ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নির্বাচন করতে পারবেন না খালেদা : ইসির চূড়ান্ত সিদ্ধান্ত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮
  • / ৩২৫ বার পড়া হয়েছে

সমীকরণ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে নির্বচান কমিশন। তার পক্ষে দাখিল করা তিনটি আসনের মনোনয়নপত্রই বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শনিবার সন্ধ্যায় নির্বাচন ভবনে খালেদা জিয়ার আবেদনের শুনানি শেষে নির্বাচন কমিশন এই সিদ্ধান্তের কথা জানান। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল আবেদনটি ৪-১ ভোটে নামঞ্জুর করা হয়েছে। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে তার প্রার্থিতা বাতিলের এ সিদ্ধান্ত নিয়েছে ইসি। দলের পক্ষ থেকে তিনটি আসনে তার মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল। ইসির এ সিদ্ধান্তের পর চূড়ান্তভাবে নির্বাচন থেকে ছিটকে পড়লেন তিনি। এর আগে বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নপত্র বাতিল করেন। পরবর্তীতে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে বিএনপি’র পক্ষ থেকে আপিল করা হয়। শনিবার সকালে নির্বাচন কমিশনে ওই আপিলের শুনানির পর রায় স্থগিত রাখা হয়েছিল। খালেদা জিয়ার প্রার্থিতার বৈধতার পক্ষে মত দিয়েছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তবে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তার প্রার্থিতার বিপক্ষে মত দেন। পরবর্তীতে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। অবশ্য ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার পথ খোলা রয়েছে খালেদা জিয়ার। কিন্তু দুই বছরের বেশি সাজায় দ-িতদের নির্বাচন করার পথ যে বন্ধ, তা ইতোমধ্যে আদালতেরই আদেশে এসেছে। তিন যুগ আগে খালেদা জিয়া দলের চেয়ারপারসনের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তাকে ছাড়াই জাতীয় নির্বাচন করতে হচ্ছে বিএনপিকে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নির্বাচন করতে পারবেন না খালেদা : ইসির চূড়ান্ত সিদ্ধান্ত

আপলোড টাইম : ১০:৩৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮

সমীকরণ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে নির্বচান কমিশন। তার পক্ষে দাখিল করা তিনটি আসনের মনোনয়নপত্রই বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শনিবার সন্ধ্যায় নির্বাচন ভবনে খালেদা জিয়ার আবেদনের শুনানি শেষে নির্বাচন কমিশন এই সিদ্ধান্তের কথা জানান। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল আবেদনটি ৪-১ ভোটে নামঞ্জুর করা হয়েছে। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে তার প্রার্থিতা বাতিলের এ সিদ্ধান্ত নিয়েছে ইসি। দলের পক্ষ থেকে তিনটি আসনে তার মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল। ইসির এ সিদ্ধান্তের পর চূড়ান্তভাবে নির্বাচন থেকে ছিটকে পড়লেন তিনি। এর আগে বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নপত্র বাতিল করেন। পরবর্তীতে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে বিএনপি’র পক্ষ থেকে আপিল করা হয়। শনিবার সকালে নির্বাচন কমিশনে ওই আপিলের শুনানির পর রায় স্থগিত রাখা হয়েছিল। খালেদা জিয়ার প্রার্থিতার বৈধতার পক্ষে মত দিয়েছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তবে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তার প্রার্থিতার বিপক্ষে মত দেন। পরবর্তীতে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। অবশ্য ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার পথ খোলা রয়েছে খালেদা জিয়ার। কিন্তু দুই বছরের বেশি সাজায় দ-িতদের নির্বাচন করার পথ যে বন্ধ, তা ইতোমধ্যে আদালতেরই আদেশে এসেছে। তিন যুগ আগে খালেদা জিয়া দলের চেয়ারপারসনের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তাকে ছাড়াই জাতীয় নির্বাচন করতে হচ্ছে বিএনপিকে।