ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল উত্তর-পূর্ব ভারত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯
  • / ২৩৯ বার পড়া হয়েছে

বিশ্ব ডেস্ক
লোকসভায় পাশ হওয়া নাগরিকত্ব বিলের প্রতিবাদে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে মঙ্গলবার ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ বিলের বিরোধিতা করে বেশ কিছু সংগঠনের আহ্বানে অঞ্চলটিতে বনধ বা ধর্মঘট পালিত হয়েছে। সোমবার লোকসভায় সংখ্যাগরিষ্ঠের সমর্থনে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়। এর প্রতিবাদে আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরা, এই ছয় রাজ্যে মঙ্গলবার ভোর ৫টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, টানা ১১ঘণ্টা একজোটে বনধের ডাক দেয় নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন (নেসো)। ছাত্র সংগঠনগুলোর ডাকা বনধ কঠোরভাবে পালিত হয়েছে। রাজ্যগুলোর বহু জায়গায় দোকানপাট বন্ধ ছিল। রাস্তায় মানুষজনের দেখা পাওয়া যায়নি। কোথাও কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে নিজেদের ক্ষোভের জানান দেন আন্দোলনকারীরা। ত্রিপুরায় সড়ক এমনকি রেললাইন অবরোধ করে বিক্ষোভে অংশ নেয় মানুষ। সড়ক পথ, রেল পথ বন্ধ ছিল, সব মিলিয়ে অচল ছিল ত্রিপুরা। মণিপুর, অরুণাচলেও রাজপথে নামে বহু মানুষ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল উত্তর-পূর্ব ভারত

আপলোড টাইম : ১০:২৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯

বিশ্ব ডেস্ক
লোকসভায় পাশ হওয়া নাগরিকত্ব বিলের প্রতিবাদে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে মঙ্গলবার ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ বিলের বিরোধিতা করে বেশ কিছু সংগঠনের আহ্বানে অঞ্চলটিতে বনধ বা ধর্মঘট পালিত হয়েছে। সোমবার লোকসভায় সংখ্যাগরিষ্ঠের সমর্থনে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়। এর প্রতিবাদে আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরা, এই ছয় রাজ্যে মঙ্গলবার ভোর ৫টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, টানা ১১ঘণ্টা একজোটে বনধের ডাক দেয় নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন (নেসো)। ছাত্র সংগঠনগুলোর ডাকা বনধ কঠোরভাবে পালিত হয়েছে। রাজ্যগুলোর বহু জায়গায় দোকানপাট বন্ধ ছিল। রাস্তায় মানুষজনের দেখা পাওয়া যায়নি। কোথাও কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে নিজেদের ক্ষোভের জানান দেন আন্দোলনকারীরা। ত্রিপুরায় সড়ক এমনকি রেললাইন অবরোধ করে বিক্ষোভে অংশ নেয় মানুষ। সড়ক পথ, রেল পথ বন্ধ ছিল, সব মিলিয়ে অচল ছিল ত্রিপুরা। মণিপুর, অরুণাচলেও রাজপথে নামে বহু মানুষ।