ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নিষেধ অমান্য করে মামলাধীন জমিতে চাষ করার অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭
  • / ২৬৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা গোস্টবিহারের লিটনের বিরুদ্ধে আদালতের

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গোস্টবিহার গ্রামের যুবলীগ নেতা লিটনের বিরুদ্ধে ক্ষমতার দাপটে গায়ের জোরে আদালতের নিষেধ অমান্য করে দীর্ঘদিনের বিবাদমান ও মামলাধীন জমিতে রাতের আঁধারে চাষাবাদ করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গোস্টবিহার গ্রামের যুবলীগ নেতা লিটন ও তার চাচা এবং একই গ্রামের আকালে হোসেনের সাথে গোস্টবিহার মাঠে ২ বিঘা জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। যা পরবর্তীকালে উভয়পক্ষের মামলায় রুপ নেয়। পূর্বে উভয়পক্ষ জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটায়। পরে আদালত উক্ত জমিতে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে উভয়পক্ষকে জমিতে দখলে গিয়ে, চাষাবাদ না করার প্রতি নোটিশ জারি করে। কিন্তু লিটন ও তার শরিকের লোকজন ক্ষমতার দাপটে রাতের আঁধারে ওই জমিতে চাষ করে ছুতনাই ধান রোপন করে বলে অভিযোগ তুলেছে অপরপক্ষ। ইতিমধ্য ধান পেঁকে যাওয়ায় দুপক্ষের মধ্য চলছিল ধান কাঁটা নিয়ে সংঘর্ষের মহড়া। কিন্তুু লিটন বুদ্ধি খাটিয়ে গত শনিবার গোপনে রাতের আঁধারে তার নিজস্ব লোকজন সাথে নিয়ে জমির সকল ধান কেটে বাড়িতে নিয়ে আসে। এ বিষয়ের মুল হোতা লিটন বলেন, জমির সমস্ত কাগজপত্র আমাদের পক্ষে আছে। দখলে আমাদের। আমার জমিতে আমি ধান চাষ করেছি। রাতে ধান কাটা কথা স্বীকার করে বলেন, গোলযোগ হবার শঙ্কা থাকার কারনে রাতে ধান কেটেছি। তাতে সমস্যা থাকার কথা নয়। দরকার হলে কাগজপত্র দেখে যাবেন। এঘটনা ঘটে যাবার পর গ্রামের দুপক্ষের মধ্য যেকোন সময় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন এলাকাবাসী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নিষেধ অমান্য করে মামলাধীন জমিতে চাষ করার অভিযোগ

আপলোড টাইম : ১১:০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭

চুয়াডাঙ্গা গোস্টবিহারের লিটনের বিরুদ্ধে আদালতের

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গোস্টবিহার গ্রামের যুবলীগ নেতা লিটনের বিরুদ্ধে ক্ষমতার দাপটে গায়ের জোরে আদালতের নিষেধ অমান্য করে দীর্ঘদিনের বিবাদমান ও মামলাধীন জমিতে রাতের আঁধারে চাষাবাদ করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গোস্টবিহার গ্রামের যুবলীগ নেতা লিটন ও তার চাচা এবং একই গ্রামের আকালে হোসেনের সাথে গোস্টবিহার মাঠে ২ বিঘা জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। যা পরবর্তীকালে উভয়পক্ষের মামলায় রুপ নেয়। পূর্বে উভয়পক্ষ জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটায়। পরে আদালত উক্ত জমিতে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে উভয়পক্ষকে জমিতে দখলে গিয়ে, চাষাবাদ না করার প্রতি নোটিশ জারি করে। কিন্তু লিটন ও তার শরিকের লোকজন ক্ষমতার দাপটে রাতের আঁধারে ওই জমিতে চাষ করে ছুতনাই ধান রোপন করে বলে অভিযোগ তুলেছে অপরপক্ষ। ইতিমধ্য ধান পেঁকে যাওয়ায় দুপক্ষের মধ্য চলছিল ধান কাঁটা নিয়ে সংঘর্ষের মহড়া। কিন্তুু লিটন বুদ্ধি খাটিয়ে গত শনিবার গোপনে রাতের আঁধারে তার নিজস্ব লোকজন সাথে নিয়ে জমির সকল ধান কেটে বাড়িতে নিয়ে আসে। এ বিষয়ের মুল হোতা লিটন বলেন, জমির সমস্ত কাগজপত্র আমাদের পক্ষে আছে। দখলে আমাদের। আমার জমিতে আমি ধান চাষ করেছি। রাতে ধান কাটা কথা স্বীকার করে বলেন, গোলযোগ হবার শঙ্কা থাকার কারনে রাতে ধান কেটেছি। তাতে সমস্যা থাকার কথা নয়। দরকার হলে কাগজপত্র দেখে যাবেন। এঘটনা ঘটে যাবার পর গ্রামের দুপক্ষের মধ্য যেকোন সময় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন এলাকাবাসী।