ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নাটকে এবার ভিন্ন আঙ্গিকে অপূর্ব-মেহজাবীন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
  • / ১২৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:
পর্দায় জিয়াউল ফারুক অপূর্ব আর মেহজাবীন চৌধুরীর রসায়ন এক কথায় অনবদ্য। সাম্প্রতিক সময়ের জনপ্রিয় জুটিও তারা। এতদিন তাদের দুজনকে সাধারণত প্রেমিক-প্রেমিকা রূপে দেখা গেলেও এবার সেই ধারায় খানিক পরিবর্তন আনলেন। দুজন হাজির হচ্ছেন ভিন্ন চরিত্রে। যেখানে প্রেম থাকলেও প্রেক্ষাপট আলাদা। এই ঈদ-নাটকের নাম ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’। রাজীব আহমেদের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এ নাটকে প্রথমবারের মতো দেখা যাবে অপূর্ব ও মেহজাবীনকে ‘চাপাবাজ’ চরিত্রে।
দুজনের কাজই হল সারাক্ষণ বানিয়ে বানিয়ে নিজেদের সম্পর্কে বাড়িয়ে বলা। বিশেষ করে নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেও দুজনের অভিব্যক্তি থাকে উচ্চবিত্তের সন্তান হিসেবে। এ নাটক প্রসঙ্গে অপূর্ব বলেন, এমন কাজ বা চরিত্রে সচরাচর অভিনয় করি না। বা করতে চাই না। কিন্তু এবার করলাম। কারণ আমাদের চারপাশ গুমোট হয়ে আছে। আমরা হাসতে ভুলে যাচ্ছি। এই মহামারী কবে শেষ হবে তাও জানি না। আমরা নিজেরাও আতঙ্ক নিয়ে শুটিং করছি। সব মিলিয়ে আমি মনে করি এটা অসম্ভব মজার একটি নাটক। নাটকটি ঈদ অনুষ্ঠানমালায় দীপ্ত টিভিতে প্রচার হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নাটকে এবার ভিন্ন আঙ্গিকে অপূর্ব-মেহজাবীন

আপলোড টাইম : ০৯:০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০

বিনোদন ডেস্ক:
পর্দায় জিয়াউল ফারুক অপূর্ব আর মেহজাবীন চৌধুরীর রসায়ন এক কথায় অনবদ্য। সাম্প্রতিক সময়ের জনপ্রিয় জুটিও তারা। এতদিন তাদের দুজনকে সাধারণত প্রেমিক-প্রেমিকা রূপে দেখা গেলেও এবার সেই ধারায় খানিক পরিবর্তন আনলেন। দুজন হাজির হচ্ছেন ভিন্ন চরিত্রে। যেখানে প্রেম থাকলেও প্রেক্ষাপট আলাদা। এই ঈদ-নাটকের নাম ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’। রাজীব আহমেদের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এ নাটকে প্রথমবারের মতো দেখা যাবে অপূর্ব ও মেহজাবীনকে ‘চাপাবাজ’ চরিত্রে।
দুজনের কাজই হল সারাক্ষণ বানিয়ে বানিয়ে নিজেদের সম্পর্কে বাড়িয়ে বলা। বিশেষ করে নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেও দুজনের অভিব্যক্তি থাকে উচ্চবিত্তের সন্তান হিসেবে। এ নাটক প্রসঙ্গে অপূর্ব বলেন, এমন কাজ বা চরিত্রে সচরাচর অভিনয় করি না। বা করতে চাই না। কিন্তু এবার করলাম। কারণ আমাদের চারপাশ গুমোট হয়ে আছে। আমরা হাসতে ভুলে যাচ্ছি। এই মহামারী কবে শেষ হবে তাও জানি না। আমরা নিজেরাও আতঙ্ক নিয়ে শুটিং করছি। সব মিলিয়ে আমি মনে করি এটা অসম্ভব মজার একটি নাটক। নাটকটি ঈদ অনুষ্ঠানমালায় দীপ্ত টিভিতে প্রচার হবে।