ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ৫ জন নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
  • / ২৮৫ বার পড়া হয়েছে

বিশ্ব প্রতিবেদন:
নিউজিল্যান্ডে একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতে পাঁচজন নিহত হয়েছেন। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন বলে পুলিশের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়। গতকাল সোমবার স্থানীয় সময় বেলা ২টা ১১ মিনিটে হোয়াইট আইল্যান্ড নামের আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। এর কয়েক মুহূর্ত আগেও আগ্নেয়গিরিটর অদূরে পর্যটকদের ঘোরাঘুরি করতে দেখা গেছে। বিবিসির খবরে বলা হয়, ঘটনাস্থল থেকে ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার সময় সেখানে ঠিক কতজন ছিলেন, তা নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, আবারও অগ্ন্যুৎপাতের আশঙ্কায় সেখানে উদ্ধারকর্মীরাও যেতে পারছেন না। এই দ্বীপটি দেশটির খুবই সক্রিয় আগ্নেয়গিরির একটি। এরপরও ব্যক্তিমালিকানাধীন এই দ্বীপটি পর্যটকদের কাছে দর্শনীয় এক স্থান এবং এর ওপর দিয়ে অহরহ ফ্লাইট চলাচল করে। পুলিশ জানিয়েছে, অগ্ন্যুৎপাতের সময় ৫০ জনের কম পর্যটক সেখানে ছিলেন। তাঁদের মধ্যে নিউজিল্যান্ড ছাড়াও বিদেশিরা ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নিউজিল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ৫ জন নিহত

আপলোড টাইম : ১০:০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯

বিশ্ব প্রতিবেদন:
নিউজিল্যান্ডে একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতে পাঁচজন নিহত হয়েছেন। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন বলে পুলিশের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়। গতকাল সোমবার স্থানীয় সময় বেলা ২টা ১১ মিনিটে হোয়াইট আইল্যান্ড নামের আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। এর কয়েক মুহূর্ত আগেও আগ্নেয়গিরিটর অদূরে পর্যটকদের ঘোরাঘুরি করতে দেখা গেছে। বিবিসির খবরে বলা হয়, ঘটনাস্থল থেকে ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার সময় সেখানে ঠিক কতজন ছিলেন, তা নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, আবারও অগ্ন্যুৎপাতের আশঙ্কায় সেখানে উদ্ধারকর্মীরাও যেতে পারছেন না। এই দ্বীপটি দেশটির খুবই সক্রিয় আগ্নেয়গিরির একটি। এরপরও ব্যক্তিমালিকানাধীন এই দ্বীপটি পর্যটকদের কাছে দর্শনীয় এক স্থান এবং এর ওপর দিয়ে অহরহ ফ্লাইট চলাচল করে। পুলিশ জানিয়েছে, অগ্ন্যুৎপাতের সময় ৫০ জনের কম পর্যটক সেখানে ছিলেন। তাঁদের মধ্যে নিউজিল্যান্ড ছাড়াও বিদেশিরা ছিলেন।