ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নিরাপদ খাদ্য উৎপাদনকারী ভোক্তা ও বিপণনকারী সকলকেই সচেতন হতে হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:২৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮
  • / ৩২৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশে প্রথমবারের মত পালিত হলো জাতীয় নিরাপদ খাদ্য দিবস
ডেস্ক রিপোর্ট: “নিরাপদ খাদ্যে ভরবো দেশ, গড়বো সোনার বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশে প্রথমবারের মতো পালিত হলো জাতীয় নিরাপদ খাদ্য দিবস। সব শ্রেণি-পেশার মানুষকে নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতন করে তোলার অংশ হিসেবে ২ফেব্রুয়ারিকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস হিসেবে ঘোষণা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। সর্বসাধারণকে অবহিত করতে এবং নিরাপদ খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ, বিপণন ও বিক্রয়সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই এ দিবসটি পালন করা হয়।


আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, ‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’ শ্লোগানে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০১৮ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল ওয়াহেদ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নুরজাহান খানম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এসএম ই¯্রাফিল বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন ‘নিরাপদ খাদ্য উৎপাদনকারী ভোক্তা ও বিপণনকারী সকলকেই সচেতন হতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদনে সকলকে সহযোগিতা করতে হবে। তবেই , ভোক্তারা নিরাপদ খাদ্য গ্রহন করতে পারবেন। এবিষয়ে সমাজের সকলকেই এগিয়ে আসতে হবে। সরকার নিরাপদ খাদ্য আইন-২০১৩ পাশ করেছে। প্রশাসন আইন প্রয়োগে সব সময়ই আন্তরিক। কিন্ত, সমকিছুতেই আইন প্রয়োগ করে কার্যক্রমের সফলতা ধরে রাখা যায়না। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সকলের সম্বন্বিত প্রচেষ্টা থাকতে হবে। তবেই দিবসের স্বার্থকতা।
আলমডাঙ্গা প্রতিনিধি জানিয়েছে, আলমডাঙ্গায় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০টার সময় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার (অ:দা: ) সীমা শারমিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলালউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. শাহাবুদ্দীন আহম্মেদ, থানার এসআই পিয়ার আলী।
খাদ্য কর্মকর্তা মোফাখ্খের হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, খাদ্য পরিদর্শক দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইলিয়াছ হোসেন, সিএ ফয়জূল হোসেন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ সাজেদুল হক মনি, বণিক সমিতির কোষাধ্যক্ষ আলাউদ্দীন, মুদি সমিতির সভাপতি মিলন হোসেন, খাদ্য ব্যবসায়ী গৌতম চক্রবর্তী, উত্তম ঘোষ, বিশ্বজিৎ সাহা, উত্তম সাহাসহ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও খাদ্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
জীবননগর অফিস: “নিরাপদ খাদ্য ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, সাবেক কমিশনার রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম সাত্তার, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক, দলিল উদ্দিন দলু, সাংবাদিক জাহিদ বাবু, এসআই কাজী শামসুল আলমসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মেহেরপুর অফিস জানিয়েছে, সারা দেশের ন্যায় মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় নিরাপত্তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সকাল ৯টার সময় মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক পরিমল সিংহ। এসময় বক্তব্য রাখেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল ওয়াহেদ, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, অতিরিক্তি জেলা প্রশাসক আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
মুজিবননগর প্রতিনিধি জানিয়েছে, “নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়ব সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিবনগর উপজেলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার সময় মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেসবাহ্ উদ্দীনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে মুজিবনগর সরকারী শিশু পরিবারের শিক্ষার্থী, উপজেলার কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ ও সাধারণ মানুষ অংশ নেয়। পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সহকারী কমিশনার (ভূমি) মেসবাহ্ উদ্দীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা নাসরিনা অক্তার, বিআরডিবি অফিসার জাকির হোসেন, মুজিবনগর থানার এসআই আব্দুল গনিসহ সাধারণ মানুষ।
গাংনী অফিস জানিয়েছে, “নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ৯টার সময় গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অনুষ্ঠানে অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। উপজেলা খাদ্য অধিদপ্তরের ওসি এলএসডি নজরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর আইনজীবি সমিতির সভাপতি একেএম শফিকুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ, জেলা পরিষদ সদস্য মজিরুল, আওয়ামী লীগ নেতা শহিদুল শাহ, ইয়াছিন রেজা, সুজনের সভাপতি আব্দুর রশীদ ও অবসর প্রাপ্ত খাদ্য কর্মকর্তা ইউসুফ আলী দেওয়ানসহ সরকারী-বেসরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, “নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগীতায় এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালীতে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক বাকাহীদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মুনিম লিংকন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া। এসময় বক্তারা, মানুষের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য উৎপাদন ও ভেজাল প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নিরাপদ খাদ্য উৎপাদনকারী ভোক্তা ও বিপণনকারী সকলকেই সচেতন হতে হবে

আপলোড টাইম : ০৭:২৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮

চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশে প্রথমবারের মত পালিত হলো জাতীয় নিরাপদ খাদ্য দিবস
ডেস্ক রিপোর্ট: “নিরাপদ খাদ্যে ভরবো দেশ, গড়বো সোনার বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশে প্রথমবারের মতো পালিত হলো জাতীয় নিরাপদ খাদ্য দিবস। সব শ্রেণি-পেশার মানুষকে নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতন করে তোলার অংশ হিসেবে ২ফেব্রুয়ারিকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস হিসেবে ঘোষণা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। সর্বসাধারণকে অবহিত করতে এবং নিরাপদ খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ, বিপণন ও বিক্রয়সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই এ দিবসটি পালন করা হয়।


আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, ‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’ শ্লোগানে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০১৮ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল ওয়াহেদ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নুরজাহান খানম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এসএম ই¯্রাফিল বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন ‘নিরাপদ খাদ্য উৎপাদনকারী ভোক্তা ও বিপণনকারী সকলকেই সচেতন হতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদনে সকলকে সহযোগিতা করতে হবে। তবেই , ভোক্তারা নিরাপদ খাদ্য গ্রহন করতে পারবেন। এবিষয়ে সমাজের সকলকেই এগিয়ে আসতে হবে। সরকার নিরাপদ খাদ্য আইন-২০১৩ পাশ করেছে। প্রশাসন আইন প্রয়োগে সব সময়ই আন্তরিক। কিন্ত, সমকিছুতেই আইন প্রয়োগ করে কার্যক্রমের সফলতা ধরে রাখা যায়না। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সকলের সম্বন্বিত প্রচেষ্টা থাকতে হবে। তবেই দিবসের স্বার্থকতা।
আলমডাঙ্গা প্রতিনিধি জানিয়েছে, আলমডাঙ্গায় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০টার সময় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার (অ:দা: ) সীমা শারমিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলালউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. শাহাবুদ্দীন আহম্মেদ, থানার এসআই পিয়ার আলী।
খাদ্য কর্মকর্তা মোফাখ্খের হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, খাদ্য পরিদর্শক দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইলিয়াছ হোসেন, সিএ ফয়জূল হোসেন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ সাজেদুল হক মনি, বণিক সমিতির কোষাধ্যক্ষ আলাউদ্দীন, মুদি সমিতির সভাপতি মিলন হোসেন, খাদ্য ব্যবসায়ী গৌতম চক্রবর্তী, উত্তম ঘোষ, বিশ্বজিৎ সাহা, উত্তম সাহাসহ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও খাদ্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
জীবননগর অফিস: “নিরাপদ খাদ্য ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, সাবেক কমিশনার রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম সাত্তার, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক, দলিল উদ্দিন দলু, সাংবাদিক জাহিদ বাবু, এসআই কাজী শামসুল আলমসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মেহেরপুর অফিস জানিয়েছে, সারা দেশের ন্যায় মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় নিরাপত্তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সকাল ৯টার সময় মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক পরিমল সিংহ। এসময় বক্তব্য রাখেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল ওয়াহেদ, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, অতিরিক্তি জেলা প্রশাসক আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
মুজিবননগর প্রতিনিধি জানিয়েছে, “নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়ব সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিবনগর উপজেলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার সময় মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেসবাহ্ উদ্দীনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে মুজিবনগর সরকারী শিশু পরিবারের শিক্ষার্থী, উপজেলার কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ ও সাধারণ মানুষ অংশ নেয়। পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সহকারী কমিশনার (ভূমি) মেসবাহ্ উদ্দীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা নাসরিনা অক্তার, বিআরডিবি অফিসার জাকির হোসেন, মুজিবনগর থানার এসআই আব্দুল গনিসহ সাধারণ মানুষ।
গাংনী অফিস জানিয়েছে, “নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ৯টার সময় গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অনুষ্ঠানে অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। উপজেলা খাদ্য অধিদপ্তরের ওসি এলএসডি নজরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর আইনজীবি সমিতির সভাপতি একেএম শফিকুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ, জেলা পরিষদ সদস্য মজিরুল, আওয়ামী লীগ নেতা শহিদুল শাহ, ইয়াছিন রেজা, সুজনের সভাপতি আব্দুর রশীদ ও অবসর প্রাপ্ত খাদ্য কর্মকর্তা ইউসুফ আলী দেওয়ানসহ সরকারী-বেসরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, “নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগীতায় এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালীতে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক বাকাহীদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মুনিম লিংকন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া। এসময় বক্তারা, মানুষের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য উৎপাদন ও ভেজাল প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।