ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নারীসহ তিনজন আটক, ফেনসিডিলসহ উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯
  • / ১৮২ বার পড়া হয়েছে

দর্শনার বিভিন্ন স্থানে পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযান
দর্শনা অফিস:
দর্শনায় পৃথক অভিযান চালিয়ে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন টাওয়ারপাড়ার ছমির উদ্দিনের স্ত্রী সাজেদা খাতুন ওরফে সাজে (২৫), দর্শনা ইসলাম বাজারের ইয়াকুব আলীর ছেলে সাগর (৩৪) ও আজিমপুরের মৃত আজগার আলীর ছেলে আকবার ওরফে ডলার (২১)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সকাল সাড়ে সাতটার দিকে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দিন ফোর্স নিয়ে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন টাওয়ারপাড়ার ছমির উদ্দিনের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় ছমির উদ্দিনের বসতঘর থেকে ২৩ বোতল ফেনসিডিলসহ ছমির উদ্দিনের স্ত্রী আলোচিত নারী মাদক ব্যবসায়ী সাজেদা ওরফে সাজেকে (২৫) আটক করা হয়। পুলিশ আটক হওয়া নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে গতকালই আদালতে সোপর্দ করেছে।


অপর দিকে, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ফোর্স নিয়ে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার দর্শনা রেলবাজার কাঁচামালপট্টির ভাটামতলা নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দর্শনা পৌর এলাকার ইসলাম বাজারপাড়ার ইয়াকুব আলীর ছেলে সাগর (৩৪) ও আজিমপুরের মৃত আজগার আলীর ছেলে আকবার ওরফে ডলারকে (২১) মাদক লেনদেন করার সময় হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের কাছে থাকা দুটি বাজার করার ব্যাগ থেকে মোট ৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মাদক মামলা করেছে পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নারীসহ তিনজন আটক, ফেনসিডিলসহ উদ্ধার

আপলোড টাইম : ১০:৫০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯

দর্শনার বিভিন্ন স্থানে পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযান
দর্শনা অফিস:
দর্শনায় পৃথক অভিযান চালিয়ে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন টাওয়ারপাড়ার ছমির উদ্দিনের স্ত্রী সাজেদা খাতুন ওরফে সাজে (২৫), দর্শনা ইসলাম বাজারের ইয়াকুব আলীর ছেলে সাগর (৩৪) ও আজিমপুরের মৃত আজগার আলীর ছেলে আকবার ওরফে ডলার (২১)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সকাল সাড়ে সাতটার দিকে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দিন ফোর্স নিয়ে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন টাওয়ারপাড়ার ছমির উদ্দিনের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় ছমির উদ্দিনের বসতঘর থেকে ২৩ বোতল ফেনসিডিলসহ ছমির উদ্দিনের স্ত্রী আলোচিত নারী মাদক ব্যবসায়ী সাজেদা ওরফে সাজেকে (২৫) আটক করা হয়। পুলিশ আটক হওয়া নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে গতকালই আদালতে সোপর্দ করেছে।


অপর দিকে, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ফোর্স নিয়ে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার দর্শনা রেলবাজার কাঁচামালপট্টির ভাটামতলা নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দর্শনা পৌর এলাকার ইসলাম বাজারপাড়ার ইয়াকুব আলীর ছেলে সাগর (৩৪) ও আজিমপুরের মৃত আজগার আলীর ছেলে আকবার ওরফে ডলারকে (২১) মাদক লেনদেন করার সময় হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের কাছে থাকা দুটি বাজার করার ব্যাগ থেকে মোট ৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মাদক মামলা করেছে পুলিশ।