ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নাগরিক সেবা থেকে বঞ্চিত পৌরবাসী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯
  • / ২২৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা চার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় অবস্থান
দর্শনা অফিস:
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা, পেনসনসহ অন্যান্য সুবিধা আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গার জেলার চারটি পৌরসভায় দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচির কর্মবিরতি শেষে এখন ঢাকা প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এতে করে ভোগান্তিতে পড়েছে পৌর নাগরিকেরা। পৌর কার্যালয়ে সেবা নিতে এসে প্রধান ফটকে তালা ঝুলানো দেখে সেবাভোগীদের হতাশ হয়ে ফিরতে হচ্ছে। এ আন্দোলনে রয়েছে চুয়াডাঙ্গা, জীবননগর, দর্শনা ও আলমডাঙ্গা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
চুয়াডাঙ্গা জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, ‘রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য সুবিধা প্রদানের দাবিতে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বানে দাবি আদায়ের লক্ষে ঢাকা প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছি আমরা।’
সাধারণ সম্পাদক হারুন অর রশিদ আরও বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত পরিশ্রম করার পরও মাসের বেতন মাসে পাননা। দেশের প্রায় সব পৌরসভার একই অবস্থা, ৫ মাস থেকে ৭ মাস পর্যন্ত বেতন-ভাতা বকেয়া রয়েছে। পরিবার-পরিজন নিয়ে অধিকাংশ পৌর কর্মকর্তা-কর্মচারীরা পড়েছেন বিপাকে। এ চিত্র চুয়াডাঙ্গাসহ দেশের ৩২৮টি পৌরসভার। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ঢাকায় অবস্থান ধর্মঘটের কারণে পৌরসভার নাগরিকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। ময়লা-আবর্জনা পরিষ্কার না হওয়ায় পৌর এলাকা দুর্গন্ধময় শহরে পরিণত হয়েছে। সড়কবাতি বন্ধ থাকায় শহর ভুতুড়ে শহরে রূপ নিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানান নেতারা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নাগরিক সেবা থেকে বঞ্চিত পৌরবাসী

আপলোড টাইম : ১০:২২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯

চুয়াডাঙ্গা চার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় অবস্থান
দর্শনা অফিস:
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা, পেনসনসহ অন্যান্য সুবিধা আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গার জেলার চারটি পৌরসভায় দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচির কর্মবিরতি শেষে এখন ঢাকা প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এতে করে ভোগান্তিতে পড়েছে পৌর নাগরিকেরা। পৌর কার্যালয়ে সেবা নিতে এসে প্রধান ফটকে তালা ঝুলানো দেখে সেবাভোগীদের হতাশ হয়ে ফিরতে হচ্ছে। এ আন্দোলনে রয়েছে চুয়াডাঙ্গা, জীবননগর, দর্শনা ও আলমডাঙ্গা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
চুয়াডাঙ্গা জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, ‘রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য সুবিধা প্রদানের দাবিতে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বানে দাবি আদায়ের লক্ষে ঢাকা প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছি আমরা।’
সাধারণ সম্পাদক হারুন অর রশিদ আরও বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত পরিশ্রম করার পরও মাসের বেতন মাসে পাননা। দেশের প্রায় সব পৌরসভার একই অবস্থা, ৫ মাস থেকে ৭ মাস পর্যন্ত বেতন-ভাতা বকেয়া রয়েছে। পরিবার-পরিজন নিয়ে অধিকাংশ পৌর কর্মকর্তা-কর্মচারীরা পড়েছেন বিপাকে। এ চিত্র চুয়াডাঙ্গাসহ দেশের ৩২৮টি পৌরসভার। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ঢাকায় অবস্থান ধর্মঘটের কারণে পৌরসভার নাগরিকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। ময়লা-আবর্জনা পরিষ্কার না হওয়ায় পৌর এলাকা দুর্গন্ধময় শহরে পরিণত হয়েছে। সড়কবাতি বন্ধ থাকায় শহর ভুতুড়ে শহরে রূপ নিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানান নেতারা।