ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নতুন ব্যাটিং কোচের খোঁজে বিসিবি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৫৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭
  • / ৩৯৭ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে থিলান সামারাবিরা দায়িত্ব পেয়েছিলেন গত বছর সেপ্টেম্বরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তাঁর চুক্তিটা হয়েছিল সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সিরিজের জানা গেল একটি নতুন খবর, শ্রীলঙ্কার সাবেক এই ব্যাটসম্যানের সঙ্গে চুক্তি আর নবায়ন করা হচ্ছে না। নতুন ব্যাটিং কোচের খোঁজে নেমেছে বিসিবি। বিষয়টা স্বীকারও করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তার সঙ্গে (থিলান সামারাবিরা) আমাদের চুক্তি ছিল চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। এই চুক্তি এখন আর নেই।’ এরই মধ্যে নতুন ব্যাটিং কোচের খোঁজে নেমে পড়েছে বিসিবি। সামারাবিরার জায়গায় সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্ক ও’নিলের কথা শোনা যাচ্ছে। ৭৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই ক্রিকেটার জাতীয় দলে খেলার সুযোগ পাননি। অবশ্য তাঁর বাবা নর্ম ও’নিল ছিলেন একজন টেস্ট ক্রিকেটার। এদিকে বাংলাদেশ দলের বর্তমান ফিজিও থিহান চন্দ্রমোহন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর প্রসঙ্গে বিসিবির সিইও বলেন, ‘আহত থাকায় এই মুহূর্তে ক্যাম্পে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না থিহানের। অবশ্য আমরা আরো কিছু দিন অপেক্ষা করতে চাই। শেষ পর্যন্ত সে যদি না পারে তখন আমাদের নতুন কিছু ভাবতে হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নতুন ব্যাটিং কোচের খোঁজে বিসিবি

আপলোড টাইম : ০৫:৫৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭

খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে থিলান সামারাবিরা দায়িত্ব পেয়েছিলেন গত বছর সেপ্টেম্বরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তাঁর চুক্তিটা হয়েছিল সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সিরিজের জানা গেল একটি নতুন খবর, শ্রীলঙ্কার সাবেক এই ব্যাটসম্যানের সঙ্গে চুক্তি আর নবায়ন করা হচ্ছে না। নতুন ব্যাটিং কোচের খোঁজে নেমেছে বিসিবি। বিষয়টা স্বীকারও করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তার সঙ্গে (থিলান সামারাবিরা) আমাদের চুক্তি ছিল চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। এই চুক্তি এখন আর নেই।’ এরই মধ্যে নতুন ব্যাটিং কোচের খোঁজে নেমে পড়েছে বিসিবি। সামারাবিরার জায়গায় সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্ক ও’নিলের কথা শোনা যাচ্ছে। ৭৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই ক্রিকেটার জাতীয় দলে খেলার সুযোগ পাননি। অবশ্য তাঁর বাবা নর্ম ও’নিল ছিলেন একজন টেস্ট ক্রিকেটার। এদিকে বাংলাদেশ দলের বর্তমান ফিজিও থিহান চন্দ্রমোহন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর প্রসঙ্গে বিসিবির সিইও বলেন, ‘আহত থাকায় এই মুহূর্তে ক্যাম্পে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না থিহানের। অবশ্য আমরা আরো কিছু দিন অপেক্ষা করতে চাই। শেষ পর্যন্ত সে যদি না পারে তখন আমাদের নতুন কিছু ভাবতে হবে।’