বাসায় গিয়ে ওই নারী কর্মীকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ‘এরকম কিছু ঘটবে আমি ভাবিনি। তিনি জোর করছিলেন, আমি যখন পুলিশ ডাকার কথা বলি তখন তিনি চলে যান,’ স্থানীয় গণমাধ্যমকে এমনটাই বলেছেন পার্লামেন্ট সচিবালয়ের ওই কর্মী।