ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দেশে আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ১৮৬১

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
  • / ১২০ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় আট ও মেহেরপুরের দুজন করোনা আক্রান্ত
সমীকরণ প্রতিবেদন:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ১ হাজার ৮৬১ জন রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৮৫ হাজার ৯৬৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৬ হাজার ৯৬৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ১০ হাজার ৪৫২ জন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ দেশে ১৬ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৪৪ শতাংশ। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৭ জনের মধ্যে ২৮ জন পুরুষ ও ৯জন নারী। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা না আসা পর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশেষ করে বাইরে বের হলে মাস্ক পরা শতভাগ নিশ্চিত করা, কিছু সময় পরপর সাবান–পানি দিয়ে হাত ধোয়ার বিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন আটজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চলতি মাসে এটায় এক দিনে সর্বচ্চ শনাক্ত। জেলায় এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬১৫ জন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলার আলমডাঙ্গা উপজেলা থেকে নতুন তিনজন সুস্থ হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫০৩ জন। গতকাল নতুন আক্রান্ত আটজনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিনজন, আলমডাঙ্গার তিনজন ও দামুড়হুদার দুজন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ছয়জন পুরুষ ও দুজন নারী। বয়স ১৯ থেকে ১০১ বছর পর্যন্ত।
জানা যায়, গত বুধবার জেলা স্বাস্থ্যবিভাগ করোনা আক্রান্ত সন্দেহে নতুন ৪২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল ৪২টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ৮টি নমুনার ফলাফল পজিটিভ ও বাকি ৩৪টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য সদর উপজেলা থেকে ১৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৭ হাজার ৯২টি, প্রাপ্ত ফলাফল ৬ হাজার ৮৭২টি, পজিটিভ ১ হাজার ৬১৫টি, নেগেটিভ ৫ হাজার ৪৮২টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ছিলেন ৪৬ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৬ জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪১ জন, এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
মেহেরপুর:
মেহেরপুরে নতুন করে দুজন করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান এ তথ্য নিশ্চিত করেন। গতকাল নতুন আক্রান্ত জনই মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, মেহেরপুর সদর উপজেলায় ১৬ জন, গাংনীতে ৩ জন এবং মুজিবনগর উপজেলায় ৪ জনসহ মোট ২৩ জন রোগী আইসোলেশনে রয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়ে ৬শ ৩৬ জন। মৃত্যু বরণ করেছে ১৬ জন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দেশে আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ১৮৬১

আপলোড টাইম : ১০:৫১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০

গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় আট ও মেহেরপুরের দুজন করোনা আক্রান্ত
সমীকরণ প্রতিবেদন:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ১ হাজার ৮৬১ জন রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৮৫ হাজার ৯৬৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৬ হাজার ৯৬৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ১০ হাজার ৪৫২ জন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ দেশে ১৬ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৪৪ শতাংশ। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৭ জনের মধ্যে ২৮ জন পুরুষ ও ৯জন নারী। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা না আসা পর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশেষ করে বাইরে বের হলে মাস্ক পরা শতভাগ নিশ্চিত করা, কিছু সময় পরপর সাবান–পানি দিয়ে হাত ধোয়ার বিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন আটজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চলতি মাসে এটায় এক দিনে সর্বচ্চ শনাক্ত। জেলায় এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬১৫ জন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলার আলমডাঙ্গা উপজেলা থেকে নতুন তিনজন সুস্থ হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫০৩ জন। গতকাল নতুন আক্রান্ত আটজনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিনজন, আলমডাঙ্গার তিনজন ও দামুড়হুদার দুজন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ছয়জন পুরুষ ও দুজন নারী। বয়স ১৯ থেকে ১০১ বছর পর্যন্ত।
জানা যায়, গত বুধবার জেলা স্বাস্থ্যবিভাগ করোনা আক্রান্ত সন্দেহে নতুন ৪২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল ৪২টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ৮টি নমুনার ফলাফল পজিটিভ ও বাকি ৩৪টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য সদর উপজেলা থেকে ১৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৭ হাজার ৯২টি, প্রাপ্ত ফলাফল ৬ হাজার ৮৭২টি, পজিটিভ ১ হাজার ৬১৫টি, নেগেটিভ ৫ হাজার ৪৮২টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ছিলেন ৪৬ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৬ জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪১ জন, এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
মেহেরপুর:
মেহেরপুরে নতুন করে দুজন করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান এ তথ্য নিশ্চিত করেন। গতকাল নতুন আক্রান্ত জনই মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, মেহেরপুর সদর উপজেলায় ১৬ জন, গাংনীতে ৩ জন এবং মুজিবনগর উপজেলায় ৪ জনসহ মোট ২৩ জন রোগী আইসোলেশনে রয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়ে ৬শ ৩৬ জন। মৃত্যু বরণ করেছে ১৬ জন।