ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নেইমারের ডাকে সাড়া না দিয়ে ম্যান সিটিতেই যাচ্ছেন মেসি!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
  • / ১৭৯ বার পড়া হয়েছে

খেলাধুলা প্রতিবেদন
লিওনেল মেসিকে প্যারিসে উড়িয়ে নিতে তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) অনুরোধ করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার- এমন খবরই এসেছে সংবাদমাধ্যমে। কিন্তু নতুন খবর হলো নেইমারের ডাকে সাড়া দেননি মেসি। ফরাসি সংবাদপত্র ‘লে’কিপ’ জানিয়েছে, আর্জেন্টাইন তারকার বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে যোগাযোগ করেছিল পিএসজি। হোর্হে মেসি পিএসজিকে জানিয়ে দিয়েছেন, তার ছেলে ম্যানচেস্টার সিটিতে যাওয়ার মনস্থির করেছে। গতকালই মেসির বাবা ইংল্যান্ডে গিয়েছিলেন চুক্তির ব্যাপারে আলোচনা করতে। এর আগে সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস দাবি করে, মেসির সঙ্গে ফোনে কথা হয়েছে নেইমারের ও আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ অ্যাংগেল ডি মারিয়ার। বার্সায় চার মৌসুম খেলেছেন নেইমার। ২০১৭ সালে নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিলেও দুজনের বন্ধুত্বটা থেকে গেছে আগের মতোই। আর্জেন্টাইন তারকা বেশ কয়েকবার নেইমারকে ফিরিয়ে আনার কথা বলেছেন বার্সাকে। স্কাই স্পোর্টসের প্রধান প্রতিবেদক ব্রায়ান সোয়ানসন এক টুইটে বলেছেন, মেসি বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত জানানোর পর তাকে সই করানোর জন্য পিএসজিকে অনুরোধ করেন নেইমার। এ সপ্তাহে দুজনের মধ্যে কথা হয়েছে।’ বৃহস্পতিবার সংবাদমাধ্যম বিইন স্পোর্টসের ক্রীড়া সাংবাদিক ত্রানকেদি পালমেরিও মেসির প্রতি পিএসজির আগ্রহ নিয়ে দুটি টুইট করেন। প্রথম টুইটে তিনি জানান, ‘পিএসজি মেসিকে জানিয়েছে তারা তার জন্য প্রস্তাব রাখবে।’ আরেক টুইটে বলেন, ‘মেসির ঘনিষ্ঠজনদের সঙ্গে পিএসজি যোগাযোগ করে জানিয়েছে তারাও প্রস্তাব দেবে।’ লে’কিপ জানিয়েছে, ক্লাব পরিচালকের মাধ্যমে পিএসজি মেসির বাবাকে প্রস্তাব দেয় ঠিকই। কিন্তু আলোচনা ফল দেখেনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নেইমারের ডাকে সাড়া না দিয়ে ম্যান সিটিতেই যাচ্ছেন মেসি!

আপলোড টাইম : ০৯:২৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০

খেলাধুলা প্রতিবেদন
লিওনেল মেসিকে প্যারিসে উড়িয়ে নিতে তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) অনুরোধ করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার- এমন খবরই এসেছে সংবাদমাধ্যমে। কিন্তু নতুন খবর হলো নেইমারের ডাকে সাড়া দেননি মেসি। ফরাসি সংবাদপত্র ‘লে’কিপ’ জানিয়েছে, আর্জেন্টাইন তারকার বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে যোগাযোগ করেছিল পিএসজি। হোর্হে মেসি পিএসজিকে জানিয়ে দিয়েছেন, তার ছেলে ম্যানচেস্টার সিটিতে যাওয়ার মনস্থির করেছে। গতকালই মেসির বাবা ইংল্যান্ডে গিয়েছিলেন চুক্তির ব্যাপারে আলোচনা করতে। এর আগে সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস দাবি করে, মেসির সঙ্গে ফোনে কথা হয়েছে নেইমারের ও আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ অ্যাংগেল ডি মারিয়ার। বার্সায় চার মৌসুম খেলেছেন নেইমার। ২০১৭ সালে নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিলেও দুজনের বন্ধুত্বটা থেকে গেছে আগের মতোই। আর্জেন্টাইন তারকা বেশ কয়েকবার নেইমারকে ফিরিয়ে আনার কথা বলেছেন বার্সাকে। স্কাই স্পোর্টসের প্রধান প্রতিবেদক ব্রায়ান সোয়ানসন এক টুইটে বলেছেন, মেসি বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত জানানোর পর তাকে সই করানোর জন্য পিএসজিকে অনুরোধ করেন নেইমার। এ সপ্তাহে দুজনের মধ্যে কথা হয়েছে।’ বৃহস্পতিবার সংবাদমাধ্যম বিইন স্পোর্টসের ক্রীড়া সাংবাদিক ত্রানকেদি পালমেরিও মেসির প্রতি পিএসজির আগ্রহ নিয়ে দুটি টুইট করেন। প্রথম টুইটে তিনি জানান, ‘পিএসজি মেসিকে জানিয়েছে তারা তার জন্য প্রস্তাব রাখবে।’ আরেক টুইটে বলেন, ‘মেসির ঘনিষ্ঠজনদের সঙ্গে পিএসজি যোগাযোগ করে জানিয়েছে তারাও প্রস্তাব দেবে।’ লে’কিপ জানিয়েছে, ক্লাব পরিচালকের মাধ্যমে পিএসজি মেসির বাবাকে প্রস্তাব দেয় ঠিকই। কিন্তু আলোচনা ফল দেখেনি।