ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাতে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯
  • / ২৬১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার ৪টি ও মেহেরপুরের ৩টিসহ ৩য় ধাপে উপজেলা পরিষদ
বিশেষ প্রতিবেদক:
৩য় ধাপে চুয়াডাঙ্গা জেলার চারটি ও মেহেরপুরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ রাতে। নির্বাচনি আচরণবিধি অনুযায়ী আজ শুক্রবার মধ্যরাত (রাত ১২টা) থেকেই এই নির্বাচনের প্রচারণা শেষ করতে হবে। বিধি অনুযায়ী ভোটগ্রহণের ৩২ ঘণ্টা পূর্বে নির্বাচনের সব ধরনের প্রচার নিষিদ্ধ করা হয়। তারপর অপেক্ষা ভোটের। আগামী রোববার (২৪ মার্চ) এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে সব প্রস্তুতি গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট উপজেলাগুলোতে ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার বিকালে নির্বাচনি উপজেলাগুলোর কেন্দ্রে কেন্দ্রে ভোটের সামগ্রী পাঠানো হবে। এরপর যান চলাচলের উপর থাকবে বিধি-নিষেধ। নিরাপত্তায় সংশ্লিষ্ট নির্বাচনি এলাকাগুলোতে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা টহল দিতে শুরু করবে প্রচারণা শেষ হলেই। ইতোমধ্যে জেলা পুলিশের ১২’শ ফোর্সের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ ও আনসার ব্যাটালিয়ানের সদস্যরা চুয়াডাঙ্গায় অবস্থান নিয়েছে। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে রিটার্নিং কর্মকর্তারা বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে কঠোর সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচনে কারও শৈথিল্য ও গাফলতি সহ্য করা হবে না বলেও তিনি জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাতে

আপলোড টাইম : ০৮:৫৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯

চুয়াডাঙ্গার ৪টি ও মেহেরপুরের ৩টিসহ ৩য় ধাপে উপজেলা পরিষদ
বিশেষ প্রতিবেদক:
৩য় ধাপে চুয়াডাঙ্গা জেলার চারটি ও মেহেরপুরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ রাতে। নির্বাচনি আচরণবিধি অনুযায়ী আজ শুক্রবার মধ্যরাত (রাত ১২টা) থেকেই এই নির্বাচনের প্রচারণা শেষ করতে হবে। বিধি অনুযায়ী ভোটগ্রহণের ৩২ ঘণ্টা পূর্বে নির্বাচনের সব ধরনের প্রচার নিষিদ্ধ করা হয়। তারপর অপেক্ষা ভোটের। আগামী রোববার (২৪ মার্চ) এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে সব প্রস্তুতি গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট উপজেলাগুলোতে ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার বিকালে নির্বাচনি উপজেলাগুলোর কেন্দ্রে কেন্দ্রে ভোটের সামগ্রী পাঠানো হবে। এরপর যান চলাচলের উপর থাকবে বিধি-নিষেধ। নিরাপত্তায় সংশ্লিষ্ট নির্বাচনি এলাকাগুলোতে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা টহল দিতে শুরু করবে প্রচারণা শেষ হলেই। ইতোমধ্যে জেলা পুলিশের ১২’শ ফোর্সের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ ও আনসার ব্যাটালিয়ানের সদস্যরা চুয়াডাঙ্গায় অবস্থান নিয়েছে। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে রিটার্নিং কর্মকর্তারা বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে কঠোর সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচনে কারও শৈথিল্য ও গাফলতি সহ্য করা হবে না বলেও তিনি জানান।