ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নেইমারে ‘বাধা’ টপকালো পিএসজি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
  • / ২৮৮ বার পড়া হয়েছে

খেলাধুলা প্রতিবেদন
ইনজুরিতে ছিলেন নেইমার। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে গত তিন মৌসুমে শেষ ষোলোর বাধা টপকাতে পারেনি প্যারিস সেন্ট জার্মেইও (পিএসজি)। এবার দুই লেগেই খেললেন নেইমার। আর তার কাঁধে ভর করেই শেষ আটে উঠলো ফরাসি জায়ান্টরা। বুধবার ঘরের মাঠে নেইমার আর হুয়ান বার্নাটের গোলে শেষ ষোলোর ফিরতি লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারায় পিএসজি। তাতে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফরাসি জায়ান্টরা। প্রথম লেগে জার্মান জায়ান্ট ডর্টমুন্ডের মাঠে তারা হেরেছিল ২-১ গোলে। পিএসজির হয়ে সেই ম্যাচে অ্যাওয়ে গোলটি ছিল নেইমারের। নিজেদের পার্ক ডি প্রিন্সেস স্টেডিয়ামে বাঁচামরার দ্বিতীয় লেগে ২৮তম মিনিটে দারুণ এক হেডে পিএসজিকে লিড এনে দেন নেইমার। প্রথমার্ধের যোগ করা সময়ে স্প্যানিয়ার্ড উইঙ্গার হুয়ান বার্নাটের পা থেকে আসে দ্বিতীয় গোল। ম্যাচটা ১-০ ব্যবধানে জিতলেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে উতরে যেতো পিএসজি। আর দুই গোল হজম করায় কাজটা বেশ কঠিন হয়ে যায় ডর্টমুন্ডের জন্য। ৮৯তম মিনিটে এমিরি চানের লাল কার্ডে (দ্বিতীয় হলুদ কার্ড) ম্যাচ থেকে পুরোপুরিই ছিটকে যায় জার্মান জায়ান্টরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নেইমারে ‘বাধা’ টপকালো পিএসজি

আপলোড টাইম : ১১:০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০

খেলাধুলা প্রতিবেদন
ইনজুরিতে ছিলেন নেইমার। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে গত তিন মৌসুমে শেষ ষোলোর বাধা টপকাতে পারেনি প্যারিস সেন্ট জার্মেইও (পিএসজি)। এবার দুই লেগেই খেললেন নেইমার। আর তার কাঁধে ভর করেই শেষ আটে উঠলো ফরাসি জায়ান্টরা। বুধবার ঘরের মাঠে নেইমার আর হুয়ান বার্নাটের গোলে শেষ ষোলোর ফিরতি লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারায় পিএসজি। তাতে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফরাসি জায়ান্টরা। প্রথম লেগে জার্মান জায়ান্ট ডর্টমুন্ডের মাঠে তারা হেরেছিল ২-১ গোলে। পিএসজির হয়ে সেই ম্যাচে অ্যাওয়ে গোলটি ছিল নেইমারের। নিজেদের পার্ক ডি প্রিন্সেস স্টেডিয়ামে বাঁচামরার দ্বিতীয় লেগে ২৮তম মিনিটে দারুণ এক হেডে পিএসজিকে লিড এনে দেন নেইমার। প্রথমার্ধের যোগ করা সময়ে স্প্যানিয়ার্ড উইঙ্গার হুয়ান বার্নাটের পা থেকে আসে দ্বিতীয় গোল। ম্যাচটা ১-০ ব্যবধানে জিতলেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে উতরে যেতো পিএসজি। আর দুই গোল হজম করায় কাজটা বেশ কঠিন হয়ে যায় ডর্টমুন্ডের জন্য। ৮৯তম মিনিটে এমিরি চানের লাল কার্ডে (দ্বিতীয় হলুদ কার্ড) ম্যাচ থেকে পুরোপুরিই ছিটকে যায় জার্মান জায়ান্টরা।